৩৭ বিসিএস ভাইভাঃ
তারিখঃ ৫-১২-১৭
বোর্ডঃ শেখ আলতাফ আলি স্যার
চয়েসঃ ফরেন, এডমিন, পুলিশ,
সাব্জেক্টঃ টেক্সটাইল
সময়ঃ১৪-১৫ মিনিট
১৫ জনের মধ্যে আমি ছিলাম ৬ নাম্বার।
বেল বাজতেই দরজা খুলে অনুমতি নিয়ে ভেতরে ঢুকলাম।কাছে গিয়ে সালাম দিতেই বসতে বললেন।থ্যাংক্স জানিয়ে বসতেই চেয়ারম্যান স্যার বিপিএসসি ফর্ম ২ থেকে আমার স্কুল, কলেজ, এবং বিশ্ববিদ্যালয়ের নাম জোরে জোরে পড়ে শোনালেন।
চেঃস্যারঃআপনি তো টেক্সটাইল পড়েছেন তো ফরেন এ কেন? is there any relation btn these
two?
two?
আমি উত্তর দিতে যাব তখন এক্স ১ স্যার
বললেন relate ur sub to ur first choice.
আমিঃ বললাম।উত্তরের মধ্যে আগের জবের কিছু জিনিস আনলাম এবং ডিপ্লমেটের গুনের
কথা উল্লেখ করতেই আবার প্রশ্ন
এক্স১ঃ tell about the quality of a diplomate.
আমিঃ বললাম। গুনের মধ্যে লিডার শিপ আনাতে আবার প্রশ্ন
চেঃস্যারঃ can u tell us about the quality of a leader?
আমিঃ বললাম।
এক্স২ঃ সম্প্রতি আমাদের দেশে একটি আনন্দের ঘটনা ঘটেছে। বলতে পারো সেটা কী?
আমিঃ ৭ ই মার্চের কথা বলাতে এর
বিস্তারিত বলতে বললেন। কিছুক্ষন বলার পর জিজ্ঞেস করলেন ,এতে আর কোনো ভাষণ লিপিবদ্ধ আছে কিনা? আর কী কী ভাষণ আছে? আমি সরি বললে চেঃস্যার প্রশ্ন শুরু করলেন
বিস্তারিত বলতে বললেন। কিছুক্ষন বলার পর জিজ্ঞেস করলেন ,এতে আর কোনো ভাষণ লিপিবদ্ধ আছে কিনা? আর কী কী ভাষণ আছে? আমি সরি বললে চেঃস্যার প্রশ্ন শুরু করলেন
চেঃস্যারঃ আচ্ছা আপনি তো মাস্টার্স করেননি। তো এখন কী করছেন?
আমিঃ বললাম।
আমিঃ বললাম।
চেঃস্যারঃ বাংলাদেশের diplomacy এখন কোনদিকে যাচ্ছে? tell something about it.
আমিঃবললাম।এই উত্তর টা বলার সময় তিনজন ই মনে হল আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন।
ex1: OB-OR কী?
আমিঃ সরি বলায় বললেন one belt one road এর নাম শুনেছো? আমি হ্যা বলায় তিনজন ই
একসাথে এটা নিয়ে কিছু বলতে বললেন।
আমিঃ বললাম।এটাও অনেকক্ষন শুনলেন। ইংরেজিতে বলেছিলাম।
চেঃস্যারঃ BRICS কী?
আমিঃ বললাম।
আমিঃ বললাম।
চেঃ স্যারঃ details?
আমিঃ বললাম।
চেঃস্যারঃ BBIN ,why it failed?
আমিঃ বললাম।তবে ফেল কেন করলো এটার উত্তর উনি নিলেন না, তখন সরি বললাম।
এক্স২ঃ BRICS যেমন WB এর against a একটি ব্যাংক গঠন করেছে, তেমনি ADB এর against a কি গঠিত হয়েছে?
আমিঃ অনেক চেষ্টাইও মনে করতে পারলাম
না। সরি বললাম।
না। সরি বললাম।
চেঃ স্যার ঘড়ি দেখে বললেন আচ্ছা তুমি এখন আসো।
আমি উঠে কাগজ পত্র হাতে নিয়ে বললাম স্যার আমার জন্য দোয়া করবেন এবং আপনারা.সুস্থ থাকবেন। শেষের কথাটা শুনে তিন জনই হো হো হেসে দিয়ে বললেন আচ্ছা যাও।
উনাদের হাসি তে আমি দরজাটা লাগাতে অনেক জোরে শব্দ করে ফেললাম।
পরীক্ষা ভাল না খারাপ হলো বুঝলাম না। তবে বোর্ড যথেষ্ট ফ্রেন্ডলি ছিল। বেশিরভাগ
প্রশ্নই তারা বাংলাই করে সেটা আমাকে ইংরেজিতে বলতে বলেছেন। আমি যখন কথা বলেছি তখন তারা আমার মুখের দিকে তাকিয়ে ছিলেন। বাইরে এসে জানলাম আমার আগের জনদের ১০ মিনিট করে রাখলেও আমি এবং আরেকজন কে ১৪ মিনিট করে রেখেছিল শুধু ফরেন ফার্স্ট চয়েস এর অপরাধে।
সামনে যারা ভাইভা দিবেন তাদের জন্যঃ
প্রতিদিনই কোন না কোন group a কাগজ নিয়ে দৌড়াদৌড়ি হয়। তাই ভাইভাতে যাওয়ার আগে কাগজ গুছিইয়ে রাখুন। ওখানে ২ সেট কাগজ আলাদা করতে বলে।
প্রতিদিনই কোন না কোন group a কাগজ নিয়ে দৌড়াদৌড়ি হয়। তাই ভাইভাতে যাওয়ার আগে কাগজ গুছিইয়ে রাখুন। ওখানে ২ সেট কাগজ আলাদা করতে বলে।
সেট ১ঃ
১) প্রিলি রিটেনের এডমিট ১ কপি।
২) ভাইভা কার্ড ১ কপি।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মুল সনদপ্ত্র (৪ বছর মেয়াদি স্নাতকের প্রমানপ্ত্রসহ)
৪) NOC অথবা চাকরির ছাড়প্ত্র মুল কপি ( যার
জন্য যেটা প্রযোজ্য)
জন্য যেটা প্রযোজ্য)
৫) বিপিএসসি ফর্ম ১ বা applicant's copy ২ কপি।
৬) বিপিএসসি ফর্ম ৩ (১ কপি)
৭) সিভিল সার্জন সনদের সত্যায়িত ১ কপি
৮) মুক্তিযুদ্ধ বা অন্যান্য কোটাধারীর মুল সনদ
৯) পুলিশ ভেরিফিকেশন ফর্ম ২ কপি।
সেট ২ঃ
১) বিপিএসসি ফর্ম ২ (১ কপি)
২) সকল শিক্ষা সনদের সত্যায়িত ১ সেট
৩) বিপিএসসি ফর্ম ১ বা applicant's copy ১ কপি।
৪) বিপিএসসি ফর্ম ৩ (১ কপি)
৫) সিভিল সার্জনের সনদের সত্যায়িত ১ কপি।
৬) NOC অথবা ছাড়প্ত্র সত্যায়িত ১ কপি।
৭) মুক্তিযুদ্ধ বা অন্যান্য কোটার সত্যায়িত ১ কপি।
৮) পুলিশ ভেরিফিকেশন ফর্ম ১ কপি।
best of luck ..
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন