ফেব্রিক Consumption বের করার উপায় - Textile Lab | Textile Learning Blog
কনসামপশন -Consumption:

কনসামপশন (Consumption) এর অভিধানিক অর্থ হচ্ছে ফুরিয়ে ফেলা বা খরচ করা । আর গার্মেন্টস শিল্পে কোনো পোষাক এর কনসামপশন (Consumption) মানে হচ্ছে ঐ পোষাক তৈরী করতে কত কেজি কাপড় লাগবে ।

যদি কোনো টি-সার্ট বা পেন্ট এর কনসামপশন (Consumption) ২.৫কেজি/ডজন হয় এর মানে ঐ টি-সার্ট বা পেন্ট ১২টি তৈরী করতে ২.৫ কেজি কাপড় লাগবে।


কনসামপশন (Consumption) বের করার সূত্রটি একদম সহজ !

Consumption = Length X Width X GSM

মানে কোনো কাপড়ের দৈর্ঘ্য, প্রস্থ আর জিএসএম গুন করলেই কনসামপশন (Consumption) বের হয়ে যায় ।

যদি একটি কাপড়ের দৈর্ঘ্য ৫.২০ মিটার এবং প্রস্থ ১.৬৫ মিটার ও জিএসএম .১৮০কেজি হয় তবে
এর ওজন = ৫.২ X ১.৬৫ X .১৮ = ১.৫৪ কেজি ।

(এখানে জিএসএম সাধারণত গ্রামে থাকে আমি এটাকে ১০০০ দিয়ে ভাগ করে কেজি করে নিয়েছি )

ধরি,
কোনো একটি অর্ডারে আপনি ৫ পিস এর মার্কার করেছেন এর দৈর্ঘ্য ৫.২০ মিটার এবং প্রস্থ ১.৬৫ মিটার এবং এর কাপড়ের জিএসএম ১৮০গ্রাম বা .১৮০ কেজি তাহলে পার ডজনে এর  ফেব্রিক কনজানশন হবে

Comsumption = (৫.২ X ১.৬৫ X .১৮) /৫ X ১২
= ১.৫৪৪ /৫ X১২
= .৩০৮৮ X ১২ ( .৩০৮৮ প্রতি পিস এর omsumption )
= ৩.৭০৫ কেজি/ডজন

আর যদি মার্কারের লেন্থ ,উইথ ইঞ্চিতে হয় ?
একই কথা ইঞ্চিকে প্রথমে মিটারে নিয়ে আসুন তারপর সূত্রতে ফেলুন । অথবা নিচের সূত্রটি ফলো করুন ।

Consumption = (Length X Width X GSM)/1550 ( এখানে লেন্থ-উইথ ইঞ্চিতে )
১৫৫০ কিভাবে আসলো বুঝেছেন কি ?
৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার
৩৯.৩৭X৩৯.৩৭ = ১৫৫০ বর্গ ইঞ্চি = ১ বর্গ মিটার



এবার আপনাদের একটা পরীক্ষা নেই !
১০ পিস বিশিষ্ট একটি মার্কারের উইথ ৬৫ ইঞ্চি , লেন্থ ৫ গজ ২২ ইঞ্চি এবং জিএসএম ১৫০ গ্রাম । ডজনে এর Consumption কত হবে ?






লেখা স্বত্ব
মিঃ আহমেদ আলিফ
Somewhare in blog

ফেব্রিক Consumption বের করার উপায়

কনসামপশন -Consumption:

কনসামপশন (Consumption) এর অভিধানিক অর্থ হচ্ছে ফুরিয়ে ফেলা বা খরচ করা । আর গার্মেন্টস শিল্পে কোনো পোষাক এর কনসামপশন (Consumption) মানে হচ্ছে ঐ পোষাক তৈরী করতে কত কেজি কাপড় লাগবে ।

যদি কোনো টি-সার্ট বা পেন্ট এর কনসামপশন (Consumption) ২.৫কেজি/ডজন হয় এর মানে ঐ টি-সার্ট বা পেন্ট ১২টি তৈরী করতে ২.৫ কেজি কাপড় লাগবে।


কনসামপশন (Consumption) বের করার সূত্রটি একদম সহজ !

Consumption = Length X Width X GSM

মানে কোনো কাপড়ের দৈর্ঘ্য, প্রস্থ আর জিএসএম গুন করলেই কনসামপশন (Consumption) বের হয়ে যায় ।

যদি একটি কাপড়ের দৈর্ঘ্য ৫.২০ মিটার এবং প্রস্থ ১.৬৫ মিটার ও জিএসএম .১৮০কেজি হয় তবে
এর ওজন = ৫.২ X ১.৬৫ X .১৮ = ১.৫৪ কেজি ।

(এখানে জিএসএম সাধারণত গ্রামে থাকে আমি এটাকে ১০০০ দিয়ে ভাগ করে কেজি করে নিয়েছি )

ধরি,
কোনো একটি অর্ডারে আপনি ৫ পিস এর মার্কার করেছেন এর দৈর্ঘ্য ৫.২০ মিটার এবং প্রস্থ ১.৬৫ মিটার এবং এর কাপড়ের জিএসএম ১৮০গ্রাম বা .১৮০ কেজি তাহলে পার ডজনে এর  ফেব্রিক কনজানশন হবে

Comsumption = (৫.২ X ১.৬৫ X .১৮) /৫ X ১২
= ১.৫৪৪ /৫ X১২
= .৩০৮৮ X ১২ ( .৩০৮৮ প্রতি পিস এর omsumption )
= ৩.৭০৫ কেজি/ডজন

আর যদি মার্কারের লেন্থ ,উইথ ইঞ্চিতে হয় ?
একই কথা ইঞ্চিকে প্রথমে মিটারে নিয়ে আসুন তারপর সূত্রতে ফেলুন । অথবা নিচের সূত্রটি ফলো করুন ।

Consumption = (Length X Width X GSM)/1550 ( এখানে লেন্থ-উইথ ইঞ্চিতে )
১৫৫০ কিভাবে আসলো বুঝেছেন কি ?
৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার
৩৯.৩৭X৩৯.৩৭ = ১৫৫০ বর্গ ইঞ্চি = ১ বর্গ মিটার



এবার আপনাদের একটা পরীক্ষা নেই !
১০ পিস বিশিষ্ট একটি মার্কারের উইথ ৬৫ ইঞ্চি , লেন্থ ৫ গজ ২২ ইঞ্চি এবং জিএসএম ১৫০ গ্রাম । ডজনে এর Consumption কত হবে ?






লেখা স্বত্ব
মিঃ আহমেদ আলিফ
Somewhare in blog

৯টি মন্তব্য:

zabir বলেছেন...

আপনার প্রশ্নের উত্তর : ৮.৪৭ কেজি

Minhaz বলেছেন...

1.24 kg

Unknown বলেছেন...

5.10 Kg/ Doz

Unknown বলেছেন...

1.525 kg/dzn

Explanation : (65"X202"X150)/(1550X1000)=1.27/10=0.1271*12= 1.5252 Kg/Dzn

Khokon বলেছেন...

1.5247kgdzn

Unknown বলেছেন...

(m/l=205 x m/w=65"x 150)=1998750/1550x1000
=1998750/1550000
=1.289 per pcs
=1.289x10
=12.895 kg/dzn
বস আমার কাছে এই উত্তরটা আসতেছে আপনি একটু বিস্তারিত আলোচনা করেন

Unknown বলেছেন...

রায়হান কবির আমার কাছে এই টাই আসতেছে

নামহীন বলেছেন...

length×with×gsm/1550/1000/10×12
202×65×150/1550/1000/10×12=1.52per dzn

Unknown বলেছেন...

দেড় কেজি ফেব্রিক লাগব পার ডজন