বোইং কারেকশন এর উপায়
ওভেন ফেব্রিক না নীট ফেব্রিক ফিনিশিং এর সময় ফেব্রিক এর মিডেলে পোর্শান যাকে ফ্যাক্টরির ভাষায় আমরা কাপড় এর পেট বলি এটি ফিনিশ এর পর মাঝে মাঝে কাপড় এর ইংরেজি "B" এর মতো বা U মতো কাপড় বাকা হয়ে যায় এই সমস্যা কে কাপড় এর বোইং সমস্যা বলে , "B" এর পেটের আকৃতির জন্য একে বোইং বলা হয়। বোইং এর মুল কারন হচ্ছে স্টিচ লেন্থ বেশি, মেশিন এর টেনশন অন্যতম তবে ফিনিশিং এর সময় এটা রিকোভার করা যায় , বোইং সলিড এর চেয়ে ইয়ার্ন ডাইংয়ে বেশি দেখা যায় ।
বোইং কারেকশন এর জন্য স্টেনটার মেশিন এর সাথে এক্সট্রা এটাচমেন্ট ওয়েফট স্ট্রেইটেইনিং ডিভাইস ব্যাবহার করা হয়।
ঠিক করার উপয়ঃ
ফিনিশিং মেশিন / স্টেনটারে যখন কাপড় চালানো হয় তখন ফেব্রিক ১০০-২০০ মিটার চালানোরর পর ফেব্রিক সেলভেজ টু সেলভেজ কেটে এক ফোল্ড করে সেলভেজ টু সেলভেজ দু ভাজ করা হয় তখন ফেব্রিক এর লেফট রাইট চেক করা হয় যে কোন প্রকার বাকানো বা স্কিউ আছে কিনা এটা মেশিন এর সামনে থেকে ডিটেক্ট করে মেশিন এর অপারেটর এর কাছে বলা হয় কোন পাশে স্কিউ আছে । অপারেটর মেশিন এর ওয়েফট স্ট্রেটেইনার এর মাধ্যমে এটা ঠিক করে দেন এটা অটোমেটিক এবং ম্যানুয়েল উভয় ভাবে করা যায় । ওয়েফট স্ট্রেটেইনার এর কন্ট্রোল প্যানেলে (U) (n) এমন মার্ক আছে এর উদ্যেশ হলে চিহ্ন অনুযায়ী মেশিন আগে পিছে করে কাপড় এর এগিয়ে যাওয়া পাশে টেনশন দিয়ে এর এলাইনমেন্ট ঠিক করে দেয়া হয়। এতে ওয়েফট স্ট্রেইটেনারের সেন্সর গুলি মাঝ খানের বোইং রোলারের সাহায্যে এর বোইং কোন্ট্রোল করে।
ফিনিশিং মেশিন / স্টেনটারে যখন কাপড় চালানো হয় তখন ফেব্রিক ১০০-২০০ মিটার চালানোরর পর ফেব্রিক সেলভেজ টু সেলভেজ কেটে এক ফোল্ড করে সেলভেজ টু সেলভেজ দু ভাজ করা হয় তখন ফেব্রিক এর লেফট রাইট চেক করা হয় যে কোন প্রকার বাকানো বা স্কিউ আছে কিনা এটা মেশিন এর সামনে থেকে ডিটেক্ট করে মেশিন এর অপারেটর এর কাছে বলা হয় কোন পাশে স্কিউ আছে । অপারেটর মেশিন এর ওয়েফট স্ট্রেটেইনার এর মাধ্যমে এটা ঠিক করে দেন এটা অটোমেটিক এবং ম্যানুয়েল উভয় ভাবে করা যায় । ওয়েফট স্ট্রেটেইনার এর কন্ট্রোল প্যানেলে (U) (n) এমন মার্ক আছে এর উদ্যেশ হলে চিহ্ন অনুযায়ী মেশিন আগে পিছে করে কাপড় এর এগিয়ে যাওয়া পাশে টেনশন দিয়ে এর এলাইনমেন্ট ঠিক করে দেয়া হয়। এতে ওয়েফট স্ট্রেইটেনারের সেন্সর গুলি মাঝ খানের বোইং রোলারের সাহায্যে এর বোইং কোন্ট্রোল করে।
1 টি মন্তব্য:
খুব উপকৃত হলাম। ধন্যবাদ
একটি মন্তব্য পোস্ট করুন