টেক্সটাইলে সিনিয়র জব প্রভাইডার ভাইরা যে সমস্যা গুলি জুনিয়ারদের নিয়ে ফেইস করেন - Textile Lab | Textile Learning Blog
এখনকার সিনিয়র গন জুনিয়র দের টেক্সটাইলনন জব অফার করে নিজেরা ভয়ে থাকে কারন তাদের নানা প্রকার প্রশ্নে জর্জরিত হয়ে পড়েন !!  বলতে গেলে অনেকটাই বিপদেই পড়তে হয়

তারা তাদের নানান প্রকার প্রশ্নের ধরন অনেকটা এমন :

ভাই কোন কোম্পানি ? 

লোকেশন কই ? 

ফিউচার কেমন ? 

ডিউটি কতোক্ষন ? 

ইনক্রিমেন্ট কেমন ? 

পোস্ট কি? 

ডিরেক্ট জয়েন?

স্যালারি কতো?

আরো কতো শত প্রশ্ন !!!

তার পরো অনেক সিনিয়র তাদের দায়বদ্ধতা থেকে একটি পোস্ট ফাকা হওয়া মাত্রই এর নিউজ সবাইকে জানানো চেষ্টা করেন  এবং

পরে এভারেজ জুনিয়রদের কাছ থেকে আমরা  যা শুনিঃ

ভাই এতো দূরে ঢাকায় হলে ভালো হইতো !

ভাই কোয়ালিটি না মার্চেন্ডাইজিংয়ে হলে জানাইয়েন !

ভাই ল্যাবে জব করমু না !

ভাই ফিউচার কেমন এর !

এতো কম স্যালারি !

এতো ক্ষন ডিউটি !

অনেক প্যারা স্যালারি কম !

আনেক  দূর !

লোকাল ফেক্টরি !





শেষ কথা :

১. টেক্সটাইল এর প্রেজেন্ট বলে কিছু নাই সব করতে হয় ফিউচারের জন্য,  আর টেক্সটাইল জবে এখন সেলফ চয়েস এবং ১০০% ক্রাইটেরিয়া ম্যাচিং হয় না ।

২. যে টেক্সটাইল জব আগে করেনি তাকে মুখে বলে বোঝানো সম্ভব না টেক্সটাইল জব কেমন এটা নিজে না করলে বোঝা সম্ভব না ।

৩. এখন এভেইলেবল গভমেন্ট টেক্সটাইল গ্রেজুয়েট তাই প্রাইভেট ইন্সটিটিউশন এর গ্রেজুয়েট এর ডিমান্ড কমে যাচ্ছে তাই অফার গুলি ফিরিয়ে দেয়া বোকামির কাজ।

৪. টেক্সটাইল জবের প্রথম অফার মিস হলে পরে অফার গুলি সহজে আসে না।

৫. অনেকেই নিজ পছন্দমত জব খুঁজতে গিয়ে প্রায় অনেক দিন জবলেস।

৬. অনেকেই নিজের ক্রাইটেরিতা ম্যাচিং করতে গিয়ে ম্যাচিং না করতে করার পর আবার রিটার্ন অফার আশা করেন কিন্ত ততো দিনে এই অফার আর বসে থাকে না এবং অফারকারি সিনিয়রদের জুনিয়র দের প্রতি নেগেটিভ ধারনা চলে আসে।

নোট :
সম্প্রতি এমন সমস্যা ফেইস করার কারনে এই পোষ্টটি করা, আর এটা নেক্সট আপ কামিং ফ্রেশারদের জ্ঞাতার্থে করা।  যারা বলবেন যে দেখে শুনে ঢোকা উচিৎ আমাদের মনে হয় প্রতিযোগিতার বাজারে দেখার স্কোপ সবার সাথে সাথে হয় না । অনেকেই এনি জব পাওয়ার জন্য ক্রেইজি হয়ে থাকলে ও জব পাবার পর তাদের জব গুলি কিছু দিনের মধ্যে বিরক্তিকর হয়ে ওঠে ।  এমন আরো অনেক সমস্যা শোনা যায় মাঝেমধ্যে এই সমস্যা গুলি সেল্ফ মেইড  তবে এর খেসারত ফ্রেশার জব সিকার দের দিতে হবে তারা বুঝবে সবি তবে সময় হারাবার পর।

job

টেক্সটাইলে সিনিয়র জব প্রভাইডার ভাইরা যে সমস্যা গুলি জুনিয়ারদের নিয়ে ফেইস করেন

এখনকার সিনিয়র গন জুনিয়র দের টেক্সটাইলনন জব অফার করে নিজেরা ভয়ে থাকে কারন তাদের নানা প্রকার প্রশ্নে জর্জরিত হয়ে পড়েন !!  বলতে গেলে অনেকটাই বিপদেই পড়তে হয়

তারা তাদের নানান প্রকার প্রশ্নের ধরন অনেকটা এমন :

ভাই কোন কোম্পানি ? 

লোকেশন কই ? 

ফিউচার কেমন ? 

ডিউটি কতোক্ষন ? 

ইনক্রিমেন্ট কেমন ? 

পোস্ট কি? 

ডিরেক্ট জয়েন?

স্যালারি কতো?

আরো কতো শত প্রশ্ন !!!

তার পরো অনেক সিনিয়র তাদের দায়বদ্ধতা থেকে একটি পোস্ট ফাকা হওয়া মাত্রই এর নিউজ সবাইকে জানানো চেষ্টা করেন  এবং

পরে এভারেজ জুনিয়রদের কাছ থেকে আমরা  যা শুনিঃ

ভাই এতো দূরে ঢাকায় হলে ভালো হইতো !

ভাই কোয়ালিটি না মার্চেন্ডাইজিংয়ে হলে জানাইয়েন !

ভাই ল্যাবে জব করমু না !

ভাই ফিউচার কেমন এর !

এতো কম স্যালারি !

এতো ক্ষন ডিউটি !

অনেক প্যারা স্যালারি কম !

আনেক  দূর !

লোকাল ফেক্টরি !





শেষ কথা :

১. টেক্সটাইল এর প্রেজেন্ট বলে কিছু নাই সব করতে হয় ফিউচারের জন্য,  আর টেক্সটাইল জবে এখন সেলফ চয়েস এবং ১০০% ক্রাইটেরিয়া ম্যাচিং হয় না ।

২. যে টেক্সটাইল জব আগে করেনি তাকে মুখে বলে বোঝানো সম্ভব না টেক্সটাইল জব কেমন এটা নিজে না করলে বোঝা সম্ভব না ।

৩. এখন এভেইলেবল গভমেন্ট টেক্সটাইল গ্রেজুয়েট তাই প্রাইভেট ইন্সটিটিউশন এর গ্রেজুয়েট এর ডিমান্ড কমে যাচ্ছে তাই অফার গুলি ফিরিয়ে দেয়া বোকামির কাজ।

৪. টেক্সটাইল জবের প্রথম অফার মিস হলে পরে অফার গুলি সহজে আসে না।

৫. অনেকেই নিজ পছন্দমত জব খুঁজতে গিয়ে প্রায় অনেক দিন জবলেস।

৬. অনেকেই নিজের ক্রাইটেরিতা ম্যাচিং করতে গিয়ে ম্যাচিং না করতে করার পর আবার রিটার্ন অফার আশা করেন কিন্ত ততো দিনে এই অফার আর বসে থাকে না এবং অফারকারি সিনিয়রদের জুনিয়র দের প্রতি নেগেটিভ ধারনা চলে আসে।

নোট :
সম্প্রতি এমন সমস্যা ফেইস করার কারনে এই পোষ্টটি করা, আর এটা নেক্সট আপ কামিং ফ্রেশারদের জ্ঞাতার্থে করা।  যারা বলবেন যে দেখে শুনে ঢোকা উচিৎ আমাদের মনে হয় প্রতিযোগিতার বাজারে দেখার স্কোপ সবার সাথে সাথে হয় না । অনেকেই এনি জব পাওয়ার জন্য ক্রেইজি হয়ে থাকলে ও জব পাবার পর তাদের জব গুলি কিছু দিনের মধ্যে বিরক্তিকর হয়ে ওঠে ।  এমন আরো অনেক সমস্যা শোনা যায় মাঝেমধ্যে এই সমস্যা গুলি সেল্ফ মেইড  তবে এর খেসারত ফ্রেশার জব সিকার দের দিতে হবে তারা বুঝবে সবি তবে সময় হারাবার পর।

কোন মন্তব্য নেই: