চায়না থেকে ফেব্রিক্স ইম্পোর্ট করা আমাদের সেক্টরের জন্য কতোটা উপকারী ? - Textile Lab | Textile Learning Blog
চায়না, ইন্ডিয়া, পাকিস্তান থেকে ফেব্রিক্স ইম্পোর্ট করা আমাদের সেক্টরের জন্য কতোটা উপকারী ???

যারা চায়না থেকে অগ্রিম এলসির মাধ্যমে ফেব্রিক্স আমদানি করে নিজেদের গার্মেন্টসে পোশাক তৈরি করে বিদেশে রপ্তানি করছেন,তারা একটু ভেবে দেখেন, আমরা চায়না কে আমাদের প্রডাক্ট  বুঝে পাওয়ার আগেই চায়নাদের টাকা আগে বুঝে দিচ্ছি,চায়নারা টাকা পাওয়ার পর আমাদের প্রডাক্ট  ডেলিভারি করছে, চায়নারা ভাল মন্দ যাই দিচ্ছে আমরা এক প্রকার বাধ্য হয়েই তা মেনে নিচ্ছি। বাংলাদেশে এনে অনেক সময় রি প্রসেস করছি, অথচ আমরা আমাদের দেশি ব্যাবসায়িদের এলসি টাইম মতো, ডকুমেন্টসও সই করিনা।



এই মন মনাসিকতা থেকে বেড় না হলে শুধু চায়না আর ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের কোন লাভ নাই। এক সময় আমাদের টেক্সটাইল কারখানা এমনি বন্ধ হয়ে যাবে।  ৫-১০% এর জন্য আমাদের টেক্সটাইল কারখানা গুলি আমরাই ধ্বংশের মুখে ঠেলে দিচ্ছি।  হা আমরা আনার পক্ষে কিন্ত সে সকল প্রডাক্ট এর পক্ষে যা আমাদের দেশে করার মতো অবস্থা নেই স্পেশাল ফেব্রিক্স।


আমাদের স্পিনিং মিল গুলির অভিজ্ঞতা বলি আমাদের আশেপাশের দেশে কম দামে আমাদের টেক্সটাইল গুলি সুতা পেতে শুরু করে যার ফলে আমাদের স্পিনিং মিল গুলির ওয়্যার হাউজে অনেক সুতা জমে যায় নস্ট হয় যার ডেমারেজ দিতে গিয়ে স্পিনিং মিল গুলি রুগ্ন হয়ে যায়, ঠিক তখন আমাদের ইয়ার্ন সাপ্লাইয়ার গন তাদের চরিত্র দেখাতে শুরু করেন তারা, বাড়তে থাকে সুতার দাম । 
তাবে ফিউচারে নীটিং, উইভিং মিলে এমন হবে লিখে রাখেন।





চায়না থেকে ফেব্রিক্স ইম্পোর্ট করা আমাদের সেক্টরের জন্য কতোটা উপকারী ?

চায়না, ইন্ডিয়া, পাকিস্তান থেকে ফেব্রিক্স ইম্পোর্ট করা আমাদের সেক্টরের জন্য কতোটা উপকারী ???

যারা চায়না থেকে অগ্রিম এলসির মাধ্যমে ফেব্রিক্স আমদানি করে নিজেদের গার্মেন্টসে পোশাক তৈরি করে বিদেশে রপ্তানি করছেন,তারা একটু ভেবে দেখেন, আমরা চায়না কে আমাদের প্রডাক্ট  বুঝে পাওয়ার আগেই চায়নাদের টাকা আগে বুঝে দিচ্ছি,চায়নারা টাকা পাওয়ার পর আমাদের প্রডাক্ট  ডেলিভারি করছে, চায়নারা ভাল মন্দ যাই দিচ্ছে আমরা এক প্রকার বাধ্য হয়েই তা মেনে নিচ্ছি। বাংলাদেশে এনে অনেক সময় রি প্রসেস করছি, অথচ আমরা আমাদের দেশি ব্যাবসায়িদের এলসি টাইম মতো, ডকুমেন্টসও সই করিনা।



এই মন মনাসিকতা থেকে বেড় না হলে শুধু চায়না আর ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের কোন লাভ নাই। এক সময় আমাদের টেক্সটাইল কারখানা এমনি বন্ধ হয়ে যাবে।  ৫-১০% এর জন্য আমাদের টেক্সটাইল কারখানা গুলি আমরাই ধ্বংশের মুখে ঠেলে দিচ্ছি।  হা আমরা আনার পক্ষে কিন্ত সে সকল প্রডাক্ট এর পক্ষে যা আমাদের দেশে করার মতো অবস্থা নেই স্পেশাল ফেব্রিক্স।


আমাদের স্পিনিং মিল গুলির অভিজ্ঞতা বলি আমাদের আশেপাশের দেশে কম দামে আমাদের টেক্সটাইল গুলি সুতা পেতে শুরু করে যার ফলে আমাদের স্পিনিং মিল গুলির ওয়্যার হাউজে অনেক সুতা জমে যায় নস্ট হয় যার ডেমারেজ দিতে গিয়ে স্পিনিং মিল গুলি রুগ্ন হয়ে যায়, ঠিক তখন আমাদের ইয়ার্ন সাপ্লাইয়ার গন তাদের চরিত্র দেখাতে শুরু করেন তারা, বাড়তে থাকে সুতার দাম । 
তাবে ফিউচারে নীটিং, উইভিং মিলে এমন হবে লিখে রাখেন।





কোন মন্তব্য নেই: