Garments industry তে Wastage মিনিমাইজ করার উপায় - Textile Lab | Textile Learning Blog
Garments Factory  তে অনেক রকম খরচ আছে।  কিছু খরচ দরকারি এবং কিছু খরচ শুধুই অপচয়। কখনো কখনো একটু সচেতন হলে  এই খরচ খুব সহজে কমানো এমন কি সম্পূর্ন remove করা সম্ভব।  কিছু কারন নিয়ে আজ আলোচনা করব।

Wastage :

garments industry তে Wastage  হল এমন একটা অপচয় যেটা আমাদের কোনো দরকারই নাই অথচ টাকা খরচ করি। যেমন ধরুন আমার order qty 10,000 pcs এবং আমার buyer কোনো excess মাল নিবে না। আমি 11000 পিস মালের accessories নিয়ে আসলাম।  তাহলে আমি  (+ -)700 pcs মালের accessories বেশি আনলাম।  এটা হল Wastage। Buyer এর যদি Order Repeat হয় তাহলে আমরা কাজে লাগাতে পারব তা না হলে এটা অবান্চিত খরচ ছাড়া কিছুই না।



Over Production:

এটাও একটা বড় আকারের Waistage. সাধারনত বড় lot অথবা অনেক leadtime হলে এমন হয়। আমার দরকার ৫০০০ pcs shirt কিন্তু ৬০০০ পিস Sewing করেছি।  ১০০০  পিস অন্য Order থেকে sewing করে ফেলেছি যেটা পুরাটাই Waistage। Proper monitoring এবং over booking ও এটার একটা বড় কারন।



Import খরচ :

যদি raw materls  air এ নিয়ে আসি তাহলে সময় কম লাগবে কিন্তু অনেক বেশি খরচ পড়বে। সঠিক planning না হলে import এবং export দুই সময় ই excess খরচ হবে।

Long Storage:

Shipment এর ৩/৪ মাস আগে পোষাক Sewing করে রেখে দিলে সেটার Storage এর বড় একটা খরচ আসে। এটাও অবান্ছিত খরচ।




Alter Correction:

এটাও একটা বড় খরচ। একটা parts Sewing করতে যতটুকু সময় লাগে,  সেটা যদি ভুল বা  Alter হয় তাহলে ঠিক করতে তার থেকে তিনগুন বেশি সময় লাগবে। Alter এর অনেক গুলো কারন আছে তার মদ্ধে অন্যতম হল মেশিন problem,   অপারেটরের দক্ষতা সমস্যা ,  কাজের সঠিক পরিবেশ না থাকা,  Instructor problem,  কাজের জন্য অপারেটরের বসে থাকা।
আমরা চাইলেই খুব সহজে এই wastage গুলো কমাতে পারি।



লিখেছেন :
সাইদুল ইসলাম তুহিন



Garments industry তে Wastage মিনিমাইজ করার উপায়

Garments Factory  তে অনেক রকম খরচ আছে।  কিছু খরচ দরকারি এবং কিছু খরচ শুধুই অপচয়। কখনো কখনো একটু সচেতন হলে  এই খরচ খুব সহজে কমানো এমন কি সম্পূর্ন remove করা সম্ভব।  কিছু কারন নিয়ে আজ আলোচনা করব।

Wastage :

garments industry তে Wastage  হল এমন একটা অপচয় যেটা আমাদের কোনো দরকারই নাই অথচ টাকা খরচ করি। যেমন ধরুন আমার order qty 10,000 pcs এবং আমার buyer কোনো excess মাল নিবে না। আমি 11000 পিস মালের accessories নিয়ে আসলাম।  তাহলে আমি  (+ -)700 pcs মালের accessories বেশি আনলাম।  এটা হল Wastage। Buyer এর যদি Order Repeat হয় তাহলে আমরা কাজে লাগাতে পারব তা না হলে এটা অবান্চিত খরচ ছাড়া কিছুই না।



Over Production:

এটাও একটা বড় আকারের Waistage. সাধারনত বড় lot অথবা অনেক leadtime হলে এমন হয়। আমার দরকার ৫০০০ pcs shirt কিন্তু ৬০০০ পিস Sewing করেছি।  ১০০০  পিস অন্য Order থেকে sewing করে ফেলেছি যেটা পুরাটাই Waistage। Proper monitoring এবং over booking ও এটার একটা বড় কারন।



Import খরচ :

যদি raw materls  air এ নিয়ে আসি তাহলে সময় কম লাগবে কিন্তু অনেক বেশি খরচ পড়বে। সঠিক planning না হলে import এবং export দুই সময় ই excess খরচ হবে।

Long Storage:

Shipment এর ৩/৪ মাস আগে পোষাক Sewing করে রেখে দিলে সেটার Storage এর বড় একটা খরচ আসে। এটাও অবান্ছিত খরচ।




Alter Correction:

এটাও একটা বড় খরচ। একটা parts Sewing করতে যতটুকু সময় লাগে,  সেটা যদি ভুল বা  Alter হয় তাহলে ঠিক করতে তার থেকে তিনগুন বেশি সময় লাগবে। Alter এর অনেক গুলো কারন আছে তার মদ্ধে অন্যতম হল মেশিন problem,   অপারেটরের দক্ষতা সমস্যা ,  কাজের সঠিক পরিবেশ না থাকা,  Instructor problem,  কাজের জন্য অপারেটরের বসে থাকা।
আমরা চাইলেই খুব সহজে এই wastage গুলো কমাতে পারি।



লিখেছেন :
সাইদুল ইসলাম তুহিন



কোন মন্তব্য নেই: