Color Rendering
এমন কি কখনো হয়েছে যে, কাপড় কিনতে গিয়ে দোকানে দেখলেন এক রং বাইরে এসে আরেক।
টেক্সটাইলের ভাষায় এ ঘটনাকে বলা হয় Color Rendering। এটা ঠিক মেটামারিজম না তবে অনেকটা তার মতই। এটা হয়ে থাকে লাইট সোর্সের জন্য। রাস্তার সোডিয়াম বাতির নিচে দেখা লাল আপেল আর বাসায় টিউবলাইটের নিচে দেখা আপেলের রং পরিবর্তন কেন হয়? এই color Rendering এর জন্যই। এখন এ ঘটনার ব্যাখ্যায় আসা যাক।
কোন জিনিস দেখার জন্য আমাদের তিনটা জিনিস লাগে
১.বস্তু
২.আলো এবং
৩. চোখ
কোন বস্তুুতে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসলে আমরা সেই বস্তুুটাকে দেখি। এখন কথা হচ্ছে ঐ বস্তু কি রঙে দেখবো ?
যে রঙের আলোর তরঙ্গদৈঘ্য এসে আমাদের চোখে পড়বে আমরা বস্তুুটাকে সেই রঙের দেখবো। যেমন প্রতিফলিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ৪০০ ন্যানোমিটার এর মত হলে আমরা সেটাকে নীল দেখবো। আর ৭০০ এর দিকে গেলে লালচে। এখন প্রতিফলিত আলোক রশ্মি কোন তরঙ্গ দৈঘ্যের হবে তা নির্ভর করবে লাইট সোর্সের উপরে। দিনের আলো সকালে এক রকম আর দুপুরে যেমন অন্য রকম থাকে তার জন্য বস্তুুর সত্যিকারের রঙেরও পরিবর্তন হয়। একটা লাল রঙের ফেব্রিকে টিউব লাইটের সাদা আলোয় লালচেই মনে হবে কিন্তুু হলুদ আর নীলের মিশ্রণের আলোর নিচে এটাকে গ্রেইস ব্রাউন মনে হবে। কারণ লাইট সোর্সে লাল রং অনুপস্থিত। আর এজন্যই দোকানে ভিতরে এক রং আর বাইরে আরেকটা। দোষটা আমাদের না দোকানীদের লাইটিং এর।
লিখেছেন : ফাতেমা শারমিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন