Sewing Thread Consumption সুইং থ্রেড কঞ্জাম্পশন - Textile Lab | Textile Learning Blog
Sewing Thread Consumption

একটি গার্মেন্টস সেলাই করতে যতটুকু সুতার প্রয়োজন হয় তাই হল Sewing Thread Consumption .  আশা  করি এই ব্যাপারে বিস্তারিত বলার দরকার নেই । তাই সরাসরি চলে যাচ্ছি কিভাবে এই কাজটি করা হয় ।

1) উক্ত  গার্মেন্টস টি ভাল ভাবে পর্যবেক্ষন করে নিতে হবে ।

2) প্রতিটি প্রসেস এর মাপ নিতে হবে । যেমনঃ Sholder join , Neck join, Sleeve hem , Sleeve join , Side join , Body Hem ইত্যাদি ।

3) কোন প্রসেসটি কোন মেশিন এ করা হয় সে ব্যাপারে অবশ্যই ধারনা থাকতে হবে । যেমনঃ Sholder join , Neck join, Sleeve join , Side join করা হয় OVERLOCK মেশিন এ ; Sleeve hem, Body Hem করা হয় FLAT LOCK মেশিন এ ; Lable make করা হয়  PLAIN মেশিন এ ইত্যাদি ।



4) উক্ত গার্মেন্টস এর SAMPLE  থেকে ধারনা নিতে হবে যে কোন প্রসেস এ কতটি সুতার ব্যাবহার করা হয়েছে । যেমনঃ OVERLOCK এর প্রসেস হুলো তে NEEDLE  এ কত সুতা, LOOPER এ কত সুতা ; FLAT LOCK এর প্রসেস গুলোতে NEEDLE  এ কত সুতা, LOOPER এ কত সুতা ব্যাবহার করতে হবে । উদাহরণ স্বরূপ , OVERLOCK মেশিন এ সাধারনত 2 NEEDLE 2 LOOPER হয় , FLAT LOCK এ 1 NEEDLE 1 LOOPER হয় ।

5) প্রতিটি প্রসেস এবং মেশিন এর SPI ( Stitch per Inchs)  জেনে নিতে হবে যা বায়ার কর্তক নির্ধারিত থাকে ।

6) এবার প্রতিটি প্রসেস এর জন্য নির্দিষ্ট মেশিন এবং ব্যাবহৃত সুতার পরিমান ব্যাবহার করে আলাদা কাপড়ের টুকরায় সেলাই এর স্যাম্পল নিতে হবে ।






7) সংগ্রহকৃত সেলাই এর স্যাম্পল গুলো থেকে এক ইঞ্চি পরিমান করে কেটে নিতে হবে ।
8) এবার  সাবধানতার সহিত সেলাই গুলো খুলে ফেলতে হবে এবং পৃথক মেশিন এবং প্রসেস এর সুতা গুলো আলাদা করে রাখতে হবে ।

9) মেজারমেন্ট টেপ নিয়ে প্রতিটি সুতার দৈর্ঘ্য মাপতে হবে যা নির্দেশ করে প্রতিটি প্রসেস এ প্রতি ইঞ্চিতে কতটুকু সুতা লাগবে ।

10) এবার পোষাক এর প্রতিটি প্রসেস মেপে নিতে হবে এবং যে প্রসেস টি  যে মেশিন এ করা হয়েছে , সেই মেশিন এর  সেলাই এর স্যাম্পল থেকে প্রাপ্ত সুতার পরিমান দিয়ে গুন করতে হবে ।

11) এভাবে প্রতিটি প্রসেস এর সুতার পরিমান যোগ করলে যেই পরিমান পাওয়া যাবে তার সাথে Allowance  যোগ করলেই কোজ শেষ । এয় গেল Sewing Thread Consumption.

বিশেষ দ্রষ্টব্যঃ
Sewing Thread Consumption করার আগে যেই পোষাকের জন্য কাজটি করা হবে সেই পোষাকের প্রতিটি প্রসেস সম্মন্ধে খুব ভাল ধারনা থাকা আবশ্যক । কারণ কোন কারণে কোন প্রসেস মিস হয়ে গেলে আপনার দেওয়া Consumption ভুল হয়ে গেল । কোন মেশিন এ কত সুতা ব্যাবহার করলে এবং SPI কত হলে প্রতি ইঞ্চিতে কতটুকু সুতা লাগবে তার একটা চার্ট আমরা তৈরী করেছি যা আপনাদের সুবিধার্থে প্রকাশ করা হল । আশা করি আপনারা উপকৃত হবেন ।

Thanks to All
Best Regards
Md. Faridul Islam Rumman
IE Executive
Turag Garments a& Hosiery Mills Ltd.
Email: faridulislamrumman@gmail.com

Sewing Thread Consumption সুইং থ্রেড কঞ্জাম্পশন

Sewing Thread Consumption

একটি গার্মেন্টস সেলাই করতে যতটুকু সুতার প্রয়োজন হয় তাই হল Sewing Thread Consumption .  আশা  করি এই ব্যাপারে বিস্তারিত বলার দরকার নেই । তাই সরাসরি চলে যাচ্ছি কিভাবে এই কাজটি করা হয় ।

1) উক্ত  গার্মেন্টস টি ভাল ভাবে পর্যবেক্ষন করে নিতে হবে ।

2) প্রতিটি প্রসেস এর মাপ নিতে হবে । যেমনঃ Sholder join , Neck join, Sleeve hem , Sleeve join , Side join , Body Hem ইত্যাদি ।

3) কোন প্রসেসটি কোন মেশিন এ করা হয় সে ব্যাপারে অবশ্যই ধারনা থাকতে হবে । যেমনঃ Sholder join , Neck join, Sleeve join , Side join করা হয় OVERLOCK মেশিন এ ; Sleeve hem, Body Hem করা হয় FLAT LOCK মেশিন এ ; Lable make করা হয়  PLAIN মেশিন এ ইত্যাদি ।



4) উক্ত গার্মেন্টস এর SAMPLE  থেকে ধারনা নিতে হবে যে কোন প্রসেস এ কতটি সুতার ব্যাবহার করা হয়েছে । যেমনঃ OVERLOCK এর প্রসেস হুলো তে NEEDLE  এ কত সুতা, LOOPER এ কত সুতা ; FLAT LOCK এর প্রসেস গুলোতে NEEDLE  এ কত সুতা, LOOPER এ কত সুতা ব্যাবহার করতে হবে । উদাহরণ স্বরূপ , OVERLOCK মেশিন এ সাধারনত 2 NEEDLE 2 LOOPER হয় , FLAT LOCK এ 1 NEEDLE 1 LOOPER হয় ।

5) প্রতিটি প্রসেস এবং মেশিন এর SPI ( Stitch per Inchs)  জেনে নিতে হবে যা বায়ার কর্তক নির্ধারিত থাকে ।

6) এবার প্রতিটি প্রসেস এর জন্য নির্দিষ্ট মেশিন এবং ব্যাবহৃত সুতার পরিমান ব্যাবহার করে আলাদা কাপড়ের টুকরায় সেলাই এর স্যাম্পল নিতে হবে ।






7) সংগ্রহকৃত সেলাই এর স্যাম্পল গুলো থেকে এক ইঞ্চি পরিমান করে কেটে নিতে হবে ।
8) এবার  সাবধানতার সহিত সেলাই গুলো খুলে ফেলতে হবে এবং পৃথক মেশিন এবং প্রসেস এর সুতা গুলো আলাদা করে রাখতে হবে ।

9) মেজারমেন্ট টেপ নিয়ে প্রতিটি সুতার দৈর্ঘ্য মাপতে হবে যা নির্দেশ করে প্রতিটি প্রসেস এ প্রতি ইঞ্চিতে কতটুকু সুতা লাগবে ।

10) এবার পোষাক এর প্রতিটি প্রসেস মেপে নিতে হবে এবং যে প্রসেস টি  যে মেশিন এ করা হয়েছে , সেই মেশিন এর  সেলাই এর স্যাম্পল থেকে প্রাপ্ত সুতার পরিমান দিয়ে গুন করতে হবে ।

11) এভাবে প্রতিটি প্রসেস এর সুতার পরিমান যোগ করলে যেই পরিমান পাওয়া যাবে তার সাথে Allowance  যোগ করলেই কোজ শেষ । এয় গেল Sewing Thread Consumption.

বিশেষ দ্রষ্টব্যঃ
Sewing Thread Consumption করার আগে যেই পোষাকের জন্য কাজটি করা হবে সেই পোষাকের প্রতিটি প্রসেস সম্মন্ধে খুব ভাল ধারনা থাকা আবশ্যক । কারণ কোন কারণে কোন প্রসেস মিস হয়ে গেলে আপনার দেওয়া Consumption ভুল হয়ে গেল । কোন মেশিন এ কত সুতা ব্যাবহার করলে এবং SPI কত হলে প্রতি ইঞ্চিতে কতটুকু সুতা লাগবে তার একটা চার্ট আমরা তৈরী করেছি যা আপনাদের সুবিধার্থে প্রকাশ করা হল । আশা করি আপনারা উপকৃত হবেন ।

Thanks to All
Best Regards
Md. Faridul Islam Rumman
IE Executive
Turag Garments a& Hosiery Mills Ltd.
Email: faridulislamrumman@gmail.com

কোন মন্তব্য নেই: