কনসামপশন -Consumption:
কনসামপশন (Consumption) এর অভিধানিক অর্থ হচ্ছে ফুরিয়ে ফেলা বা খরচ করা । আর গার্মেন্টস শিল্পে কোনো পোষাক এর কনসামপশন (Consumption) মানে হচ্ছে ঐ পোষাক তৈরী করতে কত কেজি কাপড় লাগবে ।
যদি কোনো টি-সার্ট বা পেন্ট এর কনসামপশন (Consumption) ২.৫কেজি/ডজন হয় এর মানে ঐ টি-সার্ট বা পেন্ট ১২টি তৈরী করতে ২.৫ কেজি কাপড় লাগবে।
কনসামপশন (Consumption) বের করার সূত্রটি একদম সহজ !
Consumption = Length X Width X GSM
মানে কোনো কাপড়ের দৈর্ঘ্য, প্রস্থ আর জিএসএম গুন করলেই কনসামপশন (Consumption) বের হয়ে যায় ।
যদি একটি কাপড়ের দৈর্ঘ্য ৫.২০ মিটার এবং প্রস্থ ১.৬৫ মিটার ও জিএসএম .১৮০কেজি হয় তবে
এর ওজন = ৫.২ X ১.৬৫ X .১৮ = ১.৫৪ কেজি ।
(এখানে জিএসএম সাধারণত গ্রামে থাকে আমি এটাকে ১০০০ দিয়ে ভাগ করে কেজি করে নিয়েছি )
ধরি,
কোনো একটি অর্ডারে আপনি ৫ পিস এর মার্কার করেছেন এর দৈর্ঘ্য ৫.২০ মিটার এবং প্রস্থ ১.৬৫ মিটার এবং এর কাপড়ের জিএসএম ১৮০গ্রাম বা .১৮০ কেজি তাহলে পার ডজনে এর ফেব্রিক কনজানশন হবে
কোনো একটি অর্ডারে আপনি ৫ পিস এর মার্কার করেছেন এর দৈর্ঘ্য ৫.২০ মিটার এবং প্রস্থ ১.৬৫ মিটার এবং এর কাপড়ের জিএসএম ১৮০গ্রাম বা .১৮০ কেজি তাহলে পার ডজনে এর ফেব্রিক কনজানশন হবে
Comsumption = (৫.২ X ১.৬৫ X .১৮) /৫ X ১২
= ১.৫৪৪ /৫ X১২
= .৩০৮৮ X ১২ ( .৩০৮৮ প্রতি পিস এর omsumption )
= ৩.৭০৫ কেজি/ডজন
আর যদি মার্কারের লেন্থ ,উইথ ইঞ্চিতে হয় ?
একই কথা ইঞ্চিকে প্রথমে মিটারে নিয়ে আসুন তারপর সূত্রতে ফেলুন । অথবা নিচের সূত্রটি ফলো করুন ।
Consumption = (Length X Width X GSM)/1550 ( এখানে লেন্থ-উইথ ইঞ্চিতে )
১৫৫০ কিভাবে আসলো বুঝেছেন কি ?
৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার
এবার আপনাদের একটা পরীক্ষা নেই !
১০ পিস বিশিষ্ট একটি মার্কারের উইথ ৬৫ ইঞ্চি , লেন্থ ৫ গজ ২২ ইঞ্চি এবং জিএসএম ১৫০ গ্রাম । ডজনে এর Consumption কত হবে ?
লেখা স্বত্ব
মিঃ আহমেদ আলিফ
Somewhare in blog
মিঃ আহমেদ আলিফ
Somewhare in blog
৯টি মন্তব্য:
আপনার প্রশ্নের উত্তর : ৮.৪৭ কেজি
1.24 kg
5.10 Kg/ Doz
1.525 kg/dzn
Explanation : (65"X202"X150)/(1550X1000)=1.27/10=0.1271*12= 1.5252 Kg/Dzn
1.5247kgdzn
(m/l=205 x m/w=65"x 150)=1998750/1550x1000
=1998750/1550000
=1.289 per pcs
=1.289x10
=12.895 kg/dzn
বস আমার কাছে এই উত্তরটা আসতেছে আপনি একটু বিস্তারিত আলোচনা করেন
রায়হান কবির আমার কাছে এই টাই আসতেছে
length×with×gsm/1550/1000/10×12
202×65×150/1550/1000/10×12=1.52per dzn
দেড় কেজি ফেব্রিক লাগব পার ডজন
একটি মন্তব্য পোস্ট করুন