প্রসঙ্গঃ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
আমি ঠিক জানিনা বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কদর কেমন, কিন্তু জার্মানিতে বাংলাদেশী টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্বর্ণযুগ চলছে। জার্মান কোম্পানি গুলো বাংলাদেশী টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিয়ে থাকে। আপনারা সবাই অবগত আছেন জার্মানি বাংলাদেশের পোশাকশিল্পের অনেক বড় বাজার। অনেকেই মনে করে থাকে জার্মানিতে তেমন গার্মেন্টস কারখানা না থাকায় হয়ত সেখানে জব পাওয়া কঠিন হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমার পরিচিত অনেক ভাইয়েরা বাংলাদেশে টেক্সটাইলে ব্যাচেলর করে জার্মানিতে মাস্টার্স করার সাথে সাথে জব পেয়ে গিয়েছেন। তাই যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে বাহিরে পড়াশুনা করতে চাচ্ছেন তাঁরা জার্মানিতে আবেদন করতে ভুলবেননা।
জার্মানিতে অনেক গুলো বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স চালু আছে। এর মধ্যে বেশীরভাগ জার্মান ভাষায় পড়ানো হয়। যে কয়টি বিশ্ববিদ্যালয়ে ইংলিশে এবং ফ্রি তে পড়ানো হয় তার মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় হচ্ছে Hochschule Niederrhein। বিশ্ববিদ্যালয়টিতে অনেক বাংলাদেশী আছে যাদের বেশীরভাগ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়ছেন।
এছাড়া এখানে আরও অনেক বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স করার সুযোগ আছে। Hochschule Niederrhein-এ কোন টিউশন ফি দিতে হয়না যা বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের বিশাল এক সুযোগ। বিশ্ববিদ্যালয়টির ২টি ক্যাম্পাস, একটি Krefeld-এ (আমার বাসার ঠিক সামনে!!)। অন্যটি Mönchengladbach-এ।
নিচে এই ২ ক্যাম্পাসের কোর্স গুলো দেওয়া হল-
Campus Mönchengladbach
• Food, Nutrition and Hospitality Sciences
• Applied Social Science
• Textile and Clothing Technology
• Business Administration and Economics
বিশ্ববিদ্যালয়ের লিঙ্কঃ https://www.hs-niederrhein.de/home-en/
Campus Krefeld
• Chemistry
• Design
• Electrical Engineering and Computer Science
• Mechanical and Process Engineering
• Industrial Engineering
• Health Care
লিখেছেন : জামান ভাই
শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২টি মন্তব্য:
কিভাবে Apply করতে হবে? Result কেমন হতে হবে?
হোকশুলে নিদেরাইন থেকে পাশ করেছেন এবং জব করছেন ঐখানে , যদি দয়াকরে তাদের মধ্যে কারো ফেসবুক লিংক অথবা কন্টাক্ট ইনফরমেশন দিতেন , তাহলে admission এর জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া যেত
একটি মন্তব্য পোস্ট করুন