কেমোফ্লাজ /ছদ্মবেশ camouflage - কেমো প্রিন্ট - Textile Lab | Textile Learning Blog
কেমোফ্লাজ /ছদ্মবেশ camouflage - কেমো প্রিন্ট 

কেমোফ্লাজ বলতে আমারা বুঝি সৈন্য বা সামরিক সরঞ্জাম লুকানো জন্য পাতা , শাখা , রঙে , এবং জামাকাপড় ব্যবহার যাতে তারা তাদের আশপাশ বিরুদ্ধে দেখা যায় না: এটা
একটি ছদ্মবেশ জ্যাকেট ।

সামরিক বাহিনীর, ছদ্মবেশে মাটির উপর সৈন্য ও সরঞ্জাম লুকানোর জন্য একটি চেহারা তৈরি করা হয়, বিশেষতঃ শত্রু বিমান থেকে যেনো দেখে মানুষ বা কোন বস্তুর অস্তিত্ব অনুমান না করা যায়। এটা এমন করে ডিজাইন করা হয় যাতে চোখে বোঝা না যায় প্রকৃতি আর মানুষ এর মধ্যের পার্থক্য।

কেমো প্রিন্টঃ

আমাদের  অল ওভার প্রিন্টিং এ অনেকটা আর্মি দের পোশাক গুলিতে যে ডিজাইন করা হয় তাকে আমরা কেমো ডিজাইন বলে থাকি কেমো ডিজাইন গুলিতে চেক বা স্ট্রাইপ থাকে না এতে অনেকটা শেওলা গাছের পাতার একটা ইফেক্ট থাকে।

কেমো প্রিন্ট একটি মাল্টিকালার প্রিন্টিং যখানে  ৩-৪ টা কালার দেয়া থাকে।  এর কাভারেজ প্রায় ৮০% ।




কেমোফ্লাজ /ছদ্মবেশ camouflage - কেমো প্রিন্ট

কেমোফ্লাজ /ছদ্মবেশ camouflage - কেমো প্রিন্ট 

কেমোফ্লাজ বলতে আমারা বুঝি সৈন্য বা সামরিক সরঞ্জাম লুকানো জন্য পাতা , শাখা , রঙে , এবং জামাকাপড় ব্যবহার যাতে তারা তাদের আশপাশ বিরুদ্ধে দেখা যায় না: এটা
একটি ছদ্মবেশ জ্যাকেট ।

সামরিক বাহিনীর, ছদ্মবেশে মাটির উপর সৈন্য ও সরঞ্জাম লুকানোর জন্য একটি চেহারা তৈরি করা হয়, বিশেষতঃ শত্রু বিমান থেকে যেনো দেখে মানুষ বা কোন বস্তুর অস্তিত্ব অনুমান না করা যায়। এটা এমন করে ডিজাইন করা হয় যাতে চোখে বোঝা না যায় প্রকৃতি আর মানুষ এর মধ্যের পার্থক্য।

কেমো প্রিন্টঃ

আমাদের  অল ওভার প্রিন্টিং এ অনেকটা আর্মি দের পোশাক গুলিতে যে ডিজাইন করা হয় তাকে আমরা কেমো ডিজাইন বলে থাকি কেমো ডিজাইন গুলিতে চেক বা স্ট্রাইপ থাকে না এতে অনেকটা শেওলা গাছের পাতার একটা ইফেক্ট থাকে।

কেমো প্রিন্ট একটি মাল্টিকালার প্রিন্টিং যখানে  ৩-৪ টা কালার দেয়া থাকে।  এর কাভারেজ প্রায় ৮০% ।




কোন মন্তব্য নেই: