একজন ওয়াশ টেকনিশিয়ান প্রেমিকের চিঠি.
প্রিয়তমা,
পত্রের শুরুতে সোডিয়াম মেটা বাই সালফাইটের জ্বালাময়ী গন্ধের শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি কটন ফেব্রিকের মত কোন প্রকার ল্যাকরা ঝামেলা ছাড়াই ভাল আছো। আমি ভাল নেই। তোমার মনটাকে ডিটারজেন্ট দিয়ে হালকা ডিসাইজ করতে পারলে খুব ভাল লাগতো কারণ তোমার মনে অনেক স্টার্চ এবং তেল জাতীয় অপদ্রব্য বিদ্যমান যা তোমার মনের ভিতরে প্রবেশ করতে আমার মনকে বাধাগ্রস্থ প্রদান করছে। ডিসাইজে তোমার মন না গললে আমি এনজাইম ব্যবহার করতে চাই । আমি তোমাকে অনেক ভালবাসী, তাই চাই না ষ্টোন এনজাইম করে তোমার মনটা ক্ষতবিক্ষত হয়ে যাক। তাই নিউট্রাল এনজাইম দিয়ে তোমার মনে হালকা আঁচড় কাটতে চাই এবং অন্য কেউ যেন তোমার মনে প্রবেশ করতে না পারে সেজন্য এন্টিব্যাকষ্টেইন ব্যবহার করবো। এতে ও যদি তোমার মনে জায়গা না পাই সেক্ষেত্রে তোমার মনে ব্লিচ ব্যবহার করতে চাই । ক্লোরিন ব্লিচ ব্যবহার করলে অধিক ক্ষারজনিত কারণে তোমার মন খসখসে হয়ে যেতে পারে তাই এসিড মিডিয়ায় পটাশ ব্লিচ করে তোমার মনটাকে পরিষ্কার করতে চাই। তোমার এই মনটা যেন শুধু আমার উপরই বরাদ্ধ থাকে তাই নিউট্রালাইজিং এজেন্ট দিয়ে পরবর্তী ধাপের জন্য আমার করে নিতে চাই। এরপর তোমার মনটাকে হাইড্রো করে শুকিয়ে নিতে চাই যেন শৈবাল বা ছত্রাক আক্রমন করতে না পারে।
পত্রের শুরুতে সোডিয়াম মেটা বাই সালফাইটের জ্বালাময়ী গন্ধের শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি কটন ফেব্রিকের মত কোন প্রকার ল্যাকরা ঝামেলা ছাড়াই ভাল আছো। আমি ভাল নেই। তোমার মনটাকে ডিটারজেন্ট দিয়ে হালকা ডিসাইজ করতে পারলে খুব ভাল লাগতো কারণ তোমার মনে অনেক স্টার্চ এবং তেল জাতীয় অপদ্রব্য বিদ্যমান যা তোমার মনের ভিতরে প্রবেশ করতে আমার মনকে বাধাগ্রস্থ প্রদান করছে। ডিসাইজে তোমার মন না গললে আমি এনজাইম ব্যবহার করতে চাই । আমি তোমাকে অনেক ভালবাসী, তাই চাই না ষ্টোন এনজাইম করে তোমার মনটা ক্ষতবিক্ষত হয়ে যাক। তাই নিউট্রাল এনজাইম দিয়ে তোমার মনে হালকা আঁচড় কাটতে চাই এবং অন্য কেউ যেন তোমার মনে প্রবেশ করতে না পারে সেজন্য এন্টিব্যাকষ্টেইন ব্যবহার করবো। এতে ও যদি তোমার মনে জায়গা না পাই সেক্ষেত্রে তোমার মনে ব্লিচ ব্যবহার করতে চাই । ক্লোরিন ব্লিচ ব্যবহার করলে অধিক ক্ষারজনিত কারণে তোমার মন খসখসে হয়ে যেতে পারে তাই এসিড মিডিয়ায় পটাশ ব্লিচ করে তোমার মনটাকে পরিষ্কার করতে চাই। তোমার এই মনটা যেন শুধু আমার উপরই বরাদ্ধ থাকে তাই নিউট্রালাইজিং এজেন্ট দিয়ে পরবর্তী ধাপের জন্য আমার করে নিতে চাই। এরপর তোমার মনটাকে হাইড্রো করে শুকিয়ে নিতে চাই যেন শৈবাল বা ছত্রাক আক্রমন করতে না পারে।
অনেকে তোমাকে কানপরা হিসেবে পিপি স্প্রে করতে চাইবে, আমার কাছ থেকে দূরে রাখার জন্য গ্রান্ডিং, টেয়ারিং অথবা ডেসট্রয় করতে চাইবে বাট বিশ্বাস রেখো আমি পট্টি লাগিয়ে হলেও তোমার মন জয় করবো। এতোক্ষণে হয়তো তুমি আমাকে বুঝতে পেরেছো, আমাকে ভালবাসতে তোমার মন চাইছে, তাই তোমার মনে ব্রাউন, ইয়োলো, রেড যোগ করে টিনটিং করে দিলাম । তোমার মন অন্য কারো রঙে যেন আকৃষ্ট হতে না পারে সেজন্য কালার ফিক্সার যোগ করে দিলাম। এই ফিক্সিংই তোমাকে আমার সাথে জড়িয়ে রাখবে। অতঃপর তোমার মন যেন ক্ষারকীয় মিডিয়ায় অবস্থান করতে না পারে সেজন্য এসিড দিয়ে পি এইচ কন্ট্রোল করে দিলাম। এরপরেউ যদি তুমি আমাকে ভাল না বাসো তাহলে ক্যাটায়নিক এবং সিলিকন সফটনার মিক্সিড করে তোমার মনকে সর্বোচ্চ নরম করে নিলাম এক্ষেত্রে মনের মেজারমেন্ট প্লাস মাইনাস হলে আমার কিছুই করার নেই।
এবার এই নরম মনটাকে আরেকবার হাইড্রো ড্রায়ার করে ঠিক আমার মনের পাশে বসিয়ে দিলাম। এই সুন্দর এনজাইম ওয়াশের মাধ্যমে তোমার মন হয়ে উঠুক সবথেকে দামী প্রাণবন্ত। তোমার মন হয়ে উঠুক ওজোন ফেডিং বিরোধী এই কামনায় আজ এ পর্যন্তই।
তোমার চিঠির অপেক্ষায়.
জৈনক ওয়াশ টেকনিশিয়ান
জৈনক ওয়াশ টেকনিশিয়ান
লেখকঃ
মোঃ ইবনে রেজওয়ান
কেমিষ্ট অব স্টারলিং গ্রুপ
রিলেশন বিটুইন স্ক্যাপিং এন্ড পিপি স্প্রে
প্রিয় স্ক্র্যাপিং,
কেমন আছো তুমি? আশা করি ভালো আছো।
আমিও ভালোই আছি। তবে তোমাকে নিয়ে
মাঝে মাঝে খুব দুশ্চিন্তা হয়, স্যান্ড পেপারের ঘর্ষনে তোমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়, তবে ভেবোনা সোনা যেমন পুড়ে খাটি হয়, তেমনি তুমিও স্যান্ড পেপারের ঘর্ষনে তোমার আসল সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবে। তোমার সৌন্দর্য ফুটিয়ে তুলতে তুমি কতই না কষ্ট করো। ফার্স্ট ওয়াশ সেকেন্ড ওয়াশ কত প্রসেসই না তোমাকে অতিক্রম করতে হয়।
ডিসাইজ, এনজাইম, ব্লিচ নিউট্রালাইজেশনের মত কাটা ময় কঠিন পথ তোমাকে পাড়ি দিতে
হয়। তোমার জন্য আমার যে কতটা চিন্তা হয়
সেটা তোমাকে বলে বোঝাতে পারবোনা। তোমার সাথে আমার কখন দেখা হবে সেই ভাবনায় আমি বিভোর থাকি। তবে একটা বিষয়ে আমার ভালো লাগে তোমার আমার মিলন হয় ড্রাই প্রসেসে। যখন তুমি ফার্স্ট ওয়াশ হয়ে আমার কাছে আসো তখন যে আমার কি ভালো লাগে তা কি তুমি জানো।
তুমি বলেছিলে তোমার জন্য আমি নিজেকে রক্তাক্ত করে ফেলি। তোমাকে পূর্ণতা দানে আমার সারা শরীর রক্তের মত লাল হয়ে যায়। এটা শুনে আমি হেসেছিলাম, বলেছিলাম তুমি শুধু রক্তাক্ত হওয়াটাই দেখলে তোমার জন্য আমার নিঃশেষে বিভাজ্য হওয়াটা দেখলেনা। তোমার সৌন্দর্য দানে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষমতা নষ্ট করার জন্য সোডিয়াম মেটা বাই সাইফাইডের সাথে যে লড়াই করতে হয় তার কোন খবর কি তুমি রাখো? তোমাকে ভালোবেসে আমার এ লড়াই সারা জীবন চলবে।
পরিশেষে একটা কথা বলি যে স্যান্ড পেপারের সাথেই তোমার সংঘর্ষ হোক না কেন, হোক সেটা স্থুল ১৮০ বা সূক্ষ ৬০০, সব সময় ভালো থেকো এ প্রত্যাশায় রাখি।
ইতি তোমার
পিপি স্প্রে।
Copy from Hafiz Islam ©
মোঃ ইবনে রেজওয়ান
কেমিষ্ট অব স্টারলিং গ্রুপ
রিলেশন বিটুইন স্ক্যাপিং এন্ড পিপি স্প্রে
প্রিয় স্ক্র্যাপিং,
কেমন আছো তুমি? আশা করি ভালো আছো।
আমিও ভালোই আছি। তবে তোমাকে নিয়ে
মাঝে মাঝে খুব দুশ্চিন্তা হয়, স্যান্ড পেপারের ঘর্ষনে তোমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়, তবে ভেবোনা সোনা যেমন পুড়ে খাটি হয়, তেমনি তুমিও স্যান্ড পেপারের ঘর্ষনে তোমার আসল সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবে। তোমার সৌন্দর্য ফুটিয়ে তুলতে তুমি কতই না কষ্ট করো। ফার্স্ট ওয়াশ সেকেন্ড ওয়াশ কত প্রসেসই না তোমাকে অতিক্রম করতে হয়।
ডিসাইজ, এনজাইম, ব্লিচ নিউট্রালাইজেশনের মত কাটা ময় কঠিন পথ তোমাকে পাড়ি দিতে
হয়। তোমার জন্য আমার যে কতটা চিন্তা হয়
সেটা তোমাকে বলে বোঝাতে পারবোনা। তোমার সাথে আমার কখন দেখা হবে সেই ভাবনায় আমি বিভোর থাকি। তবে একটা বিষয়ে আমার ভালো লাগে তোমার আমার মিলন হয় ড্রাই প্রসেসে। যখন তুমি ফার্স্ট ওয়াশ হয়ে আমার কাছে আসো তখন যে আমার কি ভালো লাগে তা কি তুমি জানো।
তুমি বলেছিলে তোমার জন্য আমি নিজেকে রক্তাক্ত করে ফেলি। তোমাকে পূর্ণতা দানে আমার সারা শরীর রক্তের মত লাল হয়ে যায়। এটা শুনে আমি হেসেছিলাম, বলেছিলাম তুমি শুধু রক্তাক্ত হওয়াটাই দেখলে তোমার জন্য আমার নিঃশেষে বিভাজ্য হওয়াটা দেখলেনা। তোমার সৌন্দর্য দানে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষমতা নষ্ট করার জন্য সোডিয়াম মেটা বাই সাইফাইডের সাথে যে লড়াই করতে হয় তার কোন খবর কি তুমি রাখো? তোমাকে ভালোবেসে আমার এ লড়াই সারা জীবন চলবে।
পরিশেষে একটা কথা বলি যে স্যান্ড পেপারের সাথেই তোমার সংঘর্ষ হোক না কেন, হোক সেটা স্থুল ১৮০ বা সূক্ষ ৬০০, সব সময় ভালো থেকো এ প্রত্যাশায় রাখি।
ইতি তোমার
পিপি স্প্রে।
Copy from Hafiz Islam ©
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন