এসিড ওয়াসঃ
এসিড ওয়াস মুলত ষ্টোন ওয়সের মতোই কিন্ত এতে এসিড ইউজ করা হয় ফেইডিং ইফেক্টের জন্য, এটা মুলত হেভি গার্মেন্টস এর জন্য করা হয় যেমন ডেনিম টুইল।
এনজাইম ওয়াস জন্য ধরে নিলাম ৬০ কেজির ডেনিম লং প্যান্টের ক্যালকুলেশন সাথে প্রসেস দেখে নিবো
আসুন শুরু করা যাক কিভাবে প্রসেস শুরু হয়
FIRST STEP : প্রি ট্রিটমেন্ট - ডিসাইজিং
লট ওয়েট ৮০ পিস ৬০ কেজি ডেনিম লং প্যান্ট
১. M:L 1:9 (৮ X ৬০) 540 লিটার ওয়াটার লাগবে ডিসাইজ প্রসেসের জন্য, এখানে ডিসাইজেই মুল করন হচ্ছে ডেনিম ইয়ার্ন ডাইড প্রসেস যেখানে ডেনিম সাইজিং করা থাকে তাই সাইজ পার্টিকেল দূর করার জন্য এই ডিসাইজিং করা হয়।
২. মেশিন রানিং, টেম্পারেচার 60°চ
৩. ক্যামিকেল
ডিসাইজিং এজেন্ট 0.6 gpl 324 gm
ডিটারজেন্ট 1 gpl 540 gm
ডিসাইজিং এজেন্ট 0.6 gpl 324 gm
ডিটারজেন্ট 1 gpl 540 gm
৪. প্রসেস টাইম ২০ মিনিট
৫. বাথ ড্রেইন করে দিতে হবে ২০ মিনিট পর।
SECOND STEP: Hot ওয়াশ
১. মেশিনে M:L 1: 10 (10 X ৬০) 600 লিটার পানি লেভেল করতে হবে।
২. ৬০°C টেম্পারেচারে ৫ মিনিট হট ওয়াস দিতে হবে। এর পর বাথ ড্রেইন করে দিতে হবে।
৩. ওয়াসের মুল কারন হচ্ছে ডিসাইজ পার্টইকেল গুলা ফেব্রিক থেকে তুলে ফেলা।
৪. এর পর গার্মেন্টস এর বডি গুলি ট্রলিতে আনলোড করে নিতে হবে।
৫. আনলোড করা প্রিট্রেটেড গার্মেন্টস গুলি ড্রায়ারে শুকিয়ে নিতে হবে।
৬. ড্রাই হয়ে গেলে ড্রায়ার থেকে গার্মেন্টস গুলি নামিয়ে নিতে হবে।
৭. এবার পিউমিক ষ্টোন গুলি এসিড ওয়াসের জন্য ক্যামিকেল দিয়ে রেডি করার রেসিপি জেনে নিন, যা পরে প্রসেস ইউজ করা হবেঃ
রেসিপিঃ
ওয়াটার ১০০ লিটার
পটাশিয়াম পার মেংগানেট ১০০০ গ্রাম বা ১ কেজি
ফস্ফরিক এসিড ২৫০ গ্রাম।
ক্যামিকেল তিনটা একটা স্টেইনলেস স্টিলের পাত্রে নিয়ে ড্রাইড পিউমিক ষ্টোন দিয়ে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে । পিউমিক ষ্টোন ক্যামিকেল শুষে নিলে এই পিউমিক ষ্টোন খোলা এয়ারে ২-৩ ঘন্টা শুকাতে হবে।
৮. ৪০ কেজি করে ব্যাচ চেম্বার শুকিয়ে ওয়াস মেশিনে তুলতে হবে ।
৯. ৫০ কেজি ক্যামিকেল ট্রিটেড পিউমিক ষ্টোন লোড করতে হবে।
১০. প্রতিটা ব্যাচ আনুমানিক ৭-১০ মিনিট চালাতে হবে।
১১. সময় হয়ে গেলে মেশিন স্টপ করে গার্মেন্টস গুলি আলাদা করে নামাতে হবে , পিপি দেয়া পিউমিক ষ্টোন গুলি ঘর্ষনে বডি গুলি ফেইড হয়ে যাবে।
১২. পিপি দেয়া পিউমিক ষ্টোন গুলি আবার তুলতে হবে পরের ব্যাচ করার জন্য।
THIRD STEP : Washing & Clean
১. ব্যাচ ওয়েট ৭০ কেজি
২. ওয়াটার 1:8 করে ৫৬০ লিটার, পানি বেশি নেয়ার কারন হচ্ছে ওয়াস পারপাসে।
৩. ১ গ্রাম পার লিটার হারে লিকুইড ডিটারজেন্ট নিয়ে ৪০-৫০° C এ ১০ মিনিট প্রসেস করে। বাথ ড্রাপ করতে হবে।
এখানে ডিটারজেন্ট ওয়েস্ট স্টোন পার্ট গুলি রিমুভ করে দিবে।
FORTH STEP: Whitening / Nutrilazition
১. ওয়াটার ম্যাটেরিয়াল রেশিও M:L 1: 8 (৮ X ৭০) 560 লিটার পানি লেভেল করতে হবে।
২. এর পর মেশিন রান দিতে হবে
৩. ক্যামিকেল ডোজিংঃ
Add Meta bi Sulfite - 5 gpl. 2800 gm
Add Meta bi Sulfite - 5 gpl. 2800 gm
৪. ঠান্ডা পানিতে ৫ মিনিট ঘুরিয়ে, বাথ ড্রেন করে দিতে হবে।
FIFTH STEP:
১. ওয়াটার ম্যাটেরিয়াল রেশিও M:L 1: 7 ( ৭ X ৭০) 490 লিটার পানি লেভেল করতে হবে।
২. মেশিনরান করে দিতে হবে
৩. ক্যামিকেল ডোজিং
Acetic Acid 6 gm/Lit 294 gm
Softener 1 gm/Lit 490 gm
Acetic Acid 6 gm/Lit 294 gm
Softener 1 gm/Lit 490 gm
৪. ১০-১৫ মিনিট পর বাথ ড্রেন করে দিতে হবে
৫. এর পর মেশিন থেকে আনলোড করে দিতে হবে।
SIX Step : Hydroextaction
হাইড্রোএক্সট্রাকটরে দিয়ে ফেব্রিকের ভেতরে এক্সেস ওয়াটার রিমুভ করে ফেলতে হবে, ২-৪ মিনিট এক্সটাক্টিং টাইম।
হাইড্রোএক্সট্রাকটরে দিয়ে ফেব্রিকের ভেতরে এক্সেস ওয়াটার রিমুভ করে ফেলতে হবে, ২-৪ মিনিট এক্সটাক্টিং টাইম।
SEVEN STEP : Dry
গ্যাস ড্রায়ারঃ
লোড করতে হবে গ্যাস ড্রায়ারে - ৬০ কেজি
টেম্পারেচার ৭০-৮৫ Degree
টাইম ৩৫-৪৫ মিনিট হট ড্রাই
টাইম ১০ মিনিট কোল্ড ড্রাই
এখানে কোল্ড ড্রাই করা হয় ফেব্রিক রিলাএক্স এর জন্য আর যেনো টুইস্টিং না হয় তার জন্য
EIGHT STEP : ডেলি ভারি
মেশিন থেকে আনলোড করার সময় বডি গুলি গুনে গুনে চেক করে বের করতে হবে আর ক্যাটায়নিক সফেনার ১০০% গরম পানিতে ডিজলভ করে নিতে হবে। pH কন্ট্রোল করা লাগবে যেনো ক্যামিকেল স্পট না আসে ফেব্রিকে।
সতর্কতাঃ
১. ভালো করে ব্যাচ ওয়েট করে নিতে হবে।
২. লিকার রেশিও প্রসেস অনুযায়ী ঠিক রাখতে হবে এটা অপারেটর টু অপারেটর বুঝিয়ে যেতে হবে যেনো ব্যাচ টু ব্যাচ কোন ভ্যারিয়েশন না হয়।
৩. ক্যামিকেল মাপার সময় স্কেল ১০০% একুরেট থাকতে হবে যেনো ১ গ্রাম বেশি কম না হয়।
৪. সফেনার গরম পানিতে গুলিতে লিকুইড করে নিতে হবে আর সব ক্যামিকেল ছেকে দিতে হবে।
৫. ওয়াস এর টেক প্যাকে তার কম্পজিশন, সুইং থ্রেড, ফিনিশিং প্রসেস সব ভালো করে চেক, রিচেক করে নিতে হবে।
৬. প্রথম ব্যাচ সবাই সতর্কতার সাথে সাথে থেকে ফিনিশিং করে প্যারামিটার সেট করে নিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন