এন্টি অর্ডর ফিনিশ / প্রিন্ট ফেব্রিক থেকে দুর্গন্ধ দূর করার প্রসেস :
আমাদের প্রিন্টিং এর সময় যখন গ্লিটার বা গোল্ডেন আফসান প্রিন্টিং এর সময় মেটালিক বাইন্ডার ব্যাবহার করা হয় যার ফলে ফেব্রিকে এক প্রকার উটকো দুর্গন্ধ বের হয় যা ফিনিশ এর পর দূর হয় না । এর ফলে অনেক সময় কাস্টোমার বা বায়ার ফেব্রিক নিতে চায় না আর গ্লিটার বা অফসান এর কারনে একে ওয়াস করা যায় না ।
এর জন্য আমাদের একটি ফর্মুলা আছে যার দ্বারা এ সমস্যা কিছুটা মিনিমাইজ করা সম্ভব , এটা হচ্ছে সার্ফ এক্সেল / হুইল ব্যাবহার করা।
এটা ব্যাবহার এর নিয়ম হচ্ছে ফেব্রিক যখন স্টেনটারে সফট ফিনিশ করা হয় তখন সফেনার এর সাথে ১০০ লিটারে ৫০০ গ্রাম দিয়ে ফেব্রিক ফিনিশ করে দেয়া হয় যার ফলে ফেব্রিক এর ভেতরে বাজে গন্ধের পরিবর্তে সার্ফ এক্সের / হুইল এর মিষ্টি একটা ঘ্রান আসে। সার্ফ এক্সেল / হুইল প্রিন্টি এর ফিগার বা বডি ফেব্রিক এর সেড চেঞ্জ করে না এর জন্য এটা ব্যাবহার করা ইউজার ফ্রেন্ডলি। কাপড় সলিড কালারের হলে একে পানির সাহায্যে ওয়াস করা যেতো যেহেতু এটা প্রিন্টিং করা তাই এতে পানি লাগানোর সুযোগ নেই ।
এই সমস্যা গুলি থিউরি দিয়ে সমাধান করা সম্ভব নয় এর জন্য প্রডাকশন এর লোকজন এর IQ ব্যাবহার করতে হয়।
২টি মন্তব্য:
Too much helpful blog. I strongly appreciate your writing on textile topic.
I Have faced this kind of problem once ...
একটি মন্তব্য পোস্ট করুন