পিউমিক স্টোন কি?
পিউমিক ষ্টোন হচ্ছে আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি হওয়া একপ্রকারের ছিদ্রযুক্ত হালকা চুনাপাথর যা গার্মেন্টস এর ষ্টোন ওয়াসের ক্ষত্রে বহুল ব্যাবহার হয়।
এই ষ্টোনের একটি ক্যারেক্টার হচ্ছে এটা ড্রাই অবস্থায় এটা সফট এবং ব্রিটল কিন্ত ভিজলে এটা শক্ত এবং খসখসে হয়ে ।
এই স্টোন পানিতে ভেসে থাকতে পারে।
পিউমিক ষ্টোন গুলি ইন্দোনেশিয়া এবং তুরস্ক থেকে আসে , ইন্দোনেশিয়ান ষ্টোন গুলি সাদা হয় আর তুরস্কের ষ্টোন সাদাটে হয়
পিউমিক ষ্টোন গুলি সাধারণত ৩ সাইজের হয়
1) Small (2-3 Cm)
2) Medium (3-5 Cm)
3) Small (5-7 Cm)
1) Small (2-3 Cm)
2) Medium (3-5 Cm)
3) Small (5-7 Cm)
পিউমিক ষ্টোন গুলি সাধারণত 3 বার ব্যাবহার করা যায়।
পিউমিক ষ্টোন গুলি সাধারণত ২২ কেজি ২৫ কেজির বস্তায় আসে আর এর মুল্য কেজি প্রতি ৪০০/- থেকে ৪২৫ /- কেজি।
ব্যাবহারঃ
১. পিউমিক ষ্টোন গুলি সাধারণত এসিড ওয়াস, এনজাইম ওয়াস, ষ্টোন ওয়াসে ব্যাবহার করা হয়। পিউমিক ষ্টোন গার্মেন্টস বডিতে ইরেগুলার ফেইডিং ইফেক্টস দেয়।
২. পিউমিক ষ্টোন গার্মেন্টসের সারফেস ব্রাশ এর ভুমিকায় কাজ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন