ভাইয়া
জ্বি বলেন.....
জ্বি বলেন.....
আমি মার্কেটিংয়ে জব করতে চাই !!!
আমি ডাইংয়ে জব করতে চাই !!!
আমি নীটিংয়ে জব করতে চাই !!!
আমি ল্যাবে জব করতে চাই !!!
আমি IE তে জব করতে চাই !!!
আমি ওয়াসিংয়ে জব করতে চাই !!!
আমি ডেনিমে জব করতে চাই !!!
ভালো কথা কিন্ত বর্ত্তমান পরিস্থিতিতে এই প্রশ্ন করে আপনি উত্তর এর আশা নাও পেতে পারেন কিন্ত যদি শুধু জব চান তবে আপনি পেতে পারেন জব তার গেরান্টি আমরা দিতে পারি না ।
বর্তমানে যে যাই জব এর অফার পাবেন সাথে সাথে তাতে ঢুকে পড়বেন, যতো দেরি করবেন পিছিয়ে পড়বেন আর এখন অনেক কেন্ডিডেইট তাই আপনার পছন্দমত জব পাওয়া অনেকটাই দুস্কর । যেখানে জব হোল্ডার গন অনেকেই আছেন অনেকদিন জব করে মার্চেন্ডাইজার হতে চেয়েও পারে না, সেখানে ফ্রেশার দের তো কথাই নেই । মার্চেন্ডাইজিং, মার্কেটিং, ডাইং এমনি বুক আর অভার লোডেড তাই আপনি এই গুলিতে চাইলে, চাইতে থাকবেন কিন্ত সম্ভবনা খুব কম । কোয়ালিটি, স্পিনিং, IE এই গুলি মোটামুটি চেস্টা করলে হয় । এক কথা মনে রাখতে হবে অনেকেই সিভি দিতেই পারছে না, অনেকেই সিভি দিয়ে ডাক পাচ্ছে না আর আপনি বাছাই করছেন কি করবেন ?? আমরা বলবো ভুল করছেন।
বর্তমানে ফ্রেশগ্রেজুয়েট এর বেকারত্ব এর মুল কারন বাছাবাছি, স্যালারি, ডেসিগনেশন আর ফ্রেশার দের এমনি নিতে চায় না তার উপর এই গুলি ভাবলে জব আর করা লাগবে না ।
মুল কথা যে
দেশের পরিস্থিতিতে প্রতি বছর গড়ে ২০-৩০ টা ফেক্টরি হনা হলেও ২০০০-৩০০০ গ্রেজুয়েট ঠিকি বের হচ্ছে, আর অভিজ্ঞতা ছাড়া এদের কই ঢোকাবেন??? তাই টেক্সটাইল এর ফ্রেশ স্টুডেন্টস দের ইগো থাকতে নেই যেখানে পারেন ঢুকে পড়েন, জব পরিবর্তন করলে পরে তা দেখা যাবে, তখন একটা সুযোগ, সম্পর্ক, রাস্তা এমনি হয়ে যাবে !!!
দেশের পরিস্থিতিতে প্রতি বছর গড়ে ২০-৩০ টা ফেক্টরি হনা হলেও ২০০০-৩০০০ গ্রেজুয়েট ঠিকি বের হচ্ছে, আর অভিজ্ঞতা ছাড়া এদের কই ঢোকাবেন??? তাই টেক্সটাইল এর ফ্রেশ স্টুডেন্টস দের ইগো থাকতে নেই যেখানে পারেন ঢুকে পড়েন, জব পরিবর্তন করলে পরে তা দেখা যাবে, তখন একটা সুযোগ, সম্পর্ক, রাস্তা এমনি হয়ে যাবে !!!
সতর্কীকরণ
১. এই পোস্ট টেক্সাইল এর মালিক, GM, AGM, ED, Manager এর ছেলে মেয়ের জন্য প্রযোজ্য নয়।
১. এই পোস্ট টেক্সাইল এর মালিক, GM, AGM, ED, Manager এর ছেলে মেয়ের জন্য প্রযোজ্য নয়।
২. কারো কমেন্ট পড়ে ডিমটিভেশন এর অভিযোগ পাওয়া যাবে কিন্ত অভিযোগ করে ভাগ্য + অবস্থা পরিবর্তন করতে না, অভিযোগ না করে নিজে সতর্ক হন।
৪টি মন্তব্য:
Ami akon akta physical lab ase.ami chai sector change korte.please help me?ami ki change korbo. Naki korbo na.jode kori kon section dukbo.
আমি কালার ল্যবে লাওয়ার মেশিনেরর টেকনেসিয়ানে আছি খুব ভালো লাগছে। তবে জবে দেরি করা ঠিক না আমার এক কলিক আমার ১২ দিন আগে জয়েন্ট করেছে কিন্তুু সেই জব আমি ২৫ দিন আগে না করেছিলাম এখন সে আমার সিনিয়র ভাবতেই কষ্ট হয়। তবে এই ভুল আর হবে না... জীবনে sorry &no এই দুটি শব্দ ব্যবহার কমাতের হবে তাহলে সব সম্ভব
wc
amer subject Apparel Manufacturing & Technology, Question holo ami ki daying job korta parbo?
একটি মন্তব্য পোস্ট করুন