ওভেন ফেব্রিক এর জন্য কিছু কোয়ালিটি প্যারামিটারঃ
ওভেন ডাইনভ এবং ফিনিশ এর ক্ষত্রে কিছু প্যারামিটার ফলো করা হয় যে গুলি আমাদের প্রডাকশন এর ক্ষত্রে মেইনটেইন করা জরুরী, নিচে প্রতিটা প্রসেস এর কোয়ালিটি প্যারামিটার গুলি যাতে এই প্যারামিটার গুলি অব্জার্ব করা যায়।
ডাটা কার্টেসি : স্কয়ার টেক্সটাইল + ইন্ট্রামেক্স টেক্সটাইল লিমিটেড
Greige Analysis / গ্রে ফেব্রিক এনালাইসিসঃ
1. GSM
2. Counts
3. Ends Picks
4. Width
5. Tear Strength
নোটঃ
ওভেন ফেব্রিক এর ক্ষত্রে আপনার GSM বড় ফেক্ট কারন GSM এর উপর আপনার লেভল ক্যাল্কুলেশন এবং রেসিপি ক্যাল্কুলেশন এর জন্য GSM GLM জানা গুরুত্বপূর্ণ । EPI PPI (Ends Picks) ক্রস চেক করে নেয়া যেতে পারে। ফেব্রিক লুম Width কতো ছিলো ফিনিশ কতো হবে তা জানা গুরুত্বপূর্ণ। ফেব্রিক এর Tear Strength জেনে নিলে ফেব্রিক এর কোয়ালিটি সম্পর্কে ভালো আইডিয়া পাওয়া যাবে।
Singeing Desizing এর Required কোয়ালিটি প্যারামিটারঃ
1. Width
2. Pick up 60%-75% (Ss per quality)
3. Circulation Time
4. pH 4.5-5
নোটঃ
সিঞ্জিং ডিসাইজিং এর ভেতরে এনজাইম এর পিকয়াপ % জেনে নেয়া উচিৎ এতে এবজরবেঞ্জি কেমন হবে তার আইডিয়া পাওয়া যাবে। সিঞ্জিং ডিসাইজ এর সমস্যা হলে সার্কুলেশন টাইম দেখা উচিৎ কারন সিটিং ৮ ঘন্টা ১২ টুইল সাটিন অনেক সময় সাইজ রেজাল্ট বেশি হলে এই প্যারামিটার চেক করা হয়।
Scauring Bleaching এর কোয়ালিটি প্যারামিটারঃ
1. PH 6-8
2. Tegwa / Size 6-7 Grade
3. Absorbancy Wicking 2.5-1.5cm
4. Whiteness Dyeing >60% White >75%
5. Tear As per Requirment warp 5263 weft 4721
5. Seam Slepage Wp 11.69 Weft 9.97
নোটঃ
আফটার ব্লিচ স্কাওয়ারিং এর পর PH লিমিট 6-8 এর ভেতরে আছে কিনা চেক করতে হবে না হয় ওয়াস করে নিতে হবে ফেব্রিক। Tegwa / Size এর গ্রেডিং 6-7 এর রেঞ্জ এর ভেতরে থাকতে হবে। আর এবজরবেন্সি টেস্ট এর Absorbancy Wicking 2.5-1.5cm এর ড্রপ এর রেডিয়াস 2.5-1.5cm হতে হবে। ডাইং এর ক্ষত্রে এক্সপেটেড Whiteness Dyeing >60% White >75% এর ভেতরে হবে। এবজরবেন্সি কলাম টেস্ট হলে গ্রেড 4-5 হতে হবে। টিয়ার টেনসাইল টেস্টিং আগে করে নিতে হবে যাতে ফিনিশ এর পরে ফিনিশ এর ডিসিশন নেয়া যায়।
Mercharize, Wash এর Required কোয়ালিটি প্যারামিটারঃ
1. PH 6.5-7.5
2. Tegwa / Size 7-8
3. Absorbancy Wicking 2.5-1.5cm
4. Whiteness Dyeing >60% White >75%
নোটঃ
আফটার মার্সারাইজ এবং ওয়াসের পর PH লিমিট 6.5-7.5 এর ভেতরে আছে কিনা চেক করতে হবে না হয় ওয়াস করে নিতে হবে ফেব্রিক, বিনা ওয়াসে ফেব্রিক ডাইং করা যাবে না । Tegwa / Size এর গ্রেডিং 7-8 এর রেঞ্জ এর ভেতরে থাকতে হবে । আর এবজরবেন্সি টেস্ট এর Absorbancy Wicking টেস্ট এর ওয়াটার ড্রপ এর সার্কেল রেডিয়াস 2.5-1.5cm হতে হবে এবং রাউন্ড সেইফ হতে হবে । ডাইং এর ক্ষত্রে এক্সপেটেড Whiteness Dyeing >60% White >75% এর ভেতরে হবে । এবজরবেন্সি কলাম টেস্ট হলে গ্রেড 4-5 হতে হবে। তবে এবজরবেন্সি ব্লিচ এর চেয়ে মার্সারাইজে কম হবে আর এটা ইভেন হবে । ব্লিচে 5 হলে মার্সারাইজে4- 4.5 হবে। টিয়ার টেনসাইল টেস্টিং আগে করে নিতে হবে যাতে এর ইম্প্রুভমেন্ট বোঝা যায় ।
Dyeing এর Required কোয়ালিটি প্যারামিটারঃ
1. Shade Check Visually Assessment
2. Shade Check Spectrophotomiter DE< 1.0
3. Shade Continuty
4. Shading Listing
5. CF Water Grade 3/4
6. CF Dry Rubbing Grade 4 Light Dk color 3/4
7. CF Wet Rubbing Grade 4 Light Dk color 3/4
নোটঃ
নরমালি সেড চেক করা এডিশন এর জন্য ভিজুয়াল এসেস্মেন্ট এর গুরত্ব দিতে হবে আর স্পেক্ট্রোফটোমিটার এর রিডিং নিলে কালার ডিফারেন্স DE < 1.0 । কালার ফাস্টনেস গ্রেডিং হতে হবে 3/4 রাবিং ওয়েট, ড্রাই রাব লাইট কালার 4 Dk color 3/4 ।
Finishing এর Required কোয়ালিটি প্যারামিটারঃ
1. Shrinking (3%-4%)
2. Width
3. GSM
4. Bowing 2%-3%
5. Tear
নোটঃ
Shrinking (3%-4%) এর রেঞ্জ থাকতে হবে পর্যন্ত লাইক্রা 10%. Width বায়ার এর রিকয়ারমেন্ট অনুযায়ী। GSM থাকতে হবে বায়ারের রিকয়ারমেন্ট অনুযায়ী। Bowing বা স্কিউ 2%-3% হতে হবে। Tear টেস্ট টেনসাইল টেস্ট বায়ার এর রিকয়ারমেন্ট অনুযায়ী হতে হবে।
ওভেন ডাইনভ এবং ফিনিশ এর ক্ষত্রে কিছু প্যারামিটার ফলো করা হয় যে গুলি আমাদের প্রডাকশন এর ক্ষত্রে মেইনটেইন করা জরুরী, নিচে প্রতিটা প্রসেস এর কোয়ালিটি প্যারামিটার গুলি যাতে এই প্যারামিটার গুলি অব্জার্ব করা যায়।
ডাটা কার্টেসি : স্কয়ার টেক্সটাইল + ইন্ট্রামেক্স টেক্সটাইল লিমিটেড
Greige Analysis / গ্রে ফেব্রিক এনালাইসিসঃ
1. GSM
2. Counts
3. Ends Picks
4. Width
5. Tear Strength
নোটঃ
ওভেন ফেব্রিক এর ক্ষত্রে আপনার GSM বড় ফেক্ট কারন GSM এর উপর আপনার লেভল ক্যাল্কুলেশন এবং রেসিপি ক্যাল্কুলেশন এর জন্য GSM GLM জানা গুরুত্বপূর্ণ । EPI PPI (Ends Picks) ক্রস চেক করে নেয়া যেতে পারে। ফেব্রিক লুম Width কতো ছিলো ফিনিশ কতো হবে তা জানা গুরুত্বপূর্ণ। ফেব্রিক এর Tear Strength জেনে নিলে ফেব্রিক এর কোয়ালিটি সম্পর্কে ভালো আইডিয়া পাওয়া যাবে।
Singeing Desizing এর Required কোয়ালিটি প্যারামিটারঃ
1. Width
2. Pick up 60%-75% (Ss per quality)
3. Circulation Time
4. pH 4.5-5
নোটঃ
সিঞ্জিং ডিসাইজিং এর ভেতরে এনজাইম এর পিকয়াপ % জেনে নেয়া উচিৎ এতে এবজরবেঞ্জি কেমন হবে তার আইডিয়া পাওয়া যাবে। সিঞ্জিং ডিসাইজ এর সমস্যা হলে সার্কুলেশন টাইম দেখা উচিৎ কারন সিটিং ৮ ঘন্টা ১২ টুইল সাটিন অনেক সময় সাইজ রেজাল্ট বেশি হলে এই প্যারামিটার চেক করা হয়।
Scauring Bleaching এর কোয়ালিটি প্যারামিটারঃ
1. PH 6-8
2. Tegwa / Size 6-7 Grade
3. Absorbancy Wicking 2.5-1.5cm
4. Whiteness Dyeing >60% White >75%
5. Tear As per Requirment warp 5263 weft 4721
5. Seam Slepage Wp 11.69 Weft 9.97
নোটঃ
আফটার ব্লিচ স্কাওয়ারিং এর পর PH লিমিট 6-8 এর ভেতরে আছে কিনা চেক করতে হবে না হয় ওয়াস করে নিতে হবে ফেব্রিক। Tegwa / Size এর গ্রেডিং 6-7 এর রেঞ্জ এর ভেতরে থাকতে হবে। আর এবজরবেন্সি টেস্ট এর Absorbancy Wicking 2.5-1.5cm এর ড্রপ এর রেডিয়াস 2.5-1.5cm হতে হবে। ডাইং এর ক্ষত্রে এক্সপেটেড Whiteness Dyeing >60% White >75% এর ভেতরে হবে। এবজরবেন্সি কলাম টেস্ট হলে গ্রেড 4-5 হতে হবে। টিয়ার টেনসাইল টেস্টিং আগে করে নিতে হবে যাতে ফিনিশ এর পরে ফিনিশ এর ডিসিশন নেয়া যায়।
Mercharize, Wash এর Required কোয়ালিটি প্যারামিটারঃ
1. PH 6.5-7.5
2. Tegwa / Size 7-8
3. Absorbancy Wicking 2.5-1.5cm
4. Whiteness Dyeing >60% White >75%
নোটঃ
আফটার মার্সারাইজ এবং ওয়াসের পর PH লিমিট 6.5-7.5 এর ভেতরে আছে কিনা চেক করতে হবে না হয় ওয়াস করে নিতে হবে ফেব্রিক, বিনা ওয়াসে ফেব্রিক ডাইং করা যাবে না । Tegwa / Size এর গ্রেডিং 7-8 এর রেঞ্জ এর ভেতরে থাকতে হবে । আর এবজরবেন্সি টেস্ট এর Absorbancy Wicking টেস্ট এর ওয়াটার ড্রপ এর সার্কেল রেডিয়াস 2.5-1.5cm হতে হবে এবং রাউন্ড সেইফ হতে হবে । ডাইং এর ক্ষত্রে এক্সপেটেড Whiteness Dyeing >60% White >75% এর ভেতরে হবে । এবজরবেন্সি কলাম টেস্ট হলে গ্রেড 4-5 হতে হবে। তবে এবজরবেন্সি ব্লিচ এর চেয়ে মার্সারাইজে কম হবে আর এটা ইভেন হবে । ব্লিচে 5 হলে মার্সারাইজে4- 4.5 হবে। টিয়ার টেনসাইল টেস্টিং আগে করে নিতে হবে যাতে এর ইম্প্রুভমেন্ট বোঝা যায় ।
Dyeing এর Required কোয়ালিটি প্যারামিটারঃ
1. Shade Check Visually Assessment
2. Shade Check Spectrophotomiter DE< 1.0
3. Shade Continuty
4. Shading Listing
5. CF Water Grade 3/4
6. CF Dry Rubbing Grade 4 Light Dk color 3/4
7. CF Wet Rubbing Grade 4 Light Dk color 3/4
নোটঃ
নরমালি সেড চেক করা এডিশন এর জন্য ভিজুয়াল এসেস্মেন্ট এর গুরত্ব দিতে হবে আর স্পেক্ট্রোফটোমিটার এর রিডিং নিলে কালার ডিফারেন্স DE < 1.0 । কালার ফাস্টনেস গ্রেডিং হতে হবে 3/4 রাবিং ওয়েট, ড্রাই রাব লাইট কালার 4 Dk color 3/4 ।
Finishing এর Required কোয়ালিটি প্যারামিটারঃ
1. Shrinking (3%-4%)
2. Width
3. GSM
4. Bowing 2%-3%
5. Tear
নোটঃ
Shrinking (3%-4%) এর রেঞ্জ থাকতে হবে পর্যন্ত লাইক্রা 10%. Width বায়ার এর রিকয়ারমেন্ট অনুযায়ী। GSM থাকতে হবে বায়ারের রিকয়ারমেন্ট অনুযায়ী। Bowing বা স্কিউ 2%-3% হতে হবে। Tear টেস্ট টেনসাইল টেস্ট বায়ার এর রিকয়ারমেন্ট অনুযায়ী হতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন