RFT, RFD, RFP Process কি জেনে নিন ? - Textile Lab | Textile Learning Blog


RFD Fabrics : Ready for Dyeing Fabrics

এটি একটি টার্ম যা দ্বারা বুঝায় কাপড় ডাইং এর জন্য রেডি। রেডি ফর প্রিন্ট , কাপড় প্রিন্টিং এর পুর্বে স্ট্রেচিং এবং ব্যাচিং করে প্রিন্টিং এর জন্য প্রস্তুত করার প্রক্রিয়া কে RFP বলে।
যে সকল কাপড় এর প্রিট্রিটমেন্ট কম্পলিট এখন পুরোপুরিভাবে ডাইং এর জন্য প্রস্তুত ,  তখন কাপড়ের এই অবস্থা কে বলা হবে RFD অবস্থা

RFD এর কিছু শর্ত :

১. কাপড় ব্লিচ স্কাওরিং করা হতে হবে।

২. কাপড় মার্সারাইজেশন করা হতে হবে।

৩. কাপড় ওয়াস করা হতে হবে।

৪. PH হতে হবে ৭-৮ এর মধ্যে।

৫. এব্জরবেন্সি গ্রেডিং হতে হবে ৪-৫।

৬. হোয়াইট নেস হতে হয় ৫০ এর মতো।

৭. RFD করা কাপড় কে অফ হোয়াইট হিসেবে ব্যাবহার করা যায়।

৮.  এই কাপড় গার্মেন্টস ডাইং এর জন্য ব্যাবহার করা হয়।

৯. RFD কাপড় দিয়ে ল্যাব ডিপ করে।

১০. ৯৫% RFD কাপড় ওভেন ডাইং মেশিনে ডাইং করা হয় বাকি ৫% গার্মেন্টস ডাইং করা হয়।





RFP : Ready For Print 

রেডি ফর প্রিন্ট , কাপড় প্রিন্টিং এর পুর্বে স্ট্রেচিং এবং ব্যাচিং করে প্রিন্টিং এর জন্য প্রস্তুত করার প্রক্রিয়া কে RFP বলে।

কাপড়কে প্রিন্টিং করার আগে আমরা কাপড়কে স্টেন্টারে কিছুটা টেনে ব্যাচারে পেচানো হয় জেনো কাপড়ে কোনো ক্রিজ না থাকে এবং প্রিন্টিং করতে সুবিধা হয়।

ব্যাচিং এর কিছু সুবিধে আছে :

১. তা হলো ব্যাচিং করার ফলে কাপড়ে বিফোরে ছেড়া ফাটা থাকলে তা দুর হয়ে যায়, এবং তাকে সেলাই দিয়ে দেয়া যাবে।

২. কাপড় এর ডায়া ইউনিফর্ম হবে।

৩. কাপড় এর ক্রিজ থাকে না।

৪. ট্রলি বা পাট্টা থেকে কাপড় চালালে কাপড়ে ক্রিজ বা ভাংগা যায় প্রিন্টিং মেশিনে।



RFT :  Right First Time 

অনেকে রিপ্রসেস মুক্ত প্রসেস বলে থাকেন। রাইট ফাস্ট টাইম বলতে বোঝায় যে ডাইং টু ফিনিশ পর্যন্ত ফাস্ট টাইম সেড এবং ফিজিক্যাল রিকয়ারমেন্ট গুলি ওকে হবে এবং এটি রিটার্ন হবে না।

ফেক্টরিতে RFT র ইম্পলিমেন্টেশন যে ভাবে করা যেতে পারে :

১. ফেক্টরির ম্যান পাওয়ার দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।

২. ব্রেন্ডেড ক্যামিকেল ডাইজ ব্যাবহার করতে হবে।

৩. ভালো র ম্যাটেরিয়াল ব্যাবহার করতে হবে।

৪. ডাই হাউস অটো মোশন ব্যাবহার করতে হবে যেমন অটো ডজিং,  ডিস্পেন্সার।

৫. প্রসেস টাইম বাড়িয়ে দিতে হবে যাতে প্রসেস ভালো সুন্দর হয় বিষেস করে প্রিট্রিটমেন্ট।

৬. বড় বড় লট ডাইং করা আর প্রডাকশন থেকে p p  স্যাম্পল করা।  pp এপ্রুভ হলে প্রডাকশন সরাসরি ডেলিভারি,  pp প্রথম সাবমিশনে এপ্রুভ হওয়ার চান্স ৯৫%।

৭. RFT প্রতিস্টায় সবার সমন্নয় জরুরী যেমন ডাইং +ইন্সপেকশন + কাটিং+ মার্চেন্ডাইজার + কোয়ালিটি ।  এতে গার্মেন্টস এর লোকরা এমন ভাবে কাজ করবে যেনো তারা  সেড কে প্রথম চান্সে ওকে করে ফেলতে পারে।







RFT, RFD, RFP Process কি জেনে নিন ?



RFD Fabrics : Ready for Dyeing Fabrics

এটি একটি টার্ম যা দ্বারা বুঝায় কাপড় ডাইং এর জন্য রেডি। রেডি ফর প্রিন্ট , কাপড় প্রিন্টিং এর পুর্বে স্ট্রেচিং এবং ব্যাচিং করে প্রিন্টিং এর জন্য প্রস্তুত করার প্রক্রিয়া কে RFP বলে।
যে সকল কাপড় এর প্রিট্রিটমেন্ট কম্পলিট এখন পুরোপুরিভাবে ডাইং এর জন্য প্রস্তুত ,  তখন কাপড়ের এই অবস্থা কে বলা হবে RFD অবস্থা

RFD এর কিছু শর্ত :

১. কাপড় ব্লিচ স্কাওরিং করা হতে হবে।

২. কাপড় মার্সারাইজেশন করা হতে হবে।

৩. কাপড় ওয়াস করা হতে হবে।

৪. PH হতে হবে ৭-৮ এর মধ্যে।

৫. এব্জরবেন্সি গ্রেডিং হতে হবে ৪-৫।

৬. হোয়াইট নেস হতে হয় ৫০ এর মতো।

৭. RFD করা কাপড় কে অফ হোয়াইট হিসেবে ব্যাবহার করা যায়।

৮.  এই কাপড় গার্মেন্টস ডাইং এর জন্য ব্যাবহার করা হয়।

৯. RFD কাপড় দিয়ে ল্যাব ডিপ করে।

১০. ৯৫% RFD কাপড় ওভেন ডাইং মেশিনে ডাইং করা হয় বাকি ৫% গার্মেন্টস ডাইং করা হয়।





RFP : Ready For Print 

রেডি ফর প্রিন্ট , কাপড় প্রিন্টিং এর পুর্বে স্ট্রেচিং এবং ব্যাচিং করে প্রিন্টিং এর জন্য প্রস্তুত করার প্রক্রিয়া কে RFP বলে।

কাপড়কে প্রিন্টিং করার আগে আমরা কাপড়কে স্টেন্টারে কিছুটা টেনে ব্যাচারে পেচানো হয় জেনো কাপড়ে কোনো ক্রিজ না থাকে এবং প্রিন্টিং করতে সুবিধা হয়।

ব্যাচিং এর কিছু সুবিধে আছে :

১. তা হলো ব্যাচিং করার ফলে কাপড়ে বিফোরে ছেড়া ফাটা থাকলে তা দুর হয়ে যায়, এবং তাকে সেলাই দিয়ে দেয়া যাবে।

২. কাপড় এর ডায়া ইউনিফর্ম হবে।

৩. কাপড় এর ক্রিজ থাকে না।

৪. ট্রলি বা পাট্টা থেকে কাপড় চালালে কাপড়ে ক্রিজ বা ভাংগা যায় প্রিন্টিং মেশিনে।



RFT :  Right First Time 

অনেকে রিপ্রসেস মুক্ত প্রসেস বলে থাকেন। রাইট ফাস্ট টাইম বলতে বোঝায় যে ডাইং টু ফিনিশ পর্যন্ত ফাস্ট টাইম সেড এবং ফিজিক্যাল রিকয়ারমেন্ট গুলি ওকে হবে এবং এটি রিটার্ন হবে না।

ফেক্টরিতে RFT র ইম্পলিমেন্টেশন যে ভাবে করা যেতে পারে :

১. ফেক্টরির ম্যান পাওয়ার দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।

২. ব্রেন্ডেড ক্যামিকেল ডাইজ ব্যাবহার করতে হবে।

৩. ভালো র ম্যাটেরিয়াল ব্যাবহার করতে হবে।

৪. ডাই হাউস অটো মোশন ব্যাবহার করতে হবে যেমন অটো ডজিং,  ডিস্পেন্সার।

৫. প্রসেস টাইম বাড়িয়ে দিতে হবে যাতে প্রসেস ভালো সুন্দর হয় বিষেস করে প্রিট্রিটমেন্ট।

৬. বড় বড় লট ডাইং করা আর প্রডাকশন থেকে p p  স্যাম্পল করা।  pp এপ্রুভ হলে প্রডাকশন সরাসরি ডেলিভারি,  pp প্রথম সাবমিশনে এপ্রুভ হওয়ার চান্স ৯৫%।

৭. RFT প্রতিস্টায় সবার সমন্নয় জরুরী যেমন ডাইং +ইন্সপেকশন + কাটিং+ মার্চেন্ডাইজার + কোয়ালিটি ।  এতে গার্মেন্টস এর লোকরা এমন ভাবে কাজ করবে যেনো তারা  সেড কে প্রথম চান্সে ওকে করে ফেলতে পারে।







কোন মন্তব্য নেই: