টেক্সটাইল ট্রান্সপোর্টেশন টাইম সেইভিং - Textile Lab | Textile Learning Blog
ফিউচার কন্সেপ্ট : ট্রান্সপোর্টেশন টাইম সেইভিং

টেক্সটাইল ফেক্টরির জন্য যে সমস্যা গুলি বিশেষ করে বেশি ফেইস করি আমরা সেটা হলো আমাদের স্যাম্পল সাবমিশনে লেইট হওয়া ,  দেখা যাচ্ছে বর্তমানে সকল বাইং হাউস গুলি গুলশান, উত্তরা, বাড়িধারা কেন্দ্রিক যারা ফলে আপনি নারায়নগঞ্জ আশুলিয়া গাজীপুর কেন্দ্রিক যে ভাবে আসুন না কেনো আপনাকে জ্যাম গুলিয়ে সঠিক টাইমে আসতে পারবেন, দেখা যায় বেশির ভাগ ফেক্টরির ট্রান্সপোর্ট নরমালি কার বা বাস তাই  যা দিয়ে নির্দিষ্ট টাইমে যাওয়া কখনো সম্ভব না আর ১ঘন্টার জন্য বাইং হাউস গুলির পার্সেল ডেইট ওভার হয়ে গেলে এর জন্য অনেক দিনের গ্যাপ হয়ে যায়।

এর জন্য আমাদের মনে হয় প্রতিটা ফেক্টরির মার্কেটিং, মার্চেন্ডাইজিং এর অধীনে একজন করে দক্ষ বাইকার কাম পার্সেল ম্যান থাকা উচিৎ যাদের কাজ হবে কি করে পিৎজা বার্গার ডেলিভারিরর মতো দ্রুত পার্সেল গুলি ডেলিভারি করে দেয়া যায়।  এটার জন্য ইনইনভেস্টমেন্ট প্রচুর লাগে না কিন্ত এসব ছোট ছোট আইডিয়া গুলি আমাদের অনেক টাইম বাচায়।

এটা এক সময় কন্সেপ্ট হবে আমাদের জন্য ।







টেক্সটাইল ট্রান্সপোর্টেশন টাইম সেইভিং

ফিউচার কন্সেপ্ট : ট্রান্সপোর্টেশন টাইম সেইভিং

টেক্সটাইল ফেক্টরির জন্য যে সমস্যা গুলি বিশেষ করে বেশি ফেইস করি আমরা সেটা হলো আমাদের স্যাম্পল সাবমিশনে লেইট হওয়া ,  দেখা যাচ্ছে বর্তমানে সকল বাইং হাউস গুলি গুলশান, উত্তরা, বাড়িধারা কেন্দ্রিক যারা ফলে আপনি নারায়নগঞ্জ আশুলিয়া গাজীপুর কেন্দ্রিক যে ভাবে আসুন না কেনো আপনাকে জ্যাম গুলিয়ে সঠিক টাইমে আসতে পারবেন, দেখা যায় বেশির ভাগ ফেক্টরির ট্রান্সপোর্ট নরমালি কার বা বাস তাই  যা দিয়ে নির্দিষ্ট টাইমে যাওয়া কখনো সম্ভব না আর ১ঘন্টার জন্য বাইং হাউস গুলির পার্সেল ডেইট ওভার হয়ে গেলে এর জন্য অনেক দিনের গ্যাপ হয়ে যায়।

এর জন্য আমাদের মনে হয় প্রতিটা ফেক্টরির মার্কেটিং, মার্চেন্ডাইজিং এর অধীনে একজন করে দক্ষ বাইকার কাম পার্সেল ম্যান থাকা উচিৎ যাদের কাজ হবে কি করে পিৎজা বার্গার ডেলিভারিরর মতো দ্রুত পার্সেল গুলি ডেলিভারি করে দেয়া যায়।  এটার জন্য ইনইনভেস্টমেন্ট প্রচুর লাগে না কিন্ত এসব ছোট ছোট আইডিয়া গুলি আমাদের অনেক টাইম বাচায়।

এটা এক সময় কন্সেপ্ট হবে আমাদের জন্য ।







কোন মন্তব্য নেই: