গার্মেন্টস কাস্টিক ওয়াসিং প্রসেস | Garments wash - Textile Lab | Textile Learning Blog
কাস্টিক  ওয়াস

কাস্টিক ওয়াস মুলত করা হয় রিয়েক্টিভ, সালফার, ডিরেক্ট ডাইজ, প্রিন্টেড গার্মেন্টসের উপর
এতে ফেব্রিকের ফেইডিং লুক আসে আর এব্রেশন ইফেক্ট হয়

বডিতে তে যদি সাইজ পার্টিকেল থাকে তবে তা রিমুভ করার জন্য কাস্টিক ওয়াস করা লাগে।
এতে রাবিং এবং ওয়াস ফাস্টনেস অনেক বেড়ে যায়।

ফেব্রিকে সফট ফিল দেয় আর ফেব্রিক কে হেয়ারি করে ফেলে।

প্রথম স্টে
১. ব্যাচ ওয়েট ধরলাম  ৮০ কেজি টুইল / ক্যানভাস প্যান্ট

২. ওয়াটার রেশিও বা লিকার রেশিও  L:R - 1:8, তা হলে সে অনুযায়ী  ওয়াটার রিকয়ারমেন্ট (৮০ X ৮) =৬৪০ লিটার

৩. পানি দেয়া হয়ে গেলে মেশিন রান দিতে হবে।

৪. ক্যামিকেল ডোজিংঃ
কাস্টিক সোডা   1.60 gpl  হারে  1024 গ্রাম

Ditergent 0.8 gpl হারে 512 গ্রাম

৫.  টেম্পারেচার ৫০°C - ৬০°C ডিগ্রী টেম্পারেচারে চালাতে হবে

 ৬. রানটাইম  নির্দিষ্ট না এটা নির্ভর করবে আমাদের সেডের এচিভমেন্ট এর উপর।  যতো সেড না আসবে ততোক্ষন মেশিনে ফেব্রিক চালাতে হবে। তবে ২০-৬০ মিনিট লাগবে।

৭. ইফেক্ট  আসলে এর পর বাথ ড্রেইন করে দিতে হবে।

৮. এর পরে একটা ৩ মিনিটের কোল্ড ওয়াস দিতে হবে




সেকেন্ড স্টেপঃ

১.  ওয়াটার লিকার রেশিও  L:R - 1:  5 হারে 400 লিতের

২. মেশিন রানিং

৩. ক্যামিকেল ডোজিংঃ
এসিটিক এসিড   1 Gram / Liter - 400 গ্ম

৪. রানটাইম  দিতে হবে ৫ মিনিট

এখানে এসিটিক এসিড এর মুল কাজ হচ্ছে ফেব্রিক বা গার্মে কে নিউট্রালাইজ করা।

3rd স্টেপঃ
১.  ওয়াটার লিকার রেশিও  L:R - 1: 6 হারে 480 লিতের

২. মেশিন রানিং

৩. ক্যামিকেল ডোজিংঃ

ফ্লেক্স সফেনার  0.6 Gram / Liter - 288 gm
এসিটিক এসিড   0.5 Gram / Liter - 240 gm(pH 4.5-5.5)
স্লিপ হেন্ড ফিলের জন্য সিলিকন 0.4 Gram / Liter -  192  gram
ক্যামিকেল ডোজিং করে রানটাইম  দিতে হবে ১৫-২৫ মিনিট

৪. ১৫-২৫ মিনিট পর এর পর বাথ ড্রেইন দিতে হবে।

৫. আনলোড করে ট্রলিতে নিতে হবে।




৪র্থ স্টেপঃ

হাইড্রোএক্সট্রাকটরে দিয়ে ফেব্রিকের ভেতরে এক্সেস ওয়াটার রিমুভ করে ফেলতে হবে, ২-৪ মিনিট এক্সটারক্টিং টাইম।




৫ম স্টেপঃ

স্টিম ড্রায়ার / গ্যাস ড্রায়ার ব্যাবহার করে ড্রাই করা যেতে পারে এবং এখানে দুটা ড্রায়ারের ড্রাইং প্রসিডিউর দেয়া হলো,  ২-৪ মিনিট এক্সট্রাক্টিং টাইম।

স্টিম ড্রায়ারঃ
লোড করতে হবে স্টিম  ড্রায়ারে - ৫০ কেজি
টেম্পারেচার  60°C-70°C Degree
টাইম ৪০-৫০ মিনিট
টাইম ১০-১৫ মিনিট কোল্ড ড্রাই

গ্যাস ড্রায়ারঃ
লোড করতে হবে গ্যাস  ড্রায়ারে - ৫০ কেজি
টেম্পারেচার  ৭০°C - ৮৫ °C Degree
টাইম ৩০-৩৫ মিনিট
টাইম ১০-১৫ মিনিট কোল্ড ড্রাই


সিক্স স্টেইজঃ

মেশিন থেকে আনলোড করার সময় বডি গুলি গুনে গুনে চেক করে  বের করতে হবে আর ক্যাটায়নিক সফেনার ১০০% গরম পানিতে ডিজলভ করে নিতে হবে।  ডিপ সেড মেশিনে তুলে আবার রি ওয়াস করে নিতে হবে ।




গার্মেন্টস কাস্টিক ওয়াসিং প্রসেস | Garments wash

কাস্টিক  ওয়াস

কাস্টিক ওয়াস মুলত করা হয় রিয়েক্টিভ, সালফার, ডিরেক্ট ডাইজ, প্রিন্টেড গার্মেন্টসের উপর
এতে ফেব্রিকের ফেইডিং লুক আসে আর এব্রেশন ইফেক্ট হয়

বডিতে তে যদি সাইজ পার্টিকেল থাকে তবে তা রিমুভ করার জন্য কাস্টিক ওয়াস করা লাগে।
এতে রাবিং এবং ওয়াস ফাস্টনেস অনেক বেড়ে যায়।

ফেব্রিকে সফট ফিল দেয় আর ফেব্রিক কে হেয়ারি করে ফেলে।

প্রথম স্টে
১. ব্যাচ ওয়েট ধরলাম  ৮০ কেজি টুইল / ক্যানভাস প্যান্ট

২. ওয়াটার রেশিও বা লিকার রেশিও  L:R - 1:8, তা হলে সে অনুযায়ী  ওয়াটার রিকয়ারমেন্ট (৮০ X ৮) =৬৪০ লিটার

৩. পানি দেয়া হয়ে গেলে মেশিন রান দিতে হবে।

৪. ক্যামিকেল ডোজিংঃ
কাস্টিক সোডা   1.60 gpl  হারে  1024 গ্রাম

Ditergent 0.8 gpl হারে 512 গ্রাম

৫.  টেম্পারেচার ৫০°C - ৬০°C ডিগ্রী টেম্পারেচারে চালাতে হবে

 ৬. রানটাইম  নির্দিষ্ট না এটা নির্ভর করবে আমাদের সেডের এচিভমেন্ট এর উপর।  যতো সেড না আসবে ততোক্ষন মেশিনে ফেব্রিক চালাতে হবে। তবে ২০-৬০ মিনিট লাগবে।

৭. ইফেক্ট  আসলে এর পর বাথ ড্রেইন করে দিতে হবে।

৮. এর পরে একটা ৩ মিনিটের কোল্ড ওয়াস দিতে হবে




সেকেন্ড স্টেপঃ

১.  ওয়াটার লিকার রেশিও  L:R - 1:  5 হারে 400 লিতের

২. মেশিন রানিং

৩. ক্যামিকেল ডোজিংঃ
এসিটিক এসিড   1 Gram / Liter - 400 গ্ম

৪. রানটাইম  দিতে হবে ৫ মিনিট

এখানে এসিটিক এসিড এর মুল কাজ হচ্ছে ফেব্রিক বা গার্মে কে নিউট্রালাইজ করা।

3rd স্টেপঃ
১.  ওয়াটার লিকার রেশিও  L:R - 1: 6 হারে 480 লিতের

২. মেশিন রানিং

৩. ক্যামিকেল ডোজিংঃ

ফ্লেক্স সফেনার  0.6 Gram / Liter - 288 gm
এসিটিক এসিড   0.5 Gram / Liter - 240 gm(pH 4.5-5.5)
স্লিপ হেন্ড ফিলের জন্য সিলিকন 0.4 Gram / Liter -  192  gram
ক্যামিকেল ডোজিং করে রানটাইম  দিতে হবে ১৫-২৫ মিনিট

৪. ১৫-২৫ মিনিট পর এর পর বাথ ড্রেইন দিতে হবে।

৫. আনলোড করে ট্রলিতে নিতে হবে।




৪র্থ স্টেপঃ

হাইড্রোএক্সট্রাকটরে দিয়ে ফেব্রিকের ভেতরে এক্সেস ওয়াটার রিমুভ করে ফেলতে হবে, ২-৪ মিনিট এক্সটারক্টিং টাইম।




৫ম স্টেপঃ

স্টিম ড্রায়ার / গ্যাস ড্রায়ার ব্যাবহার করে ড্রাই করা যেতে পারে এবং এখানে দুটা ড্রায়ারের ড্রাইং প্রসিডিউর দেয়া হলো,  ২-৪ মিনিট এক্সট্রাক্টিং টাইম।

স্টিম ড্রায়ারঃ
লোড করতে হবে স্টিম  ড্রায়ারে - ৫০ কেজি
টেম্পারেচার  60°C-70°C Degree
টাইম ৪০-৫০ মিনিট
টাইম ১০-১৫ মিনিট কোল্ড ড্রাই

গ্যাস ড্রায়ারঃ
লোড করতে হবে গ্যাস  ড্রায়ারে - ৫০ কেজি
টেম্পারেচার  ৭০°C - ৮৫ °C Degree
টাইম ৩০-৩৫ মিনিট
টাইম ১০-১৫ মিনিট কোল্ড ড্রাই


সিক্স স্টেইজঃ

মেশিন থেকে আনলোড করার সময় বডি গুলি গুনে গুনে চেক করে  বের করতে হবে আর ক্যাটায়নিক সফেনার ১০০% গরম পানিতে ডিজলভ করে নিতে হবে।  ডিপ সেড মেশিনে তুলে আবার রি ওয়াস করে নিতে হবে ।




কোন মন্তব্য নেই: