Polster Fabrics এর Whiteness কমানোর উপায় কি ? - Textile Lab | Textile Learning Blog
পলিস্টার ফেব্রিক এর হোয়াইটনেস কমানোর উপায় কি ?

আমাদের একটি ফেব্রিক চায়না থেকে আনা হয়েছিলো গার্মেন্টসে যার স্টেন্ডার্ড এর তুলনায় অনেক হোয়াইট ছিলো  বা হোয়াইটনেস অনেক বেশী ছিলো তাই কাপড়টা কাটিং করতে পারছিলো না।  এখানে ফেব্রিক টা ১০০% পলিস্টার ছিলো যার ফলে একে স্ট্রিপ করা সম্ভব হচ্ছিলো না।  এতে এসিড ওয়াস, কাস্টিক ওয়াস, হাইড্রোজ দিয়ে তেমন একটা লাভ হয় নি সেড ব্রাইট থেকে যাচ্ছিলো।  পরে এর হোয়াইটনেস কমানো হয়েছিলো ডিস্পার্স এর ইয়োলো ডাইজ দিয়ে। ডিস্পার্স ডাইজ দেয়াতে সেড এর ইয়োলো বেড়েছে আর ইয়োলো বাড়া মানে শেড ডাল হওয়া আর সেড ডাল মানে হোয়াইটনেস কমে যাওয়া।



রিয়েক্টিভ অপটিক্যাল ব্রাইটেনার কটন পার্ট এর জন্য হলে হাই  টেম্পারেচার ফিনিশ,  ক্যাটায়নিক সফেনার ভালো কাজে দেয়।  পলিস্টার এর টেম্পারেচার  বেশি হলে সেড নস্ট হয়ে যায়. কটন কাপড়ে স্টেন্টার মেশিনে হালকা এসেটিক এসিড দিয়ে ওভার ড্রাই করলে সেড ডাল হয়, হোয়াইটনেস কমে। কিন্তু পলেষ্টার কাপড় ওভার ড্রাই করলে আনইভেন আসে।


Polster Fabrics এর Whiteness কমানোর উপায় কি ?

পলিস্টার ফেব্রিক এর হোয়াইটনেস কমানোর উপায় কি ?

আমাদের একটি ফেব্রিক চায়না থেকে আনা হয়েছিলো গার্মেন্টসে যার স্টেন্ডার্ড এর তুলনায় অনেক হোয়াইট ছিলো  বা হোয়াইটনেস অনেক বেশী ছিলো তাই কাপড়টা কাটিং করতে পারছিলো না।  এখানে ফেব্রিক টা ১০০% পলিস্টার ছিলো যার ফলে একে স্ট্রিপ করা সম্ভব হচ্ছিলো না।  এতে এসিড ওয়াস, কাস্টিক ওয়াস, হাইড্রোজ দিয়ে তেমন একটা লাভ হয় নি সেড ব্রাইট থেকে যাচ্ছিলো।  পরে এর হোয়াইটনেস কমানো হয়েছিলো ডিস্পার্স এর ইয়োলো ডাইজ দিয়ে। ডিস্পার্স ডাইজ দেয়াতে সেড এর ইয়োলো বেড়েছে আর ইয়োলো বাড়া মানে শেড ডাল হওয়া আর সেড ডাল মানে হোয়াইটনেস কমে যাওয়া।



রিয়েক্টিভ অপটিক্যাল ব্রাইটেনার কটন পার্ট এর জন্য হলে হাই  টেম্পারেচার ফিনিশ,  ক্যাটায়নিক সফেনার ভালো কাজে দেয়।  পলিস্টার এর টেম্পারেচার  বেশি হলে সেড নস্ট হয়ে যায়. কটন কাপড়ে স্টেন্টার মেশিনে হালকা এসেটিক এসিড দিয়ে ওভার ড্রাই করলে সেড ডাল হয়, হোয়াইটনেস কমে। কিন্তু পলেষ্টার কাপড় ওভার ড্রাই করলে আনইভেন আসে।


কোন মন্তব্য নেই: