ফরেইন বাইং হাউসে জবের ফিউচার কেমন ? | Foreign Buying House - Textile Lab | Textile Learning Blog
আসুন ফরিন বাইং হাউস এর জবের ভবিষ্যৎ নিয়ে একটু ভাবি-




আপনার বয়স এখন ৩৫ !!

 বিদেশী কোম্পানীতে মার্চেন্ডাইজার হিসেবে আছেন !!!

বেতন পাচ্ছেন ৫০ হাজারের উপর !!

আজ থেকে দশ বছর পরে আপনি কোন পজিশনে যাবেন ?

তখন আপনার বয়স হবে ৪৫ বছর!!! 

এই বয়সের কয়জন মার্চেন্ডাইজার  আপনি দেখেছেন? আমি দেখেছি হাতে গোণা কয়েকজনকে যারা মার্চেন্ডাইজিং ম্যানেজার, জিএম, ডিভিশনাল ম্যানেজার পদে আছেন। কিন্তু এই সংখ্যা কত ?
তিন চার পার্সেন্টের বেশি হবে না।

আচ্ছা ৪৫ বছর বয়সে না হয় আপনি কোনমতে চালিয়ে নিলেন। আরো ১০ বছর এগিয়ে যান।

আপনার বয়স তখন ৫৫ !!!

আপনার জন একটাই পদ- কোম্পানির জিএম/ডিরেক্টর কিন্তু এই পোষ্ট বাংলাদেশে আছে কয়টা?

আর থাকলেও এই পোষ্টে কাদের চাহিদা?

গত ১ সপ্তাহে ৩ জন সিনিয়ার লোককে ফোন করেছি।

একজনের বয়স এখন ৫২ আমি যখন চাকরি জীবন শুরু করি তখন ওনার বয়স ছিল ৩৭/৩৮, তখনই তিনি একটা প্রতিষ্ঠানের জিএম ছিলেন। এখন উনি চাকরি পান না। কী কারনে জানেন? কারন ওনার নাকি বয়স বেশি!




৫২ বছর বর্তমানে কোন বয়সই না। কিন্তু উনি চাকরি পাচ্ছেন না এই বয়সেরই কারনে। ওনার এতদিনের অভিজ্ঞতা এখন কাজে আসছে না! আরেকজন সিনিয়ার লোককে ফোন দিয়েছিলাম। তিনিও অনেকদিন ধরে চাকরি পাচ্ছেন না। কারণ একটাই, বয়স বেশি।

মানুষের কথা আর কী বলব, আমার কাছে বয়স্ক কোন লোকের সিভি আসলে আমি নিজেও বাদ দিয়ে দেই কারণ ঐ একটাই বয়স। আমাদের ধারনা, বয়স্ক লোকের এনার্জি কম। তাদের চেয়ে ইয়াং লোক বেশি কাজ করতে পারবে। এছাড়া ইয়াংদের বেতন কম দিলেও চলে।






আমাদের কোন রিটায়ারমেন্ট নেই। লাস্ট চাকরিই আমাদের রিটায়ারমেন্ট। সেই চাকরি চলে
যাওয়ার পরে কোন বেতন বোনাস পাব না। পাওয়ার সুযোগ নেই।

যারা এর মধ্যে আখের গুছিয়ে নিয়েছে তাদের কথা আলাদা।

অনেকে বাড়ী গাড়ী বানিয়ে ফেলেছেন। বাড়ী ভাড়া দিয়েই বাকী জীবন চলে যাবে। যদিও আখেরাতে এর চরম পরিণাম ভোগ করতে হবে।

অনেকে বায়িং হাউজ কিংবা ফ্যাক্টরির মালিক হয়ে গেছেন। তারাও একটা পজিশনে আছেন। এই সংখ্যাটাও ১% এর কম।

বাকীদের কী অবস্থা হবে?

এই পর্যন্ত কয়কেজন সিনিয়ারকে দেখেছি গ্রামে চলে যেতে। ওনারা আর চাকরি পাচ্ছেন না।

কী হবে আমাদের?

কার্টসি : সাইফুল ইসলাম রোমেন ভাই এর ওয়াল থেকে।












ফরেইন বাইং হাউসে জবের ফিউচার কেমন ? | Foreign Buying House

আসুন ফরিন বাইং হাউস এর জবের ভবিষ্যৎ নিয়ে একটু ভাবি-




আপনার বয়স এখন ৩৫ !!

 বিদেশী কোম্পানীতে মার্চেন্ডাইজার হিসেবে আছেন !!!

বেতন পাচ্ছেন ৫০ হাজারের উপর !!

আজ থেকে দশ বছর পরে আপনি কোন পজিশনে যাবেন ?

তখন আপনার বয়স হবে ৪৫ বছর!!! 

এই বয়সের কয়জন মার্চেন্ডাইজার  আপনি দেখেছেন? আমি দেখেছি হাতে গোণা কয়েকজনকে যারা মার্চেন্ডাইজিং ম্যানেজার, জিএম, ডিভিশনাল ম্যানেজার পদে আছেন। কিন্তু এই সংখ্যা কত ?
তিন চার পার্সেন্টের বেশি হবে না।

আচ্ছা ৪৫ বছর বয়সে না হয় আপনি কোনমতে চালিয়ে নিলেন। আরো ১০ বছর এগিয়ে যান।

আপনার বয়স তখন ৫৫ !!!

আপনার জন একটাই পদ- কোম্পানির জিএম/ডিরেক্টর কিন্তু এই পোষ্ট বাংলাদেশে আছে কয়টা?

আর থাকলেও এই পোষ্টে কাদের চাহিদা?

গত ১ সপ্তাহে ৩ জন সিনিয়ার লোককে ফোন করেছি।

একজনের বয়স এখন ৫২ আমি যখন চাকরি জীবন শুরু করি তখন ওনার বয়স ছিল ৩৭/৩৮, তখনই তিনি একটা প্রতিষ্ঠানের জিএম ছিলেন। এখন উনি চাকরি পান না। কী কারনে জানেন? কারন ওনার নাকি বয়স বেশি!




৫২ বছর বর্তমানে কোন বয়সই না। কিন্তু উনি চাকরি পাচ্ছেন না এই বয়সেরই কারনে। ওনার এতদিনের অভিজ্ঞতা এখন কাজে আসছে না! আরেকজন সিনিয়ার লোককে ফোন দিয়েছিলাম। তিনিও অনেকদিন ধরে চাকরি পাচ্ছেন না। কারণ একটাই, বয়স বেশি।

মানুষের কথা আর কী বলব, আমার কাছে বয়স্ক কোন লোকের সিভি আসলে আমি নিজেও বাদ দিয়ে দেই কারণ ঐ একটাই বয়স। আমাদের ধারনা, বয়স্ক লোকের এনার্জি কম। তাদের চেয়ে ইয়াং লোক বেশি কাজ করতে পারবে। এছাড়া ইয়াংদের বেতন কম দিলেও চলে।






আমাদের কোন রিটায়ারমেন্ট নেই। লাস্ট চাকরিই আমাদের রিটায়ারমেন্ট। সেই চাকরি চলে
যাওয়ার পরে কোন বেতন বোনাস পাব না। পাওয়ার সুযোগ নেই।

যারা এর মধ্যে আখের গুছিয়ে নিয়েছে তাদের কথা আলাদা।

অনেকে বাড়ী গাড়ী বানিয়ে ফেলেছেন। বাড়ী ভাড়া দিয়েই বাকী জীবন চলে যাবে। যদিও আখেরাতে এর চরম পরিণাম ভোগ করতে হবে।

অনেকে বায়িং হাউজ কিংবা ফ্যাক্টরির মালিক হয়ে গেছেন। তারাও একটা পজিশনে আছেন। এই সংখ্যাটাও ১% এর কম।

বাকীদের কী অবস্থা হবে?

এই পর্যন্ত কয়কেজন সিনিয়ারকে দেখেছি গ্রামে চলে যেতে। ওনারা আর চাকরি পাচ্ছেন না।

কী হবে আমাদের?

কার্টসি : সাইফুল ইসলাম রোমেন ভাই এর ওয়াল থেকে।












কোন মন্তব্য নেই: