ইয়ার্ন ডাইজ ফেব্রিকের কন্ট্রাস্ট ফেব্রিক ডাইং করার নিয়ম :
ওভেন ইয়ার্ন ডাইড ফেব্রিকের যদি পকেটিং ফেব্রিক বা কন্সট্রাস্ট ফেব্রিক ডাইং করে দিতে বলা হয় তবে আমাদের স্বাভাবিক ভাবে কনফিউশন চলে আসে যে আমাদের টার্গেট সেড কোনটা হবে । কারন ইয়ার্ন ডাইং করা ফেব্রিকে ২-৩ টা কালার থাকে।
তবে চেক বা স্ট্রাইপ হলে বায়ারের এর সিলেকশন করা সেড কালার করে দেয়া যায় কারন এটা বোঝা সহজ কিন্তু যদি মিলাঞ্জ জাতীয় সেড যদি হয় তবে তার ভেতর থেকে টার্গেট স্টেন্ডার্ড সেড বের করাভকঠিন।
টার্গেট স্টেন্ডার্ড সেড বের করার জন্য আমাদের ফেব্রিকের মেজর কালার সিলেক্ট করতে হবে কোনটি তারপর সেই কালারের ইয়ার্ন গুলি ফেব্রিকে এর ভেতর থেকে খুলে নিতে হবে। মিলাঞ্জ ইফেক্ট থাকলে সারফেস থেকে সেড ক্লিয়ার বোঝা যায় না।
এবং সেগুলি গুটি পাকিয়ে নিতে হবে যাতে সেড, টোন, ডেপথ ভালো করে ক্লিয়ার বোঝা যায়।
পরে একে সোয়াচ ধরে ল্যাব ম্যাচিং করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন