স্যুয়েটার নীটিং এর জবের নানান দিক - Textile Lab | Textile Learning Blog
জ্যাকার্ড নীটিং বা ফ্লাট বেড নীটিং এর ফিউচার বাংলদেশের প্রেক্ষিতে ভালো কারন এই ফেক্ট্রিতে এনার্জি কঞ্জামশন খুবি কম, আর ইউরোপের এবং শীত প্রধান দেশে স্যুয়েটারের চাহিদা অনেক বেশি । তবে এটা সিজনাল বিজনেস ।  আর পিস রেইট আর প্রডাকশন আর উপর টাকা হওয়াতে ওয়ার্কার তা সেল্ফ মোটিভেটেড তাই ঝামেলা কম ।   টেক্সটাইল ইঞ্জিনিয়ার গন যারা গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামিং এর কাজ জানেন আপনাদের ফিউচার এখানে ভালো ।  কারন এখানে ডিজাইন, প্রোগ্রাম গুরুত্বপূর্ণ কাজ।

এই ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাদের আইডিয়া শেয়ার করতে পারেন ।

job

স্যুয়েটার নীটিং এর জবের নানান দিক

জ্যাকার্ড নীটিং বা ফ্লাট বেড নীটিং এর ফিউচার বাংলদেশের প্রেক্ষিতে ভালো কারন এই ফেক্ট্রিতে এনার্জি কঞ্জামশন খুবি কম, আর ইউরোপের এবং শীত প্রধান দেশে স্যুয়েটারের চাহিদা অনেক বেশি । তবে এটা সিজনাল বিজনেস ।  আর পিস রেইট আর প্রডাকশন আর উপর টাকা হওয়াতে ওয়ার্কার তা সেল্ফ মোটিভেটেড তাই ঝামেলা কম ।   টেক্সটাইল ইঞ্জিনিয়ার গন যারা গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামিং এর কাজ জানেন আপনাদের ফিউচার এখানে ভালো ।  কারন এখানে ডিজাইন, প্রোগ্রাম গুরুত্বপূর্ণ কাজ।

এই ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাদের আইডিয়া শেয়ার করতে পারেন ।

২টি মন্তব্য:

Rithun Zaman বলেছেন...

সুয়েটার নিটিং এর ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন ও প্রোগ্রামিং এর জন্য কি software এর কাজ জানা লাগে? Adobe Illustrator ও Photoshop এর কাজ জানলে হবে কি?

নামহীন বলেছেন...

আপনি নিজে আগে ভাল করে জানেন