টেক্সটাইল মেশিনের ক্লিনিং টিপস - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল মেশিন ক্লিনিং :

টেক্সটাইল মেশিন ক্লিনিং করার সময় একটি টিপস ফলো করা হয় যে মেশিন ক্লিন এর সময় যে কাপড় মেশিনে চলবে সে কাপড় কেটে মেশিন মুছতে হয় এর মুল কারন হচ্ছে মেশিনে অনেক সময় কালার ডাস্ট লেগে থাকে যার দরুন ফেব্রিকে স্পট হয় এর জন্য মেশিন সেল্ফ ফেব্রিক দিয়ে ক্লিন করে দেয়া হয় যাতে ফাইবার ডাস্ট পড়লেও এর থেকে স্পট এর চান্স কম হয়।  অথবা হোয়াইট ফেব্রিক দিয়ে মেশন এর এক্সপেন্ডার, ওভার ফিড, আন্ডার ফিড, ফ্রি রোলার, প্যাডার মোছা এবং ঘশা হয়। ফিনিশ মেশিন গুলির ক্ষত্রে এই সতর্কতা অবলম্বন করা হয়।









টেক্সটাইল মেশিনের ক্লিনিং টিপস

টেক্সটাইল মেশিন ক্লিনিং :

টেক্সটাইল মেশিন ক্লিনিং করার সময় একটি টিপস ফলো করা হয় যে মেশিন ক্লিন এর সময় যে কাপড় মেশিনে চলবে সে কাপড় কেটে মেশিন মুছতে হয় এর মুল কারন হচ্ছে মেশিনে অনেক সময় কালার ডাস্ট লেগে থাকে যার দরুন ফেব্রিকে স্পট হয় এর জন্য মেশিন সেল্ফ ফেব্রিক দিয়ে ক্লিন করে দেয়া হয় যাতে ফাইবার ডাস্ট পড়লেও এর থেকে স্পট এর চান্স কম হয়।  অথবা হোয়াইট ফেব্রিক দিয়ে মেশন এর এক্সপেন্ডার, ওভার ফিড, আন্ডার ফিড, ফ্রি রোলার, প্যাডার মোছা এবং ঘশা হয়। ফিনিশ মেশিন গুলির ক্ষত্রে এই সতর্কতা অবলম্বন করা হয়।









কোন মন্তব্য নেই: