সিলিকন সফেনারের স্পট সমস্যা দূর করার উপায় | Silicon Spots - Textile Lab | Textile Learning Blog
সিলিকন সফেনার

চেনার উপায় :  লিকুইড অবস্থায় থাকে।

ক্যাটায়নিক সফেনার হলে তা শুকনো ফেলক্স অবস্থায় থাকতো  এবং তাকে ব্যাবহারের আগে গরম পানি দিয়ে গুলিয়ে নিতে হতো। সিলিকন সফেনার এর কালার হবে পানির, গ্লিসারিন মতো এবং ঘনো। সিলিকন সফেনার খুবি স্পট প্রবন সফেনার এটা থেকে ফেব্রিক ফিনিশ এর পর পানির ফোটার মতো ভেজা স্পট দেখা যায়।

সমস্যা :
১. কাপড়ে স্পট আসতে পারে

২. এব্জরবেন্সি কমে যায়

ব্যাবহার এর নিয়ম রেসিপি :

৫০০ লিটার এর টেংকিতে  ৪০০ লিটার পানি নিয়ে লিটারে ২০-৩০ গ্রাম হারে সফেনার নিয়ে মেশ কাপড় দিয়ে ছেকে টেংকিতে দিতে হবে,  এক্ষত্রে সফেনার এর সাথে কিছুটা পানি দিয়ে তাকে ডায়ালুট করে নিতে হবে। পরে তার সাথে বাড়তি পানি নিয়ে তাকে ৫০০ লিটার পুরন করে নিতে হবে।  তারপর মটর দিয়ে ভালো করে মিশাতে হবে।

স্টেনটারে সিলিকন স্পট দুর করার কিছু উপায় :

ফিনিশিং মেশিন গুলি মধ্যে স্টেনটার মেশিনে প্রচুর  কালার স্পট যায় কিন্ত  প্রডাকশন এর লোক হিসেবে আমরা এর কারন মাঝে মাঝে খুজে পাই না। তার পরো কিছু সতর্ক্তা আমাদের নিতেই হয়,  সে গুলি হলো

১. রোলার আর প্যাডার গুলি ভিম দিয়ে ওয়াস করা।

২. ক্যামিকেল টেংকি / ডজিং টেংক এর আউট লাইন ভালো করে পরিস্কার করা বা পানি ছেড়ে পরিস্কার করা।

৩. স্পাইরাল রোলার গুলির ভেতরে ক্যামিকেল জমে থাকে,  তা তুলে ফেলা।

৪. সিলিকন সফেনার এর সাথে এসিটিক এসিড ব্যাবহার করতে হবে।

৫. ভালো ব্রেন্ড এর সিলিকন,  সফেনার ফ্লেকক্স ব্যাবহার করুন । একান্ত স্পট গেলে ক্যামিকেল চেঞ্জ করে নতুন করে আবার ক্যামিকেল বানান।

সিলিকন সফেনারের স্পট সমস্যা দূর করার উপায় | Silicon Spots

সিলিকন সফেনার

চেনার উপায় :  লিকুইড অবস্থায় থাকে।

ক্যাটায়নিক সফেনার হলে তা শুকনো ফেলক্স অবস্থায় থাকতো  এবং তাকে ব্যাবহারের আগে গরম পানি দিয়ে গুলিয়ে নিতে হতো। সিলিকন সফেনার এর কালার হবে পানির, গ্লিসারিন মতো এবং ঘনো। সিলিকন সফেনার খুবি স্পট প্রবন সফেনার এটা থেকে ফেব্রিক ফিনিশ এর পর পানির ফোটার মতো ভেজা স্পট দেখা যায়।

সমস্যা :
১. কাপড়ে স্পট আসতে পারে

২. এব্জরবেন্সি কমে যায়

ব্যাবহার এর নিয়ম রেসিপি :

৫০০ লিটার এর টেংকিতে  ৪০০ লিটার পানি নিয়ে লিটারে ২০-৩০ গ্রাম হারে সফেনার নিয়ে মেশ কাপড় দিয়ে ছেকে টেংকিতে দিতে হবে,  এক্ষত্রে সফেনার এর সাথে কিছুটা পানি দিয়ে তাকে ডায়ালুট করে নিতে হবে। পরে তার সাথে বাড়তি পানি নিয়ে তাকে ৫০০ লিটার পুরন করে নিতে হবে।  তারপর মটর দিয়ে ভালো করে মিশাতে হবে।

স্টেনটারে সিলিকন স্পট দুর করার কিছু উপায় :

ফিনিশিং মেশিন গুলি মধ্যে স্টেনটার মেশিনে প্রচুর  কালার স্পট যায় কিন্ত  প্রডাকশন এর লোক হিসেবে আমরা এর কারন মাঝে মাঝে খুজে পাই না। তার পরো কিছু সতর্ক্তা আমাদের নিতেই হয়,  সে গুলি হলো

১. রোলার আর প্যাডার গুলি ভিম দিয়ে ওয়াস করা।

২. ক্যামিকেল টেংকি / ডজিং টেংক এর আউট লাইন ভালো করে পরিস্কার করা বা পানি ছেড়ে পরিস্কার করা।

৩. স্পাইরাল রোলার গুলির ভেতরে ক্যামিকেল জমে থাকে,  তা তুলে ফেলা।

৪. সিলিকন সফেনার এর সাথে এসিটিক এসিড ব্যাবহার করতে হবে।

৫. ভালো ব্রেন্ড এর সিলিকন,  সফেনার ফ্লেকক্স ব্যাবহার করুন । একান্ত স্পট গেলে ক্যামিকেল চেঞ্জ করে নতুন করে আবার ক্যামিকেল বানান।

1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

সঠিক পদ্দতি
আমি এ পদ্দতিতেই সিলিকন ইউজ করি