গার্মেন্টস ফ্যাক্টরী সোর্সিং কি বিষয় গুলি খেয়াল রাখবেন - Textile Lab | Textile Learning Blog
  গার্মেন্টস ফ্যাক্টরী সোর্সিং   :   ( কাজ করানোর সময় গার্মেন্টস  খোজার সময়, কি কি বিষয় মাথায় রাখবেন)

গার্মেন্টস ফ্যাক্টরী সোর্সিং একটি গুরুত্বপূর্ন বিষয়, এটি মার্চেন্টডাইজারের জন্য প্রয়োজনীয় বিষয়। যারা বায়িং হাউসে মার্চেন্টডাইজারের কাজ করেন তাদের অর্ডার প্লেস করার জন্য প্রায়ই গার্মেন্টস ফ্যাক্টরী সোর্সিং করতে হয়। আর যারা ফ্যাক্টরীতে মার্চেন্টডাইজারের কাজ করেন তাকেও সাবকন্ট্রাক্ট করানোর জন্য গার্মেন্টস ফ্যাক্টরী সোর্সিং করতে হয়। তাই উভয়ের জন্য এটি গুরুত্বপূর্ন বিষয়। সোর্সিং করার সময় অনেকগুলি বিষয় বিবেচনায় আনতে হবে।

মার্চেন্টডাইজার নিম্নেরকাজগুলি করতে পারেনঃ

১) প্রস্তাবিত গার্মেন্টস ফ্যাক্টরীর প্রোফাইল সংগ্রহ করে দেখা, যে ইহাতে কাংখিত গার্মেন্টস প্রোডাকশনের জন্য প্রয়োজনীয় মেশিন ও ম্যান পাওয়ার আছে কিনা! 

২) ফ্যাক্টরী কোন কোন বায়ারের কোন,কোন আইটেম এর উপর কাজ করছে তার রিপোর্ট দেখে একটি ধারনা নেয়া।

৩)ফ্যাক্টরীর অতীত প্রোডাকশন থেকে কিছু গার্মেন্টস নিয়ে তার কোয়ালিটি পরীক্ষা করে দেখা

৪) সরজমিনে ফ্যাক্টরীতে গিয়ে পরীক্ষা করে দেখা,

– ফ্যাক্টরী প্রোফাইলে ফ্যাক্টরীর স্থাপনা সংক্রান্ত যে বর্ণনা দেয়া আছে তা বাস্তবে সঠিক আছে কিনা

– ফ্যাক্টরীর রানিং প্রোডাকশন দেখে প্রোডাকশন কোয়ালিটি সম্পর্কে ধারনা নেয়া

– ফ্যাক্টরীর সাথে ভাক যোগাযোগ রাখা।
.
৫)  কোন সোর্স থেকে ফ্যাক্টরী ব্যংকিং ব্যবস্থা, ফ্যাক্টরী ম্যনেজমেন্ট ইত্যাদি সঠিক পর্যায়ে আছে কিনা তা পরীক্ষা করে নেয়া।

উপরের বিষয়গুলি ভালভাবে পরীক্ষা করে দেখলে ভাল ফ্যাক্টরী সোর্স করা সম্ভব।ভাল ফ্যাক্টরী সোর্স করার পরও গার্মেন্টস অর্ডার প্লেস করার জন্য আর অন্য বিষয় মাথায় রাখতে হবে। যেমন হয়তো একাধিক গার্মেন্টস ফ্যাক্টরী আপনার বিবেচনায় গার্মেন্টস উৎপাদনের জন্য ভাল বিবেচিত হয়েছে কিন্তু তার মধ্য থেকে দেখতে হবে যে ফ্যাক্টরীটির যোগাযোগের জন্য আপনার জন্য বেশী সূবিধাজনক, যে ফ্যাক্টরীর ম্যনেজমেন্ট সূবিধাজনক সেই ফ্যাক্টরীর বিষয় বেশী প্রাধান্য দেওয়া উচিত।

Information Source & Curtecy  : apparel bangladesh / এ্যাপারেল বাংলাদেশ

গার্মেন্টস ফ্যাক্টরী সোর্সিং কি বিষয় গুলি খেয়াল রাখবেন

  গার্মেন্টস ফ্যাক্টরী সোর্সিং   :   ( কাজ করানোর সময় গার্মেন্টস  খোজার সময়, কি কি বিষয় মাথায় রাখবেন)

গার্মেন্টস ফ্যাক্টরী সোর্সিং একটি গুরুত্বপূর্ন বিষয়, এটি মার্চেন্টডাইজারের জন্য প্রয়োজনীয় বিষয়। যারা বায়িং হাউসে মার্চেন্টডাইজারের কাজ করেন তাদের অর্ডার প্লেস করার জন্য প্রায়ই গার্মেন্টস ফ্যাক্টরী সোর্সিং করতে হয়। আর যারা ফ্যাক্টরীতে মার্চেন্টডাইজারের কাজ করেন তাকেও সাবকন্ট্রাক্ট করানোর জন্য গার্মেন্টস ফ্যাক্টরী সোর্সিং করতে হয়। তাই উভয়ের জন্য এটি গুরুত্বপূর্ন বিষয়। সোর্সিং করার সময় অনেকগুলি বিষয় বিবেচনায় আনতে হবে।

মার্চেন্টডাইজার নিম্নেরকাজগুলি করতে পারেনঃ

১) প্রস্তাবিত গার্মেন্টস ফ্যাক্টরীর প্রোফাইল সংগ্রহ করে দেখা, যে ইহাতে কাংখিত গার্মেন্টস প্রোডাকশনের জন্য প্রয়োজনীয় মেশিন ও ম্যান পাওয়ার আছে কিনা! 

২) ফ্যাক্টরী কোন কোন বায়ারের কোন,কোন আইটেম এর উপর কাজ করছে তার রিপোর্ট দেখে একটি ধারনা নেয়া।

৩)ফ্যাক্টরীর অতীত প্রোডাকশন থেকে কিছু গার্মেন্টস নিয়ে তার কোয়ালিটি পরীক্ষা করে দেখা

৪) সরজমিনে ফ্যাক্টরীতে গিয়ে পরীক্ষা করে দেখা,

– ফ্যাক্টরী প্রোফাইলে ফ্যাক্টরীর স্থাপনা সংক্রান্ত যে বর্ণনা দেয়া আছে তা বাস্তবে সঠিক আছে কিনা

– ফ্যাক্টরীর রানিং প্রোডাকশন দেখে প্রোডাকশন কোয়ালিটি সম্পর্কে ধারনা নেয়া

– ফ্যাক্টরীর সাথে ভাক যোগাযোগ রাখা।
.
৫)  কোন সোর্স থেকে ফ্যাক্টরী ব্যংকিং ব্যবস্থা, ফ্যাক্টরী ম্যনেজমেন্ট ইত্যাদি সঠিক পর্যায়ে আছে কিনা তা পরীক্ষা করে নেয়া।

উপরের বিষয়গুলি ভালভাবে পরীক্ষা করে দেখলে ভাল ফ্যাক্টরী সোর্স করা সম্ভব।ভাল ফ্যাক্টরী সোর্স করার পরও গার্মেন্টস অর্ডার প্লেস করার জন্য আর অন্য বিষয় মাথায় রাখতে হবে। যেমন হয়তো একাধিক গার্মেন্টস ফ্যাক্টরী আপনার বিবেচনায় গার্মেন্টস উৎপাদনের জন্য ভাল বিবেচিত হয়েছে কিন্তু তার মধ্য থেকে দেখতে হবে যে ফ্যাক্টরীটির যোগাযোগের জন্য আপনার জন্য বেশী সূবিধাজনক, যে ফ্যাক্টরীর ম্যনেজমেন্ট সূবিধাজনক সেই ফ্যাক্টরীর বিষয় বেশী প্রাধান্য দেওয়া উচিত।

Information Source & Curtecy  : apparel bangladesh / এ্যাপারেল বাংলাদেশ

কোন মন্তব্য নেই: