নীট ডাইং এর অনলাইন কোয়ালিটির কিছু কাজ :
1. তার Shift এ কোন Batch কোন সময় unload হইতেছে তাহা খুজে বাহির করা ও Record রাখা।
2. Unload Shade Check করা এবং Comments করা।
3. কোন Batch unload Check এবং Q.C Comments ছাড়া Squzzier করা যাবে না।
4. Shade Roll Check করে Comments করা।
কোন Decision নিতে না পারলে Shift In charge কে জানিয়ে/দেখিয়ে সাথে সাথে Decision নিতে হবে।
কোন Decision নিতে না পারলে Shift In charge কে জানিয়ে/দেখিয়ে সাথে সাথে Decision নিতে হবে।
5. কোন Batch Decision নিতে ৩০ মিনিট এর বেশী সময় নিতে পারিবে না।
6. অবশ্যই Unload Swatch, Stenter Swatch, Additional Swatch, Continuity রাখতে হবে।
7. Wash Fastness বিকার Check করা।
8. প্রতিটি Batch এর C.M.C রাখতে হবে।
9. কোন Chemical advice এর সময় Dyeing Manager অথবা DGM সাহেবকে দেখায় নিলে অধিক ফল প্রসু হবে।
10. Shade Dark করতে হলে পুরা Compection করতে হবে, Light রাখতে হলে নতুন Compection করতে হবে।
1 টি মন্তব্য:
fabric inspection 4 point system ta holay valo hoi sir
একটি মন্তব্য পোস্ট করুন