টেক্সটাইল স্টুডেন্টসদের ইন্টার্নি পরিকল্পনা আর বাস্তবতা | Textile Internship Guidelines - Textile Lab | Textile Learning Blog
ইন্টার্নি পরিকল্পনা আর বাস্তবতা

টেক্সটাইল ইন্জিনিয়াদের বি.এস.সি এর চার বছরের শিক্ষা জীবনের শেষ এক সেমিষ্টার থাকে ইন্টার্নি সময় । এই সময় এ তারা তাদের সুবিধা বা পছন্দমত কোন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইন্টার্নি করে থাকে । ইন্টার্নি হল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করে বাস্তবিকতার সাথে পরিচয় হওয়া এবং হাতে কলমে শেখা । একজন শিক্ষার্থী যখন ফাইনাল ইয়ারে এসে ইন্টার্ন এর ব্যাপারে জানতে পারে তখন নিজে নিজেই পন করে থাকে যে, ইন্টার্নি এর সময়টা অবশ্যই ভালমত কাজে লাগাবো , জান প্রান উজার করে দেবো ইন্টার্নি এর জন্য , আমিই সবার থেকে ভাল ইন্টার্নি করবো , ইত্যাদি ইত্যাদি । কিন্তু যখন তারা ইন্টার্নি শুরু করে তখন তাদের পরিকল্পনা বা পন আর কার্যপ্রণালী এর মধ্যে কি তফাৎ থাকে  তা আলোচনা করা হলো ।

পরিকল্পনা ০১:
প্রতিটি দিনই কাজে লাগাবো ।প্রথম দিন থেকেই কাজে লেগে পড়বো ।

বাস্তবতা:
আজ তো প্রথম দিন , চল আজ বাসায় চলে যাই । কাল থেকে সিরিয়াস হবো ।

পরিকল্পনা ০২:
সময় মতো ফ্যাক্টরিতে যাবো  ( সকাল ৮ টার মধ্যে )। সিনিয়র রা না বেলা পর্যন্ত বের হবো না ।

বাস্তবতাঃ
এত সকালে গিয়ে কি হবে ? আর একটু ঘুমাই । ১০ টার দিকে গিয়ে দরকার হলে ৬/৭ টা পর্যন্ত কাজ করেবো । ৩/৪ টা বাজার সাথে সাথে “ ভাইয়া আজ তো অনেক কাজ করলাম , আজ যাই । কাল সকাল সকাল এসে পড়বো ।

পরিকল্পনা ০৩:
একটু ও ফাকি দেয়া যাবে না । এটাই কাজ শেখার সুযোগ । অবশ্যই নিজেকে কাজে নিয়োজিত রাখবো ।

বাস্তবতা: 
ভাইয়া , আজকে লাঞ্চ এর পর না আসি । একটু গুরুত্বপূর্ণ কাজ ছিল । বাসায় যেতে হবে / ঢাকায় যেতে হবে ইত্যাদি ইত্যাদি ।

পরিকল্পনা ০৪:
ভার্সিটিতে কাজ/ক্লাস ছাড়া এক দিন ও মিস দিব না ।

বাস্তবতা:
ধূর , প্রতি দিন যেতে ভালো লাগে না । এতদিন তো গেলাম, আজ না যাই । দোস্ত, চল আজ এলাকাটা একটু ঘুরে আসি ।

পরিকল্পনা ০৫:
যতক্ষন ফ্যাক্টরিতে থাকবো সারাক্ষন ফ্লোরে পড়ে থাকবো আর কাজ শেখার চেস্টা করবো ।

বাস্তবতাঃ
দোস্ত দেখ তো কয়টা বাজে । চল বাইরে থেকে রিফ্রেশ হয়ে আসি ।

বিঃদ্র- আমি বলছিনা সবাই এমন টা করে ।
কিন্তু এটা বলছি যে যারা ঢোল পিটিয়ে বেড়ায় যে , ভাইয়া আপনার ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ দেন । আপনি যেভাবে বলবেন সেভাবে করবো , একটু ও ফাকি দেবনা ইত্যাদি ইত্যাদি….. তারাই এ রকম করে থাকে । যারা অতি শীগ্রই ইন্টার্নি তে যাচ্ছে তাদের জন্য এই আর্টিকেল ।

Name : Md. Faridul Islam Rumman
Factory name : Turag Garments & Hosiery MIlls Ltd.
Designation : IE Executive ;
mail : faridulislamrumman@gmail.com

টেক্সটাইল স্টুডেন্টসদের ইন্টার্নি পরিকল্পনা আর বাস্তবতা | Textile Internship Guidelines

ইন্টার্নি পরিকল্পনা আর বাস্তবতা

টেক্সটাইল ইন্জিনিয়াদের বি.এস.সি এর চার বছরের শিক্ষা জীবনের শেষ এক সেমিষ্টার থাকে ইন্টার্নি সময় । এই সময় এ তারা তাদের সুবিধা বা পছন্দমত কোন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইন্টার্নি করে থাকে । ইন্টার্নি হল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করে বাস্তবিকতার সাথে পরিচয় হওয়া এবং হাতে কলমে শেখা । একজন শিক্ষার্থী যখন ফাইনাল ইয়ারে এসে ইন্টার্ন এর ব্যাপারে জানতে পারে তখন নিজে নিজেই পন করে থাকে যে, ইন্টার্নি এর সময়টা অবশ্যই ভালমত কাজে লাগাবো , জান প্রান উজার করে দেবো ইন্টার্নি এর জন্য , আমিই সবার থেকে ভাল ইন্টার্নি করবো , ইত্যাদি ইত্যাদি । কিন্তু যখন তারা ইন্টার্নি শুরু করে তখন তাদের পরিকল্পনা বা পন আর কার্যপ্রণালী এর মধ্যে কি তফাৎ থাকে  তা আলোচনা করা হলো ।

পরিকল্পনা ০১:
প্রতিটি দিনই কাজে লাগাবো ।প্রথম দিন থেকেই কাজে লেগে পড়বো ।

বাস্তবতা:
আজ তো প্রথম দিন , চল আজ বাসায় চলে যাই । কাল থেকে সিরিয়াস হবো ।

পরিকল্পনা ০২:
সময় মতো ফ্যাক্টরিতে যাবো  ( সকাল ৮ টার মধ্যে )। সিনিয়র রা না বেলা পর্যন্ত বের হবো না ।

বাস্তবতাঃ
এত সকালে গিয়ে কি হবে ? আর একটু ঘুমাই । ১০ টার দিকে গিয়ে দরকার হলে ৬/৭ টা পর্যন্ত কাজ করেবো । ৩/৪ টা বাজার সাথে সাথে “ ভাইয়া আজ তো অনেক কাজ করলাম , আজ যাই । কাল সকাল সকাল এসে পড়বো ।

পরিকল্পনা ০৩:
একটু ও ফাকি দেয়া যাবে না । এটাই কাজ শেখার সুযোগ । অবশ্যই নিজেকে কাজে নিয়োজিত রাখবো ।

বাস্তবতা: 
ভাইয়া , আজকে লাঞ্চ এর পর না আসি । একটু গুরুত্বপূর্ণ কাজ ছিল । বাসায় যেতে হবে / ঢাকায় যেতে হবে ইত্যাদি ইত্যাদি ।

পরিকল্পনা ০৪:
ভার্সিটিতে কাজ/ক্লাস ছাড়া এক দিন ও মিস দিব না ।

বাস্তবতা:
ধূর , প্রতি দিন যেতে ভালো লাগে না । এতদিন তো গেলাম, আজ না যাই । দোস্ত, চল আজ এলাকাটা একটু ঘুরে আসি ।

পরিকল্পনা ০৫:
যতক্ষন ফ্যাক্টরিতে থাকবো সারাক্ষন ফ্লোরে পড়ে থাকবো আর কাজ শেখার চেস্টা করবো ।

বাস্তবতাঃ
দোস্ত দেখ তো কয়টা বাজে । চল বাইরে থেকে রিফ্রেশ হয়ে আসি ।

বিঃদ্র- আমি বলছিনা সবাই এমন টা করে ।
কিন্তু এটা বলছি যে যারা ঢোল পিটিয়ে বেড়ায় যে , ভাইয়া আপনার ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ দেন । আপনি যেভাবে বলবেন সেভাবে করবো , একটু ও ফাকি দেবনা ইত্যাদি ইত্যাদি….. তারাই এ রকম করে থাকে । যারা অতি শীগ্রই ইন্টার্নি তে যাচ্ছে তাদের জন্য এই আর্টিকেল ।

Name : Md. Faridul Islam Rumman
Factory name : Turag Garments & Hosiery MIlls Ltd.
Designation : IE Executive ;
mail : faridulislamrumman@gmail.com

কোন মন্তব্য নেই: