প্রিন্টিং এ ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং
আমি আমার বর্তমান কর্মস্থল ( তুরাগ গার্মেন্টস এন্ড হুসায়ারী মিলস লিমিটেড ) এ জয়েন করি ২০ মার্চ ২০১৭ তে । প্রথমে আমার ম্যানেজার স্যার আমাকে কাজ করতে দেন সুইং সেকশন এ । তারপর কি মনে করে বললেন , আপাতত প্রিন্টিং এ কিছুদিন কাজ করো । আমি চাচ্ছি সুইং এর মতো প্রিন্ট টাও আমাদের দখলে নিতে । দেখ কিছু করতে পারো কিনা । আল্লাহর রহমতে ২ মাস এর মধ্যে প্রিন্টিং এর এস.এম.ভি, ইফিসিয়েন্সি , সহ ইন্ডাষ্ট্রিয়াল ইন্জিনিয়ার এর সমস্ত কাজ চালু করা হল প্রিন্টি এ ।
প্রিন্টিং টেবিল এর জায়গার যথাযথ ব্যাবহার
প্রিন্ট এ আমাদের একটা টেবিলের দৈর্ঘ্য ছিল ৬০ ফিট ( ৭২০ ইঞ্চি) । টেবিলের দু পাশে এক ফিট করে ২ ফিট (২৪ ইঞ্চি) জায়গা ছিল প্রিন্ট এর ক্যামিক্যাল রাখার জন্য । আমার ধারনা হলো এই জায়গাটুকু যদি আমি যথাযত ব্যাবহার করি তবে বাচ্চাদের পোষাক এর ক্ষেত্রে প্রতি ব্যাচ এ অনন্ত ২ টি করে পোষাক বেশি প্রিন্ট করা যাবে । অর্থাৎ প্রতি ব্যাচে যেখানে ৯০ টা পোষাক প্রিন্ট হয় সেখানে তা বেড়ে দাড়াবে ৯২ এ । লেবেল প্রিন্ট এর ক্ষেত্রে যেখানে প্রতিদিন 30 টা ব্যাচ এ ২৭০০ প্রেডাকশন হয় সেখানে প্রোডাকশন দাড়াবে ২৭৬০ এ । এতে লাভ কি হলো? রেবেল প্রিন্ট এর প্রিন্ট খরচ 2.5$/12 pcs. অর্থাৎ একই সময় ব্যাবহার এর মাধ্যমে দৈনিক লাভ ১০০০ টাকা , মাসিক লাভ ২৬০০০ টাকা । আর আমাদের এখানে বিভিন্ন কারনে প্রতি ব্যাচে ৯০ টি পোষাক ও ব্যাবহার করা হতো না । যেমনঃ টেবিলের মাঝে যেখানে সংযোগ রয়েছে সেখানে পোষাক দেওয়া হতো না এই ভেবে যে এতে প্রিন্ট এর কোয়ালিটি খারাপ হবে । এই অযুহাতে ৮০ -৮৪ টির বেশি পোষাক দেওয়া হতো না । প্রোডাকশন এর লোক আমাদের আইডিয়া মেনে নেবে না এটা ঠিক, কিন্তু তাদের কে মোটিভেশন টা ঠিক মতো দিলে তারা মানতে বাধ্য । অবশেষে আল্লাহর রহমতে আমি টেবিল এর জায়গা যতাযথ ব্যাবহার করতে সক্ষম হলাম ।
কিভাবে ?
প্রথমে প্রিন্ট এর ক্যামিক্যাল রাখার জায়গা নিয়ে কাজ করলাম । যেখানে ক্যামিক্যাল রাখা হতো সেই জায়গার পরিমান ( ১ ফিট করে) আলাদা একটা ট্রে বানালাম আর তা সেট করলাম টেবিলের ঠিক নিচে ।এতে করে আমার ২ ফিট জায়গা বেচে গেল যেখানে অনায়াসে বাচ্চাদের পোষাকের ক্ষেত্রে ৩ টি পোষাক বেশি উৎপন্ন করা যায় । এবার আসি টেবিলের মাঝে সংযোগ থাকা প্রসঙ্গে । তেমন কিছুই না , প্রিন্ট করার জন্য টেবিল পরিষ্কার করে যখন আঠা দেওয়া হয় , তখন ওই সংযোগ স্থানে আঠার পরিমান বাড়িয়ে দেওয়া হলো । এতে করে সংযোগ স্থানের অমসৃনতা দূর হয়ে গেল আর জায়গার ও যথাযথ ব্যাবহার হলো ।
Best Regards
Md. Faridul Islam Rumman
IE Executive
Turag Garments a& Hosiery Mills Ltd.
Email: faridulislamrumman@gmail.com
Md. Faridul Islam Rumman
IE Executive
Turag Garments a& Hosiery Mills Ltd.
Email: faridulislamrumman@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন