ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার ধর্ম (The properties of viscose-cotton blended yarn):
১)ভিসকস-কটন সুতার শক্তি ১০০% কটন সুতার চেয়ে কম হয়।তাই সি.এস.পি ও কম হয়।
২)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার ইলংগেশন (Elongation):১০-১২% হয়।
৩)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার আর্দ্রতা শোষন ক্ষমতা ১০০% কটন সুতার চেয়ে বেশী(১০=১৩%)হয়।
৪)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার পরিচ্ছন্নতা ও উজ্জ্বলতা ১০০% কটন সুতার চেয়ে বেশী হয়।
৫)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার রং শোষন ক্ষমতা ১০০% কটন সুতার চেয়ে বেশী থাকে।
৬)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার কাউন্ট সমতা ১০০% কটন সুতার চেয়ে বেশী থাকে।
৭)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার নেপস ১০০% কটন সুতার চেয়ে বেশী থাকে।
৮)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতা ১০০% কটন সুতার চেয়ে নরম থাকে।
৯)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার টি.পি.আই ১০০% কটন সুতার চেয়ে কম থাকে।
ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার সুবিধা (Merits of viscose-cotton blended yarn):
১)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার উজ্জ্বলতা এবং সফটনেস বেশী থাকে।
২)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার রং ধারন ক্ষমতা বেশী হওয়ার অল্প শেড% এ এটি অধিক উজ্জ্বলতা প্রদর্শন করে।
৩)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার টি.পি.আিই কম থাকার কারনে উৎপাদন খরচ কম হয়।
৪)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার কাপড় সহজে পরিস্কার করা যায়।
৫)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতা উৎপাদনে সুতা ছেঁড়ার হার কম।
ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার অসুবিধাসমূহ (Demerits of viscose-cotton blended yarn):
১)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার শক্তি কম হয়।
২)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার সংকোচনশীলতা বেশী।
৩)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার তৈরী কাপড় শুকাতে বেশী সময় লাগে।
৪)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার প্রসারন ক্ষমতা কম থাকে।
৫)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার তৈরিী কাপড়ে সহজেই ভাঁজ পড়ে।
ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার ব্যবহার (The uses of viscose-cotton blended yarn):
১)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার তৈরী কাপড় দরজা জানালার পর্দাতে ব্যবহার হয়।
২)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতার তৈরী কাপড় বেবী ওয়্যার হিসেবে ব্যবহার করা হয়।
৩) সাধারনত কমদামি ওভেন কাপড় তৈরীতে এই সুতা ব্যবহার করা হয়।
৪)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতা সোফা কভারিং,সিট কভারিং এর কাপড় তৈরীতে ব্যবহার করা হয়।
৫)ভিসকস-কটন ব্লেন্ডেড সুতা ফির্নিশিং ক্লথ, ডেকোরেটর ক্লথ এবং পাইল ফেব্রিক্স তৈরীতে ব্যবহার হয়।
1 টি মন্তব্য:
আমি কিছু ভিসকস সুতা কিনবো কিন্তু কোথায় পাব তা জানিনা দয়া আমাকে একটু টিকানা দিবেন আমার ফোন নাম্বার ০১৬৭২৪৭৪৮৮৩
একটি মন্তব্য পোস্ট করুন