শুরুতেই বলে রাখি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আমাদের দেশে অন্যান্য সাবজেক্টের মতো এখনো অতটা এভেইলেবল না হওয়ায়, এই সাবজেক্টের জন্য জরুরী পাঠ্যবইগুলোও খুঁজে নেওয়া মাঝেমাঝে দুষ্কর হয়ে পড়ে। বর্তমানে যদিও আগের অবস্থার চেয়েও অনেকটা উন্নতি হয়েছে এক্ষেত্রে। তার উপর গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার থেকে আমরা যেভাবে শিট/চোথার উপরে নির্ভরশীল হয়ে উঠি, এতে আমাদের বই কেনার চিন্তাটাও চুলোয় যায়। যদিও যতদূর মনে পড়ে আমিও এর ব্যতিক্রম ছিলাম না!
আরেকটা অপ্রিয় হলেও সত্য কথা যে, আমরা বই না কিনে শিট কপি করে পড়ে কোনভাবে পরীক্ষা ডিঙোতে পারলেই মনে করি, 'যাক! বই কিনার টাকাটা বেঁচে গেল'। মোটের উপর হবু টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে কথা, কম বিনিয়োগে সেরা আউটপুট পাওয়ার একটা টেনডেন্সি আপনা থেকেই গ্রো-আপ করা শুরু করে,তাই না?
হুম! ঠিক সেটাই। কিন্তু এই 'কম বিনিয়োগে সেরা আউটপুটের' ধারণাটা শুধু প্রোডাকশন ফ্লোরের জন্যই বরাদ্দ থাকা উচিৎ, নলেজ সিকিং এর ক্ষেত্রে এই ধারণাটা আত্মঘাতী!
শিট/চোথা/নোটস কোনটাই পড়তে নিরুৎসাহিত করছিনা, উৎসাহিত হওয়া উচিৎ বই পড়তে। এইটা যেমন তেমন কোন সাবজেক্ট না, এইটা এমন এক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেখানে জানতে হয় মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কেমিস্ট্রি, ফিজিক্স, পলিমার সায়েন্স, ম্যাথস, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ড্রইং, রোবটিক্স, টুকিটাকি সিভিল, ল, একাউন্টিং, ম্যানেজমেন্ট, আইপিই আরো কত কি, টেক্সটাইল এর সাবজেক্টগুলো বাদেই এসব বললাম কিন্তু। যত যাই হোক আল্টিমেটলি ৪ বছর পর কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং এর এক একটা বাই-প্রোডাক্ট হিসেবেই বের হই। তাই আমাদের চারপাশ কিন্তু আমাদের কাছ থেকে অনেক অনেক বেশি ডিজার্ভ করে অন্যদের তুলনায়।
তাই ভবিষ্যৎটা বই এর জ্ঞানের উপরেই দাঁড় করাবো নাকি শিট/চোথার উপরেই, সেটা পড়াশোনা শুরু করার আগেই মেইন কনসার্ন হওয়া উচিৎ। এখানে উল্লেখ্য যে যেহেতু এটা টেকনিক্যাল সেক্টর তাই এখানে কিন্তু পুঁথিগতবিদ্যার চেয়ে কারিগরিবিদ্যাটাই বেশি প্রায়োগিক। তাই বলে কিন্তু একেবারে পুঁথিগতবিদ্যা না থাকাটা নিছক অযোগ্যতা ছাড়া কিছুই না।
বুকলিস্ট
for Yarn Manufacturing Engineering
*Practical Cotton Spinning by Pattaviram T. K.
*Cotton Spinning by Taggart William Scott
*Manual of Textile Technology (volume 1,2,3) by Klein W.
*Spinning: Cotton & Wool Spinning by Ezio Carissoni, Stefanno Dotti, Franco Fleiss, Luigi Petaccia, Lucia Pieri (Fondazione Acimit)
for Fabric Manufacturing Engineering
*Knitting Fundamentals by N. Anbumani
*Knitting Technology by David J. Spencer
*Fabric Structure & Design by N.Gokarneshan
*Weaving Mechanism by N. N. Banerjee
*Weaving Machine Mechanism Management by Talukder
*Knitting Technology by Ajgaonkar
*Knitting by Carmine Mazza, Paola Zonda (Fondazione Acimit)
for Wet Processing Engineering
*Basic Principles of Textile Coloration by Arthur D. Broadbent
*Dyeing & Chemical Technology of Textile Fibres by E. R. Trotman
*Technology of Textile Processing (volume 1 to 10) by Prof. V. A. Shenai
*Textile Preparation & Dyeing by A. K. Roy Chowdhury
*Practical Handbook of Washing & Dyeing by Engr. Md. Saifur Rahman
for Apparel Manufacturing Engineering
*An Introductory Knowledge about Garments Manufacturing Technology by Md. Saiful Azam, Md. Abu Saleh, Khondokar Abu Nafiz
*Technology of Clothing Manufacture by Carr & Latham's
for knowing about Textiles
*Handbook of Textile Fibres by J. Gordon Cook
*General Knowledge in textiles & Garments by Dr. M. A. Sayeed
*Textile & Apparel Dictionary by University Campus Publisher & Seller
*Introduction to Textile Engineering by Md. Sajjak Hossain.
*Handbook of Technical Textiles by A R Horrocks & S C Anand
*Physical Properties of Textile Fibres by W. E. Morton & J. W. S. Hearle
*Textile Dyeing & Printing Technology by Yahia Farook (Bengali Version)
*Knitting & Knit-Dyeing Technology by Engr. M. A. Malek (Bengali Version)
*Textile Printing & Finishing by Md. Shahjahan Firoz (Bengali Version)
এগুলো ছাড়াও আরো অনেক ভালো বই আছে,তবে মোটামুটিভাবে এগুলো দিয়েই বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সটাকে সাপোর্ট দেয়া যাবে। আর বই কালেকশন এর জন্য তো ইন্টারনেট আছেই যদি পিডিএফ চাও।যদিও বই পড়ার মজা কিন্তু পিডিএফে পাওয়া যায় না, তাই আমি বই কেনাটাই প্রেফার করি। আমরা সাজেস্ট করবো ঢাকার নীলক্ষেত। ওখানে অনেক বুকশপ আছে , যারা ইচ্ছুক তারা নিজ ইচ্ছে মতো বই গুলি ফ্যাজিকেলি দেখে কিনতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন