টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেন্যান্স | Textile Machine Design and Maintanance BUTex - Textile Lab | Textile Learning Blog
সাবজেক্ট রিভিউ : টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেন্যান্স

এটি বুটেক্স এর একটি অন্যতম প্রধান সাবজেক্ট। টেক্সটাইল এর মাদার সাবজেক্ট গুলোর একটি হলো এটি। ।টেক্সটাইল হলো একটা উৎপাদন মুখী শিক্ষা ব্যাবস্থা। এর প্রতিটি প্রসেসে রয়েছে মেশিনের ছোয়া ।তাই এখানে মেশিন সম্পর্কে যার নলেজ যত বেশি থাকবে তার পাওয়ার তত বেশি হবে। টেক্সটাইল মিলগুলো তে এর রয়েছে ব্যাপক চাহিদা।

আমাদের দেশে প্রচুর বিদেশি ইঞ্জিনিয়ার রয়েছে, কারণ মেশিন সম্পর্কে আমাদের নলেজ কম, আমরা মেশিন বিষয়ে খুব একটা এক্সপার্ট না। কিন্তু ফরেইনাররা এই বিষয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। তাই আমাদের আয়ের একটা উল্লেখযোগ্য অংশ বিদেশে চলে যাচ্ছে।

কেন আমরা এই সাবজেক্ট বাছাই করব ?

বিদেশিরা ইঞ্জিনিয়ার বলতে বুঝে সে টেক্সটাইল এর সব কিছু জানবে,তোমার কোন একটা সাবজেক্টে জানলেই হবে না। তাদের শিক্ষা ব্যাবস্থা ও সেরকমই। তাই  তাদের সাথে পাল্লা দিতে হলে এই ডিপার্টমেন্টের কোন বিকল্প নাই। এই সাবজেক্টেই যন্ত্র প্রকৌশলের, পাশাপাশি, মেশিন পার্টস, মেশিন টুলস,ও মেশিন বডির যাবতীয় ডিজাইন, এবং টেক্সটাইলের যাবতীয় বিষয় গুলো রয়েছে। যদি তুৃমি যা পড়ছ, তা চোখের সমানে থেকে সরাসরি দেখতে চাও, যদি মেশিনের রোলারএর ঘুর্ণন এ তোমার অনুসন্ধি চোখে কৌতুহল জাগায়,যদি তোমার মনে নতুনত্বের আবির্ভাব ঘটে, যদি তোমার মনে বৈচিত্রের আনন্দ থাকে, একজন সফল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলতে চাও, তাহলে MDM আছে তোমারই অপেক্ষায়।

এটা মুলত একটা মেকানিক্যাল বেজড সাবজেক্ট। টেক্সটাইল এর সাথে মেকানিকাল ও ইলেকট্রিকাল এর কম্বিনেশন একে দিয়েছে নতুন মাত্রা।যেহেতু টেক্সটাইল এর সব মেশিন এর আন্ডারে, তাই অন্যদের থেকে পড়তে হবে বেশি এবং জানবে ও বেশি। কারণ ম্যাকানিক্যালের পড়াশোনা একটু বেশিই অন্যদের চেয়ে অর্থাৎ একটু পরিশ্রম করতে হবে। ভালো কিছু পেতে হলে কষ্টতো একটু করতেই হবে। এর সিলেবাসে রয়েছে

১.টেক্সটাইল প্রসেস & মেশিনারি

২.EEE

৩.মেশিন মেটালার্জি

৪. ইঞ্জিনিয়ারিং মেকানিকস

৫.ইউটিলিটি মেশিনারি

৬.মেশিন প্রডাকশন

৭.মেশিন কনট্রোল ইঞ্জিনিয়ারিং

৮. মেশিন ড্রইং

৯.yarn, fabric,apparel, wet processing মেশিনারি মেইন্টেন্যান্স।

আর সাথে তো টেক্সটাইল আছেই….

কাজ :
টেক্সটাইল মেইন্টেনেন্স ডিপার্টমেন্ট দুই ভাগে বিভক্ত ::
১. মেকানিকাল বিভাগ

২. ইলেক্ট্রিক্যাল বিভাগ 

মেকানিকাল বিভাগ এর কাজ : 

১।নতুন মেশিন সেট আপ করা, ইরেকশান করা

২।মেশিনের পার্টস (ভালব,গিয়ার,রোলার, চেইন…) দেখাশোনা করা।

৩.মাঝে মাঝে ট্রলি,ব্যাচার ঠিক করা, মেশিন ওয়েলিং করা।

৪.ওয়ার্কশপে মেশিন পার্টস তৈরি করা

৫. মেশিন, ব্রয়লার ক্লিনিং এবং তাদের  রেগুলার, সাপ্তাহিক ও মাসিক মেইনটেন্যান্স।


ইলেক্ট্রিকাল বিভাগের কাজ:

১.ওয়ারিং করা

২.জেনারেটর এর কাজ করা

৩.মটর এর কাজ (বাধাই ও ঠিক করা)

৪. ইনভার্টার বা কন্ট্রোল পেনেল ঠিক করা।

৫. এগুলোর রেগুলার মেইনট্যানেন্স করা, মাদারবোর্ড ঠিক করা।

৬. ফেক্টরিতে এবং মেশিনে বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করা।

জব : সুবিধা :

টেক্সটাইল মিলে মেইন্টেনেন্স ডিপার্টমেন্ট এ চাকরি করা, আর ফিউচার??? বাস্তবতার আলোকে বলি, তা হলো আমরা এক মিল ভিজিটে গিয়ে ছিলাম, ওখানে দেখি,ওনারা একজন ইঞ্জিনিয়ার দিয়ে ৩ টা মিল চালাচ্ছেন, আর কোন ইঞ্জিনিয়ার নাই,প্রডাকশনের মেনেজার কেই মেইন্টেনেন্স এর মেনেজার হিসেবে দিয়ে রেখেসে, কারণ জানতে চাইলে বলে, ওনারা ভালো বিএস সি ইঞ্জিনিয়ার পাচ্ছেন না।শুধু এই একটা মিল ই না, এমন আরো অনেক মিল রয়েছে, যেগুলোর এই একই অবস্থা। এখানে, খুব তারাতারি GM হওয়ার সুযোগ আছে।কারন পদ গুলোতে দক্ষ টেকনিক্যাল লোক নেই। আর জাবের জোবায়ের গ্রুপের GM আমাদেরকে জানিয়েছেন, যে এই পদে যে চাহিদা, আগামি ২০ টা ব্যাচ টানা বের হলেও চাকরির অভাব হবে না।

উচ্চ শিক্ষা:

উচ্চ শিক্ষার সুজোগ বেশ ভালো,কেউ চাইলে ম্যাটেরিয়াল সাইন্স & ইঞ্জিনিয়ারিং ,  মেকানিকাল এ ও এম. এস.সি. করতে পারবে এবং কোর্স ও সেই ভাবে করেই সাজানো হয়েছে। সবশেষে বলব টেক্সটাইল একটা প্রতিযোগিতাপুর্ণ সেক্টর। এখানে টিকে থাকতে হলে জানতে হবে।যে যত বেশি জানবে তার পারফরমেন্স তত ভাল হবে।জবে ফেসিলিটি ও ভাল পাবে। আর এই কাজ সহজ করতে পারে একমাত্র TMDM ডিপার্টমেন্ট/ ( TME ( TEXTILE MACHINE ENGINEERING) ) কারন যেহেতু সব মেশিন সম্পর্কে জানা থাকবে, তাই অন্যের সেক্টরে গিয়ে ও খবরদারি করা যাবে এবং বিদেশিদের সাথেও পাল্লা দেয়া যাবে সমানে সমানে। আর সেই ব্রত নিয়েই দেশেই বহুমুখী প্রতিভাবান টেক্সটাইল ইঞ্জিনিয়ার গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে TMDM তথা আমার প্রাণের প্রিয় BUTEX।









লিখেছেন
ফজলে রাব্বী নিপু
৪২তম ব্যাচ বুটেক্স
subject :টেক্সটাইল মেশিনারি ডিজাইন & মেইনটেইনেন্স 

সহযোগিতায় : অভী ভাই,   শিশির ভাই 

টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেন্যান্স | Textile Machine Design and Maintanance BUTex

সাবজেক্ট রিভিউ : টেক্সটাইল মেশিনারি ডিজাইন এন্ড মেইনটেন্যান্স

এটি বুটেক্স এর একটি অন্যতম প্রধান সাবজেক্ট। টেক্সটাইল এর মাদার সাবজেক্ট গুলোর একটি হলো এটি। ।টেক্সটাইল হলো একটা উৎপাদন মুখী শিক্ষা ব্যাবস্থা। এর প্রতিটি প্রসেসে রয়েছে মেশিনের ছোয়া ।তাই এখানে মেশিন সম্পর্কে যার নলেজ যত বেশি থাকবে তার পাওয়ার তত বেশি হবে। টেক্সটাইল মিলগুলো তে এর রয়েছে ব্যাপক চাহিদা।

আমাদের দেশে প্রচুর বিদেশি ইঞ্জিনিয়ার রয়েছে, কারণ মেশিন সম্পর্কে আমাদের নলেজ কম, আমরা মেশিন বিষয়ে খুব একটা এক্সপার্ট না। কিন্তু ফরেইনাররা এই বিষয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। তাই আমাদের আয়ের একটা উল্লেখযোগ্য অংশ বিদেশে চলে যাচ্ছে।

কেন আমরা এই সাবজেক্ট বাছাই করব ?

বিদেশিরা ইঞ্জিনিয়ার বলতে বুঝে সে টেক্সটাইল এর সব কিছু জানবে,তোমার কোন একটা সাবজেক্টে জানলেই হবে না। তাদের শিক্ষা ব্যাবস্থা ও সেরকমই। তাই  তাদের সাথে পাল্লা দিতে হলে এই ডিপার্টমেন্টের কোন বিকল্প নাই। এই সাবজেক্টেই যন্ত্র প্রকৌশলের, পাশাপাশি, মেশিন পার্টস, মেশিন টুলস,ও মেশিন বডির যাবতীয় ডিজাইন, এবং টেক্সটাইলের যাবতীয় বিষয় গুলো রয়েছে। যদি তুৃমি যা পড়ছ, তা চোখের সমানে থেকে সরাসরি দেখতে চাও, যদি মেশিনের রোলারএর ঘুর্ণন এ তোমার অনুসন্ধি চোখে কৌতুহল জাগায়,যদি তোমার মনে নতুনত্বের আবির্ভাব ঘটে, যদি তোমার মনে বৈচিত্রের আনন্দ থাকে, একজন সফল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলতে চাও, তাহলে MDM আছে তোমারই অপেক্ষায়।

এটা মুলত একটা মেকানিক্যাল বেজড সাবজেক্ট। টেক্সটাইল এর সাথে মেকানিকাল ও ইলেকট্রিকাল এর কম্বিনেশন একে দিয়েছে নতুন মাত্রা।যেহেতু টেক্সটাইল এর সব মেশিন এর আন্ডারে, তাই অন্যদের থেকে পড়তে হবে বেশি এবং জানবে ও বেশি। কারণ ম্যাকানিক্যালের পড়াশোনা একটু বেশিই অন্যদের চেয়ে অর্থাৎ একটু পরিশ্রম করতে হবে। ভালো কিছু পেতে হলে কষ্টতো একটু করতেই হবে। এর সিলেবাসে রয়েছে

১.টেক্সটাইল প্রসেস & মেশিনারি

২.EEE

৩.মেশিন মেটালার্জি

৪. ইঞ্জিনিয়ারিং মেকানিকস

৫.ইউটিলিটি মেশিনারি

৬.মেশিন প্রডাকশন

৭.মেশিন কনট্রোল ইঞ্জিনিয়ারিং

৮. মেশিন ড্রইং

৯.yarn, fabric,apparel, wet processing মেশিনারি মেইন্টেন্যান্স।

আর সাথে তো টেক্সটাইল আছেই….

কাজ :
টেক্সটাইল মেইন্টেনেন্স ডিপার্টমেন্ট দুই ভাগে বিভক্ত ::
১. মেকানিকাল বিভাগ

২. ইলেক্ট্রিক্যাল বিভাগ 

মেকানিকাল বিভাগ এর কাজ : 

১।নতুন মেশিন সেট আপ করা, ইরেকশান করা

২।মেশিনের পার্টস (ভালব,গিয়ার,রোলার, চেইন…) দেখাশোনা করা।

৩.মাঝে মাঝে ট্রলি,ব্যাচার ঠিক করা, মেশিন ওয়েলিং করা।

৪.ওয়ার্কশপে মেশিন পার্টস তৈরি করা

৫. মেশিন, ব্রয়লার ক্লিনিং এবং তাদের  রেগুলার, সাপ্তাহিক ও মাসিক মেইনটেন্যান্স।


ইলেক্ট্রিকাল বিভাগের কাজ:

১.ওয়ারিং করা

২.জেনারেটর এর কাজ করা

৩.মটর এর কাজ (বাধাই ও ঠিক করা)

৪. ইনভার্টার বা কন্ট্রোল পেনেল ঠিক করা।

৫. এগুলোর রেগুলার মেইনট্যানেন্স করা, মাদারবোর্ড ঠিক করা।

৬. ফেক্টরিতে এবং মেশিনে বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করা।

জব : সুবিধা :

টেক্সটাইল মিলে মেইন্টেনেন্স ডিপার্টমেন্ট এ চাকরি করা, আর ফিউচার??? বাস্তবতার আলোকে বলি, তা হলো আমরা এক মিল ভিজিটে গিয়ে ছিলাম, ওখানে দেখি,ওনারা একজন ইঞ্জিনিয়ার দিয়ে ৩ টা মিল চালাচ্ছেন, আর কোন ইঞ্জিনিয়ার নাই,প্রডাকশনের মেনেজার কেই মেইন্টেনেন্স এর মেনেজার হিসেবে দিয়ে রেখেসে, কারণ জানতে চাইলে বলে, ওনারা ভালো বিএস সি ইঞ্জিনিয়ার পাচ্ছেন না।শুধু এই একটা মিল ই না, এমন আরো অনেক মিল রয়েছে, যেগুলোর এই একই অবস্থা। এখানে, খুব তারাতারি GM হওয়ার সুযোগ আছে।কারন পদ গুলোতে দক্ষ টেকনিক্যাল লোক নেই। আর জাবের জোবায়ের গ্রুপের GM আমাদেরকে জানিয়েছেন, যে এই পদে যে চাহিদা, আগামি ২০ টা ব্যাচ টানা বের হলেও চাকরির অভাব হবে না।

উচ্চ শিক্ষা:

উচ্চ শিক্ষার সুজোগ বেশ ভালো,কেউ চাইলে ম্যাটেরিয়াল সাইন্স & ইঞ্জিনিয়ারিং ,  মেকানিকাল এ ও এম. এস.সি. করতে পারবে এবং কোর্স ও সেই ভাবে করেই সাজানো হয়েছে। সবশেষে বলব টেক্সটাইল একটা প্রতিযোগিতাপুর্ণ সেক্টর। এখানে টিকে থাকতে হলে জানতে হবে।যে যত বেশি জানবে তার পারফরমেন্স তত ভাল হবে।জবে ফেসিলিটি ও ভাল পাবে। আর এই কাজ সহজ করতে পারে একমাত্র TMDM ডিপার্টমেন্ট/ ( TME ( TEXTILE MACHINE ENGINEERING) ) কারন যেহেতু সব মেশিন সম্পর্কে জানা থাকবে, তাই অন্যের সেক্টরে গিয়ে ও খবরদারি করা যাবে এবং বিদেশিদের সাথেও পাল্লা দেয়া যাবে সমানে সমানে। আর সেই ব্রত নিয়েই দেশেই বহুমুখী প্রতিভাবান টেক্সটাইল ইঞ্জিনিয়ার গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে TMDM তথা আমার প্রাণের প্রিয় BUTEX।









লিখেছেন
ফজলে রাব্বী নিপু
৪২তম ব্যাচ বুটেক্স
subject :টেক্সটাইল মেশিনারি ডিজাইন & মেইনটেইনেন্স 

সহযোগিতায় : অভী ভাই,   শিশির ভাই 

কোন মন্তব্য নেই: