আজ আলোচনা করবো টেক্সটাইল কেমিক্যাল কালার ল্যব এর.. কটন স্যেম্পল কালার সেড নিয়ে।
কার্যপ্রণালী =প্রথমে বায়ার এর ওয়াডার অনুযায়ী কালার প্রিপেইড করতে হবে প্রিপেইড আমরা দুই মাধ্যমে করতে পারি
১/হাতের মাধ্যমে
২/আধুনিক, লাওয়ার, মেশিনের মাধ্যমে।
২/আধুনিক, লাওয়ার, মেশিনের মাধ্যমে।
আমরা তো জানি কটনে সর্বদা রিয়েক্টিভ ডাইজ ব্যবহার করা হয়।
তাই রেসিপি অনুযায়ী পটের মধ্যে ডাইস সমূহ ট্রেতে প্রর্যায় ক্রমে সাজাতে হবে যেমন :১নং -২নং-৩নং.........!
তাই রেসিপি অনুযায়ী পটের মধ্যে ডাইস সমূহ ট্রেতে প্রর্যায় ক্রমে সাজাতে হবে যেমন :১নং -২নং-৩নং.........!
তারপর ডাইং করার জন্য যে নিদ্ধারিত কাপড় নিবাচর্ন করা হয়েছে তা হতে ৪.৮০গ্রাম কাপড় কেটে নিতে হবে তার পর কেটে নেওয়া কাপড় পট অনুযায়ী মার্ক করতে হবে ১নং-২নং-৩নং..ও রেসিপি অনুযায়ী, সোল্ড, মেপে নিতে হবে এবং প্রতিটা পটের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক একই ভাবে প্রতিটা পটের মধ্যে ০.৫ সিসি পরিমান লেবেলিং দিতে হবে এবং মার্ক কৃত কাপড় সমুহ কেমিক্যাল পানিতে ভিজিয়ে নিতে হবে এবং তার ভালো ভাবে হেন্ড স্কুইজিং করে পানি ছাড়াতে হবে এবং মার্ক অনুযায়ী প্রতিটা পটের মধ্যে কাপড় গুলো ভরে দিতে হবে এবং পটের ঢাকনা গুলো ভালোভাবে আটকে দিতে হবে।
এরপর পট গুলো মিনি ডায়িং মেশিনে সিরিয়াল অনুযায়ী সেট করতে হবে । আমরা তা ছবিতে দেখতে পাচ্ছি।
তার পর মেশিনের দরজা লাগিয়ে দিতে হবে কিন্তুু লাগানোর আগে অবশ্যই হাত দিয়ে ডায়ার মেশিনের পট গুলো একবার ঘুরিয়ে দেখতে হবে যে ডাই কি বাইরে পরছে কিনা তা চেক করে নিতে হবে,,ok
এবার মেশিনের কার্যপ্রণালী আলোচনা করি:-
প্রথমে মেশিন প্রোগ্রাম ওপেন করতে হবে তার পর কটনের জন্য ১নং প্রোগ্রেস্ সিলেক্ট করে Ran বাটন ক্লিক করতে হবে। তার পর মেশিন রান হবে এবং সময় নিবে ৪০মিনিট তারপর এলাম বেজে উটবে তার পর পট গুলো নামিয়ে নিতে হবে এবং ঢাকনা গুলো খুলে রেসিপি অনুযায়ী পরিমান মতো সিরিয়াল অনুযায়ী.. সোডা. দিতে হবে এবং চিম্টা দিয়ে কাপড় গুলো ভালো মতো নাড়তে হবে যেনো সোডা সমুহ ভালোমতো মিক্স হয়। তার পর আবার পট গুলোর ঢাকনা ভালো মতো লাগাতে হবে এবং আবার মেশিনে সিরিযাল অনুযায়ী পূর্বের মতো সেট করতে হবে এবং মেশিনে just . Ran.বাটন সিলেক্ট করতে হবে। তার পর মেশিন ৩০ মিনিট সময় নিবে এবং তাপমাএা ৬০ ডিগ্রী হবে তারপর আবার মেশিন এলাম দিবে এবং পট গুলো নামিয়ে ওয়াশ দিয়ে আবার পটের মধ্য কাপড় গুলো দিতে হবে এবং..ডি,এস,পি, মিক্স পানি দিয়ে পটগুলো ভর্তি করে হটে দেয়ার জন্য আবার সেট করতে হবে এবং হটের জন্য মেশিনে প্রোগ্রাম ১১নং সিলেক্ট করতে হবে। আবার ৩০মিনিট পরে এলাম দিলে পট গুলু নামিয়ে আবার ওয়াশ করে পানি ছাড়িয়ে নিয়ে ইলেক্টক ডায়ার মেশিনে শুকানোর জন্য দিতে হবে সময় থাকবে ২৫-৩০ মিনিট তার পর শুকানো কাপড় গুলো ডাইং টেবিলে নিয়ে আসতে হবে এবং রেসিপি অনুযায়ী স্টিকার মারতে হবে তার পার লাইট বক্সে বায়ার এর নির্ধারিত সেডের সাথে মেচিং করতে হবে। কয়েকটা সেডের মধে যে, কালার সেড মেচিং হবে সেটাই পরবর্তি প্রসেজের জন্য নেয়া হবে ।
এই হলো সম্পুর্ন প্রোসেসিং।
এই হলো সম্পুর্ন প্রোসেসিং।
সাবধানতা:-
১/ অশ্যই এপ্লন পরিধান করতে হবে।
২/ কালার যেনো কনো মতেই বাইরে না পরে।
৩/ সল্ট /সোডা সটিক ভাবে দিতে হবে ইত্যাদি
১/ অশ্যই এপ্লন পরিধান করতে হবে।
২/ কালার যেনো কনো মতেই বাইরে না পরে।
৩/ সল্ট /সোডা সটিক ভাবে দিতে হবে ইত্যাদি
লিখেছেন:
Mehedi-Hasan
Textile Engineer
GRAPICS. textle. ltd
Mehedi-Hasan
Textile Engineer
GRAPICS. textle. ltd
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন