ওভেন ডাইং ফিনিশিং এর সবচেয়ে জটিল কাজ হাত দিয়ে কাপড় ছেড়া যার জন্য একটি টেকনিক ফলো করতে হয় যাদিয়ে পপলিন এর মতো পাতলা কাপড় থেকে শুরু করে 72X42/7X7 মনোস্টার সাইজের ফেব্রিক ডবি ফেব্রিক ও ছেড়া যায়।
ওভেন ফেব্রিক ছেড়ার জন্য একটি টেকনিক বা কৌশল অবলম্বন করা হয় কারন ওভেন ফেব্রিকে কে হাতে ছেড়া যথেষ্ট কষ্ট দায়ক , এর কারন হলো ফেব্রিক এর সেলভেজ প্লেইজ উইভের হয় আর এতে অনেক সময় নাইলন কড দেয়া থাকে।
নরমালি ওভেন ফেব্রিক কে হাতে ছেড়া লাগে কারন এটা ছেড়ার জন্য সব সময় সব খানে সিজার ইউজ করা যায় না। তাই হাতে কেটে নিয়ে কাজ চালানো লাগে। তবে নীটের ক্ষত্রে এটা মোটেই করবেন না কারন এতে ফেব্রিকের ডাইমেনশনাল স্টেবিলিটি নষ্ট হয় আর সঠিক GSM পাওয়া যায় না , স্রিংকেজ রেজাল্ট সঠিক হবে না এতে ।
বেশির ভাগ সময়ে দেখা যায় স্টাফরা দাঁত দিয়ে কেটে কাপড় ছেড়েন যা মোটেই বাঞ্ছনীয় নয়।
ছবিতে কৌশল গুলি সিরিয়াল বাই টেকনিক দেয়া আছে আশাকরি প্রেক্টিস করলে পারবেন
এবার ভিডিও টিউটোরিয়ালটি দেখুন :
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন