কেনো নীট ফেব্রিকের পিচ ডাইং এর আগে করা হয় না :
১. নীট ফেব্রিক ডাইং সাধারণত সিংগেল বাথ প্রসেস যেখানে গ্রে থেকে শুরু করা প্রি ট্রিটমেন্ট এবং ডাইং করে নামানো হয় তাই এখানে মাঝ খানে প্রসেস ইন্টারাপ্ট করা সুযোগ নেই যে ডাইং এর আগে এনজাইম করার পর নামিয়ে পিচ করার সুযোগ নেই এতে টাইম অনেক নষ্ট হয়। তাই ডাইং করার পর পিচ করা হয়।
২. ডাইং এর পিচ করা হলে প্রচুর ডাস্ট তৈরি হবে যা লিন্ট ফিল্টার জ্যাম করবে আর ডাস্ট ফেব্রিকে জমে স্পট তৈরি করবে তাই ডাইং এর আগে পিচ করা ঠিক হবে না।
৩. পিচ করে সার্ফেস এর ফাইবার ডেমেজ হবে যার ফলে সারফেসে কালার এবজরব করবে না যার দরুন সেড ঠিক করে বোঝা যাবে না , তাই ডাইং করে সেড ওকে করে ১৫-২০% ডার্ক করে নামিয়ে পরে পিচ করা হয় এতে ১৫-২০% কালার কেটে গেলেও সেড লেভেলে থাকে।
Knit dyeing Finishing Expart দের মতামত চাই
ওভেন ফেব্রিকের ক্ষত্রে পিচ /সুইডিং করা হয় ডাইং এর আগে মার্সারাইজ করার কর আর পিচ হয়ে গেলে একে হট ওয়াস করা হয় ডাস্ট ফ্রি করার জন্য আর সেড ল্যাব স্যাম্পল করে ওকে করা হয় আর প্যাড ব্যাচে ডাইং করা হলে সেডের ক্ষত্রে সমস্যা হয় না
তবে বিশেষ ক্ষত্রে আগে পিচ বা সুইডিং করা হয় যদি ফেব্রিকে শাইনিং মার্ক থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন