অনেকেই টেক্সটাইল স্টুডেন্ট সেমিস্টার এর ছুটিতে বাড়িতে আছো তারা চাইলে ছুটি গুলি তোমাদের কাজে লাগাতে পারতে ।
কিছু করনীয় থাকতে পারতো
১. টেক্সটাইল মেলার সিজন চলছে কিছু মেলা চলে গেছে ওই মেলা গুলি মিস করলা, এর জন্য আরো এক বছর অপেক্ষা করতে হবে । অনেকে বলে থাকি বাস্তব দেখে শিখা ভালো তাদের জন্য এটা খুব ভালো সুযোগ ছিলো।
২. চাইলে মিল ভিজিটে জেতে পারতা, ফেক্টরিতে না গেলে সিনিয়র দের সাথে কথা বলে আসতে পারতে তোমরা।
৩. ডে লং আনেক টেক্সটাইল, কম্পিউটার, ইংলিশ স্পোকেন, ক্যারিয়ার, হায়ার স্টাডি বিষয়ক সেমিনার হয় এই গুলিতে অংশগ্রহণ করতে পারতে তোমরা।
৪. চার মাসের সেমিস্টার গুলি আমাদের পড়া শেখার জন্য যথেষ্ট না তাই এই গ্যাপ কাজে লাগাতে পারেন, অন্তত টেক্সটাইল সাব্জেক্ট গুলি আবার পড়তে বা রিভাইজ দিতে পারো।
মতামত:
টেক্সটাইল জব এর বাজার দিন দিন কঠিন হয়ে উঠছে, এখনো প্রচুর টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাওয়া যায় যে চার বছর পড়ে টেক্সটাইল এর সংজ্ঞা জানে না। চাকুরী আছে তবে দক্ষ টেকনিকাল লোক পায়না অনেক কোম্পানি । প্রত্যেকে দক্ষতা বৃদ্ধি করা তার নিজ দায়িত্ব, কোম্পানি চায় দক্ষতা । জীবনে এই মুল্যবান সময় গুলি আর ফিরে আসবে না। তাই নিজে সরবোচ্ছ চেষ্টা করবা জেনো একটি মুহুর্ত নষ্ট না হয় ।
ক্যারিয়ারে সফল না হলে এই জামাই আদর থাকবে না , বাবা মার টাকা গুলি নষ্ট করো না ।
কিছু করনীয় থাকতে পারতো
১. টেক্সটাইল মেলার সিজন চলছে কিছু মেলা চলে গেছে ওই মেলা গুলি মিস করলা, এর জন্য আরো এক বছর অপেক্ষা করতে হবে । অনেকে বলে থাকি বাস্তব দেখে শিখা ভালো তাদের জন্য এটা খুব ভালো সুযোগ ছিলো।
২. চাইলে মিল ভিজিটে জেতে পারতা, ফেক্টরিতে না গেলে সিনিয়র দের সাথে কথা বলে আসতে পারতে তোমরা।
৩. ডে লং আনেক টেক্সটাইল, কম্পিউটার, ইংলিশ স্পোকেন, ক্যারিয়ার, হায়ার স্টাডি বিষয়ক সেমিনার হয় এই গুলিতে অংশগ্রহণ করতে পারতে তোমরা।
৪. চার মাসের সেমিস্টার গুলি আমাদের পড়া শেখার জন্য যথেষ্ট না তাই এই গ্যাপ কাজে লাগাতে পারেন, অন্তত টেক্সটাইল সাব্জেক্ট গুলি আবার পড়তে বা রিভাইজ দিতে পারো।
মতামত:
টেক্সটাইল জব এর বাজার দিন দিন কঠিন হয়ে উঠছে, এখনো প্রচুর টেক্সটাইল ইঞ্জিনিয়ার পাওয়া যায় যে চার বছর পড়ে টেক্সটাইল এর সংজ্ঞা জানে না। চাকুরী আছে তবে দক্ষ টেকনিকাল লোক পায়না অনেক কোম্পানি । প্রত্যেকে দক্ষতা বৃদ্ধি করা তার নিজ দায়িত্ব, কোম্পানি চায় দক্ষতা । জীবনে এই মুল্যবান সময় গুলি আর ফিরে আসবে না। তাই নিজে সরবোচ্ছ চেষ্টা করবা জেনো একটি মুহুর্ত নষ্ট না হয় ।
ক্যারিয়ারে সফল না হলে এই জামাই আদর থাকবে না , বাবা মার টাকা গুলি নষ্ট করো না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন