আগে সময় দিন-সময় আসবেই
নতুন চাকুরী নেবার (টেক্সটাইল লাইনে) ঠিক ৬ মাস থেকে ১ বছর পর মনে হয় যা জানার জানা শেষ এখনি যেভাবেই হোক চাকুরী চেন্জ করা দরকার এই টাকায় পুসাচ্ছে না, নানান সমস্যা, ঔই বন্ধু এই করলো, ও এইতা হয়ে গিয়াছে। আপনি হয়ত ভুলে গেছেন এই চাকুরীটা আপনি কত কষ্টে পেয়েছেন!। আমারও এমন মনে হয়েছিল। এই সময় বেশী passionate হয়ে চাকুরী বা বর্তমান ট্রাক চেন্জ করছেন তো বেশিরভাগ সময়েই ধরা খায়ছেন। আসলে এক জায়গায় দীর্ঘদিন না থাকলে নিজের পুর্নতা সম্ভব নয় আবার অন্য management ও আপনাকে নিয়ে ভাবতে ভয় পাবে। আমার সাথে যারা ৫-৬ বছর এক organization a দীর্ঘদিন ছিল তারা হয় ওখানেই ভাল আছে অথবা একবারে ভাল পজিশনে মুভ করেছে। সব লাইনের/track এর growth আছে তবে সেটা ৬ মাসে নয়।
টিকে থাকুন পথ চলায় সময় আসবেই।
কার্টেসি: আজমীর লতিফ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন