একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা বায়ার ফোবিয়ায় ভুগি যে অমুক ফেক্টরির বায়ার Marks & Spancer, Walmart, H&M, Zara, Target আমার ফেক্টরির তো বায়ার ভালো না আমি কি সেখানে গেলে টিকবো ?
আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা ডাইং মাস্টার যে যেখানের হন না কেনো আমাদের মেইন কন্সেন্ট্রেশন দেয়া উচিৎ আমাদের সেড ওকে করা কোয়ালিটি রিকয়ারমেন্ট গুলা ফিলাপ করা আমাদের বায়ার কে Marks & Spancer, Walmart, Next, H&M, নাকি Zara না Lahalle,GL, Gemo, Zeeman সেটা আমাদের ফেক্টর না আমাদের বায়ার xyz যেই হোক না কেনো সে আমাদের যে সেড চায় তা ঠিক করে দেয়া, হেজার্ড ক্যামিকেল মুক্ত প্রডাক্ট , স্রিংকেজ, স্পাইরিলিটি ঠিক করে দেয়া আমাদের কাজ পরে এই প্রডাক্ট যার হয় হবে। অনেককেই দেখা যায় ভালো বায়ার হলে রিকয়ারমেন্ট কঠিন হলে অই ফেক্টরিতে জব চেঞ্জ করতে ভয় পান।
এটা পজেটিভ থিংক করে নিজেকে সেল্ফ মোটিভেট করা, সবাই চায় নিজের রিকয়ারমেন্ট অনুযায়ী গুডস পেতে তাই আমাদের তাই করা উচিৎ যাতে রিকয়ারমেন্ট অনুযায়ী গুডস দিতে পারি ।
আমাদের জব চেঞ্জ এর সময় যেনো বায়ারের ভিতি কাজ না করে তবে ভালো বায়ার মানে ভালো রিকয়ারমেন্ট আর তাদের কাজ করলে আমাদের স্কিল ডেভেলপ করবে এটা স্বাভাবিক । এটা জাস্ট আইডিয়া টেকনোলজিস্ট ভেদে মতামত ভিন্ন হতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন