টেক্সটাইলে ফেব্রিক যাদের মেজর তাদের বলছি - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইলে ফেব্রিক যাদের মেজর তাদের বলছিঃ-

১. নীট ফেব্রিকের কিছু স্যাম্পল ফেক্টরি থেকে কালেক্ট করো এবং স্যাম্পল গুলি স্যারদের সহযোগীতা নিয়ে সব গুলি ফেব্রিক এনালাইসিস করে ফেলবে।  ফেব্রিকের কম্পোজিশন,  ক্যাম ডিজাইন, ক্যাম এরেঞ্জমেন্ট ।



২. টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল সাব্জেক্ট এর ফেব্রিকের যাবতীয় ফেব্রিক টেস্টিং প্রসিডিউর গুলি শিখে নিও ।

৩. ফেব্রিকের ল্যাব রিপোর্ট গুলি পুনরায় যেনো স্টাডি করা যায় তাই সব গুলি রিপোর্ট রেখে দেয়া, যেমন ফেব্রিক ল্যাব -১, ফেব্রিক ল্যাব -২।

৪.  নীট ফেব্রিক কতো GSM এর জন্য কতো কাউন্ট লাগে, এবং কতো গেজ আর কতো স্টিচ লেন্থ লাগে তা ৫-৬ আইটেমের ফেব্রিকের জন্য মুখস্থকরা।  Link : GSM To Count 


৫.  ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইনে ওভেনের ডিজাইন এর সাথে নীট এর ক্যাম ডিজাইন টুইল হেরিং বোন ও বিভিন্ন ইফেক্ট গুলি কি করে আনা যায় তা শিক্ষকদের কাছে শিখে নেয়া ।


৬. ইন্টারন্যাশনাল পাব্লিকেশন, রিসার্চ পেপার যে গুলি ফেব্রিকের  এসেছে নেট থেকে কালেক্ট করো এবং সে গুলি স্টাডি করো কারন ইন্টারন্যাশনাল পাব্লিকেশন, রিসার্চ পেপার গুলিতে আমাদের রেগুলার প্রসেস গুলার ফল্ট গুলি নিয়ে আলোচনা করে আর ডেভেলপমমেন্ট আইডিয়া দেয়।



৭. নীট ওভেন এর ক্ষত্রে ক্যাল্কুলেশনের জন্য প্রয়োজনীয় সুত্র গুলি কালেক্ট করে মুখস্থ করা।

৮. মেশিন : নীট এর জন্য mayer & cie, Fukuhara, Lisky এর মতো পপুলার ব্রেন্ড গুলির মেশিন ক্যাটালগ স্টাডি করা।  ওভেনের জন্য Toyota, Picanol, Somet পপুলার ব্রেন্ড গুলির মেশিন ক্যাটালগ স্টাডি করা ।  মেশিন মেইন্টেনেন্স, পার্টস, ফিচার গুলি মুখস্থ করা ।


৯. ফেব্রিক কি করে মার্কেটিং করতে হয় তা শিখে নিবা।

১০. চায়না অনেক স্পেশাল ফেব্রিক ডেভেলপ করছে রিসেন্ট, এবং তাদের ফাইবার কম্পোজিশন গুলি, ফিনশ  খুবি আনকমন   আনকমন হলেও সে গুলি আমাদের স্টাডি করা উচিৎ ।

১১. নিউ টেন্ড ডেনিম , এটার কথা বলা লাগে না যারা স্পেশাল ফেব্রিক সাব্জেক্ট নামে অপ্রয়োজনীয় একটা সাবজেক্ট পড়ছো যা বাংলাদেশে আগামী ১০ বছরে ডেভেলপ হবার চান্স নাই  !  তাই এর পরিবর্তে সময় টা ডেনিম, উইভিং, ওয়ার্প নীটিং, স্যুয়েটার এর প্রসেস মেথড গুলি স্টাডি করতে পারো।

১২. সুতা ফাইবার, আর নিয়ে স্টাডি করা নিজের জন্য উপকার বয়ে আনবে।


টেক্সটাইলে ফেব্রিক যাদের মেজর তাদের বলছি

টেক্সটাইলে ফেব্রিক যাদের মেজর তাদের বলছিঃ-

১. নীট ফেব্রিকের কিছু স্যাম্পল ফেক্টরি থেকে কালেক্ট করো এবং স্যাম্পল গুলি স্যারদের সহযোগীতা নিয়ে সব গুলি ফেব্রিক এনালাইসিস করে ফেলবে।  ফেব্রিকের কম্পোজিশন,  ক্যাম ডিজাইন, ক্যাম এরেঞ্জমেন্ট ।



২. টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল সাব্জেক্ট এর ফেব্রিকের যাবতীয় ফেব্রিক টেস্টিং প্রসিডিউর গুলি শিখে নিও ।

৩. ফেব্রিকের ল্যাব রিপোর্ট গুলি পুনরায় যেনো স্টাডি করা যায় তাই সব গুলি রিপোর্ট রেখে দেয়া, যেমন ফেব্রিক ল্যাব -১, ফেব্রিক ল্যাব -২।

৪.  নীট ফেব্রিক কতো GSM এর জন্য কতো কাউন্ট লাগে, এবং কতো গেজ আর কতো স্টিচ লেন্থ লাগে তা ৫-৬ আইটেমের ফেব্রিকের জন্য মুখস্থকরা।  Link : GSM To Count 


৫.  ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইনে ওভেনের ডিজাইন এর সাথে নীট এর ক্যাম ডিজাইন টুইল হেরিং বোন ও বিভিন্ন ইফেক্ট গুলি কি করে আনা যায় তা শিক্ষকদের কাছে শিখে নেয়া ।


৬. ইন্টারন্যাশনাল পাব্লিকেশন, রিসার্চ পেপার যে গুলি ফেব্রিকের  এসেছে নেট থেকে কালেক্ট করো এবং সে গুলি স্টাডি করো কারন ইন্টারন্যাশনাল পাব্লিকেশন, রিসার্চ পেপার গুলিতে আমাদের রেগুলার প্রসেস গুলার ফল্ট গুলি নিয়ে আলোচনা করে আর ডেভেলপমমেন্ট আইডিয়া দেয়।



৭. নীট ওভেন এর ক্ষত্রে ক্যাল্কুলেশনের জন্য প্রয়োজনীয় সুত্র গুলি কালেক্ট করে মুখস্থ করা।

৮. মেশিন : নীট এর জন্য mayer & cie, Fukuhara, Lisky এর মতো পপুলার ব্রেন্ড গুলির মেশিন ক্যাটালগ স্টাডি করা।  ওভেনের জন্য Toyota, Picanol, Somet পপুলার ব্রেন্ড গুলির মেশিন ক্যাটালগ স্টাডি করা ।  মেশিন মেইন্টেনেন্স, পার্টস, ফিচার গুলি মুখস্থ করা ।


৯. ফেব্রিক কি করে মার্কেটিং করতে হয় তা শিখে নিবা।

১০. চায়না অনেক স্পেশাল ফেব্রিক ডেভেলপ করছে রিসেন্ট, এবং তাদের ফাইবার কম্পোজিশন গুলি, ফিনশ  খুবি আনকমন   আনকমন হলেও সে গুলি আমাদের স্টাডি করা উচিৎ ।

১১. নিউ টেন্ড ডেনিম , এটার কথা বলা লাগে না যারা স্পেশাল ফেব্রিক সাব্জেক্ট নামে অপ্রয়োজনীয় একটা সাবজেক্ট পড়ছো যা বাংলাদেশে আগামী ১০ বছরে ডেভেলপ হবার চান্স নাই  !  তাই এর পরিবর্তে সময় টা ডেনিম, উইভিং, ওয়ার্প নীটিং, স্যুয়েটার এর প্রসেস মেথড গুলি স্টাডি করতে পারো।

১২. সুতা ফাইবার, আর নিয়ে স্টাডি করা নিজের জন্য উপকার বয়ে আনবে।


কোন মন্তব্য নেই: