নীট ফ্লোরোসেন্ট কাপড় ফিনিশ এর নিয়ম :
নীট ফেব্রিক ওভেন এর মতো স্টেনটারে ডাইং করা যায় না করলেও এর সেড এক্সপেকটেড কোয়ালিটি দিতে পারে না এর জন্য নীট ফেব্রিক কে এক্সোস্ট মেথডে উইন্স মেশিনে ডাইং করা হয়। আর ফিনিশ স্টেনটারে করা হয়।
ফিনিশ এর টিপস :
১. ফ্লোরোসেন্ট ডাইজ টেম্পারেচার সেনসিটিভ ডাইজ তাই একে লোয়ার টেম্পারেচারে ফিনিশ করা লাগে । এর জন্য টেম্পারেচার রেঞ্জ ১৩০-১৪০ এ ড্রাই করা লাগে।
২. ফ্লোরোসেন্ট এর সেডে রেড সব সময় আপ থাকে তাই এর জন্য সফেনার হিসেবে নন আয়নি সফেনার/ হোয়াইট সফেনার ব্যাবহার করা হয়।
৩. ফ্লোরোসেন্ট এর সেড যদি স্টেন্ডার্ড এর সাথে সময় আপ থাকে তাই এর জন্য সফেনার হিসেবে ক্যাটায়নি সফেনার/ কালার সফেনার ব্যাবহার করা হয় ।
৪. ফ্লোরোসেন্ট এর ক্ষত্রে মেশিন স্পিড নির্ভর করবে সেড এর উপর । তবে ৩৫-৪০ স্টেন্ডার্ড ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন