টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ঈদেরছুটি - Textile Lab | Textile Learning Blog

টেক্সটাইল কর্মরত সিনিয়র জুনিয়র কিংবা যারা আছেন এইবার ঈদেরছুটিতে একটি কাজ করতে পারেন আপনার গ্রাম, ইউনিয়ন, উপজেলা কিংবা জেলায় কারা টেক্সটাইল গার্মেন্টসে জব করছে তাদের খুজে বের করতে পারেন এর জন্য বন্ধু বান্ধব সিনিয়র দের সহযোগীতা নিতে পারেন।  মনে রাখবে টেক্সটাইল সেক্টর হচ্ছে রিলেশন নেটওয়ার্ক এর সেক্টর এখানে পরিচিতি রেফারেন্স এর অনেক ডিমান্ড।  টেক্সটাইল গার্মেন্টস এর দুই ধরনের সিন্ডিকেট কাজ করে এক জেলা ভিত্তিক দুই ইন্সটিটিউশন ভিত্তিক এর মাঝে জেলা ভিত্তিক সিন্ডিকেট এর খুবি দাপট আছে।  একই জেলার লোকজন একে অপরকে খুব হেল্প করে এবং তাদের অবস্থান পোক্ত করে এরি উদাহরণ নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, জামালপুর,  সিরাজগঞ্জ, টাংগাইল ইত্যাদি জেলার লোকজন।  টেক্সটাইল গার্মেন্টস জবে সবার ব্যাস্ত থাকে তাই চাইলে আপনি একে অপরের সাথে দেখা করতে পারবেন না কিংবা সময় দিতে পারবেন না তাই ঈদের ছুটিতে মোটামুটি ৭-৮ দিনের ফ্রি সময় গুলিতে আপরনারা একে অপরকে খুজে বের করে পরিচিত হয়ে নিতে পারেন ।  দেশে হাট বাজারে সবাই সবাইকে পাবেন। একজন খুজে বের করলে বাকিরা এমনি বেরিয়ে যাবে ।  তবে টেক্সটাইল এর ইঞ্জিনিয়ার হতে হবে এটা ফরজ নয় সে হতে পারে মালিক টু হেল্পার কারন সবার কম বেশ পরিচিতি আছে সুপারিশ করার ক্ষমতা আছে ।

আর জব যে দেখা করলে পেয়ে যাবেন এটা ভাববেন না এটা আপনার ফিউচার ইনভেস্টমেন্ট।  এই পরিচিতি জব, ব্যাবসা, স্টাডি সকল কিছুতেই কাজে দিবে । হতে পারে আপনার পাশের বাড়িতে এক গ্রুপ ফেক্টরির GM এর বাড়ি,  ম্যানাজার এর বাড়ি ।  ভয়ের কারন নেই তারা ফেক্টরির GM এলাকার নয় তাই আপনি দেখা করতে গেটের সিকিউরিটি পাস এর প্রয়োজন নেই । 

দেশের পরিচিতি এর ভেতরে ইন্সটিটিউশন এর গোঁড়ামি থাকে না, থাকে নাড়ির টান। প্রয়োজনে এলাকাভিত্তিক এসোসিয়েশন করে ফেলুন GM বা মালিক থাকলে তাদের উপদেস্টা করে।

শুভকামনা সাবার জন্য
Textile Lab Admin Team

টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ঈদেরছুটি

টেক্সটাইল কর্মরত সিনিয়র জুনিয়র কিংবা যারা আছেন এইবার ঈদেরছুটিতে একটি কাজ করতে পারেন আপনার গ্রাম, ইউনিয়ন, উপজেলা কিংবা জেলায় কারা টেক্সটাইল গার্মেন্টসে জব করছে তাদের খুজে বের করতে পারেন এর জন্য বন্ধু বান্ধব সিনিয়র দের সহযোগীতা নিতে পারেন।  মনে রাখবে টেক্সটাইল সেক্টর হচ্ছে রিলেশন নেটওয়ার্ক এর সেক্টর এখানে পরিচিতি রেফারেন্স এর অনেক ডিমান্ড।  টেক্সটাইল গার্মেন্টস এর দুই ধরনের সিন্ডিকেট কাজ করে এক জেলা ভিত্তিক দুই ইন্সটিটিউশন ভিত্তিক এর মাঝে জেলা ভিত্তিক সিন্ডিকেট এর খুবি দাপট আছে।  একই জেলার লোকজন একে অপরকে খুব হেল্প করে এবং তাদের অবস্থান পোক্ত করে এরি উদাহরণ নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, জামালপুর,  সিরাজগঞ্জ, টাংগাইল ইত্যাদি জেলার লোকজন।  টেক্সটাইল গার্মেন্টস জবে সবার ব্যাস্ত থাকে তাই চাইলে আপনি একে অপরের সাথে দেখা করতে পারবেন না কিংবা সময় দিতে পারবেন না তাই ঈদের ছুটিতে মোটামুটি ৭-৮ দিনের ফ্রি সময় গুলিতে আপরনারা একে অপরকে খুজে বের করে পরিচিত হয়ে নিতে পারেন ।  দেশে হাট বাজারে সবাই সবাইকে পাবেন। একজন খুজে বের করলে বাকিরা এমনি বেরিয়ে যাবে ।  তবে টেক্সটাইল এর ইঞ্জিনিয়ার হতে হবে এটা ফরজ নয় সে হতে পারে মালিক টু হেল্পার কারন সবার কম বেশ পরিচিতি আছে সুপারিশ করার ক্ষমতা আছে ।

আর জব যে দেখা করলে পেয়ে যাবেন এটা ভাববেন না এটা আপনার ফিউচার ইনভেস্টমেন্ট।  এই পরিচিতি জব, ব্যাবসা, স্টাডি সকল কিছুতেই কাজে দিবে । হতে পারে আপনার পাশের বাড়িতে এক গ্রুপ ফেক্টরির GM এর বাড়ি,  ম্যানাজার এর বাড়ি ।  ভয়ের কারন নেই তারা ফেক্টরির GM এলাকার নয় তাই আপনি দেখা করতে গেটের সিকিউরিটি পাস এর প্রয়োজন নেই । 

দেশের পরিচিতি এর ভেতরে ইন্সটিটিউশন এর গোঁড়ামি থাকে না, থাকে নাড়ির টান। প্রয়োজনে এলাকাভিত্তিক এসোসিয়েশন করে ফেলুন GM বা মালিক থাকলে তাদের উপদেস্টা করে।

শুভকামনা সাবার জন্য
Textile Lab Admin Team

কোন মন্তব্য নেই: