Textile Machine পার্টস এর নাম এবং কাজ জেনে রাখুন - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল মেশিন পার্টস গুলি বর্ননা দেয়া হলো




এক্সপেন্ডার রোলার :
এর রোলার এর কাজ ফেব্রিক কে এক্সপান্ড করা,  এ রোলার গুলির গায়ে স্পাইরাল রিং এর মতো থাকে যার সাথে লেগে লেগে কাপড় এক্সপান্ড হয়।


গাইডার :
এর কাজ হচ্ছে ফেব্রিক কে টেনশন এর সাহায্যে মেশিনে ইনপুট দেয়া । কাপড় এর কার্লিং দূর করতে এই ডিভাইস লাগে।



সেলভেজ ট্রিমার
এটা মুলত মেশিন এর ফেব্রিক কে টেনশন দিয়ে তার আয়তন বাড়িয়ে দেয়।


পেলিভা ডিভাইস
এটি ব্যাবহার করা হয় স্টেনটার মেশিন এর ময়েশ্চার মিজার করার জন্য এটি স্টেনটার মেশিন এর মাঝ বরাবর থাকে।



PT 100
এটি মেশিন এর টেম্পারেচার সেন্সর যা স্টেনটার এ প্রতিটা চেম্বারের সাথে যুক্ত থাকে।RTD কে  PT- 100 নামে জানি


টেনশন রোলার
এটি ফিনিশিং মেশিন এর পেছনের দিকে থাকে এর কাজ হচ্ছে ভার্টিকালি মুভ করে মেশিন এর ফেব্রিক এর টেকয়াপ টেনশন ঠিক রাখে।



এয়ার গান
এটি এয়ার রেগুলেট করে এটার সাহায্যে মেশিনে এয়ার এর সাহায্যে পরিষ্কার করা হয়


নিউমেটিক ভালভ
নিউমেটিক ভালভ হচ্ছে একটি ভালভ যা এয়ার এর সাহায্যে মেশিন এর পাইপ বা লাইনে লিকুইড ফ্লো কন্ট্রোল করে



ফ্রি রোলার :
ফ্রি রোলার মুলত ব্যাবহার করা হয় ফেব্রিককে গাইড করার জন্য এর সাথে মোটর এটাচ করা থাকে না।


Selvedge Un Corler Device.

এই ডিভাইস টি দিয়ে ফেব্রিক্স এর দুই পাশের Corling দূর করা হয়। যাতে কাপড়ের দুই পাশ Main Drive chain এ ভালো ভাবে পিনিং হয়।
এই ডিভাইসের উপরে দুইটি স্ক্রু থাকে।
একটি দিয়ে কাপড়ের উপরের অংশের ডিভাইসের চাপ কমানো বাড়ানো যায়।
আরেক দিয়ে ডিভাইসটির উপরের অংশ উঁচু নিচু করে ভালোভাবে পিনিং করা যায়।
অনেকে এটাকে EL Spreader বা  Pattend pending ও বলে থাকি।
আসলে এগুলো হচ্ছে Un Corler Device  এর Brand.



পেলিভা ডিভাইস PELIVA
এই ডিভাইস এর কাজ হলে মেশিন এর ভেতরের হিউমিডিটি % মিজারমেন্ট করা



ব্যাচার :
এটি ব্যাবহার করা হয় ওভেন ফেব্রিক এর স্টেনটারে এটার সাহায্যে ওভেন ফেব্রিক কে লোহার ব্যাচারে প্যাঁচানো হয়।



প্লেটার :
প্লেটার হচ্ছে স্টেনটার বা ফিনিশ মেশিন বা কম্পেকটর এর সামনে লাগানো একটা ডিভাইস , এটি ফেব্রিক কে স্লাইস করে ট্রলিতে বা টেবিলে ফেলে। এটা সুইং ডোরের মোশন এর মতো করে ফেব্রিক ডেলিভারি  দেয়।




ডেম্পার :
এটা স্টেনটার এর একটি ডিভাইস যা মেশিন এর হিট ফ্লো এ বাধা দেয় মেশিন এর টেম্পারেচার বেশি হয়ে গেলে এটা ভালব এর মতো হিট ট্রান্সফারে বাধা দেয়।




ব্লোয়ার :
এটা স্টেনটার এর একটি পার্টস এই ব্লোয়ার মটর এর কাজ হচ্ছে হট এয়ার, এয়ার সার্কুলেশন করা।


নজেল :
এটা স্টেনটার এর ভেতরের মেটাল প্লেট যা ছোট ছোট ছিদ্র যুক্ত তা যার সাহায্যে ফেব্রিক হট এয়ার ইঞ্জেক্ট করা হয়।




Textile Machine পার্টস এর নাম এবং কাজ জেনে রাখুন

টেক্সটাইল মেশিন পার্টস গুলি বর্ননা দেয়া হলো




এক্সপেন্ডার রোলার :
এর রোলার এর কাজ ফেব্রিক কে এক্সপান্ড করা,  এ রোলার গুলির গায়ে স্পাইরাল রিং এর মতো থাকে যার সাথে লেগে লেগে কাপড় এক্সপান্ড হয়।


গাইডার :
এর কাজ হচ্ছে ফেব্রিক কে টেনশন এর সাহায্যে মেশিনে ইনপুট দেয়া । কাপড় এর কার্লিং দূর করতে এই ডিভাইস লাগে।



সেলভেজ ট্রিমার
এটা মুলত মেশিন এর ফেব্রিক কে টেনশন দিয়ে তার আয়তন বাড়িয়ে দেয়।


পেলিভা ডিভাইস
এটি ব্যাবহার করা হয় স্টেনটার মেশিন এর ময়েশ্চার মিজার করার জন্য এটি স্টেনটার মেশিন এর মাঝ বরাবর থাকে।



PT 100
এটি মেশিন এর টেম্পারেচার সেন্সর যা স্টেনটার এ প্রতিটা চেম্বারের সাথে যুক্ত থাকে।RTD কে  PT- 100 নামে জানি


টেনশন রোলার
এটি ফিনিশিং মেশিন এর পেছনের দিকে থাকে এর কাজ হচ্ছে ভার্টিকালি মুভ করে মেশিন এর ফেব্রিক এর টেকয়াপ টেনশন ঠিক রাখে।



এয়ার গান
এটি এয়ার রেগুলেট করে এটার সাহায্যে মেশিনে এয়ার এর সাহায্যে পরিষ্কার করা হয়


নিউমেটিক ভালভ
নিউমেটিক ভালভ হচ্ছে একটি ভালভ যা এয়ার এর সাহায্যে মেশিন এর পাইপ বা লাইনে লিকুইড ফ্লো কন্ট্রোল করে



ফ্রি রোলার :
ফ্রি রোলার মুলত ব্যাবহার করা হয় ফেব্রিককে গাইড করার জন্য এর সাথে মোটর এটাচ করা থাকে না।


Selvedge Un Corler Device.

এই ডিভাইস টি দিয়ে ফেব্রিক্স এর দুই পাশের Corling দূর করা হয়। যাতে কাপড়ের দুই পাশ Main Drive chain এ ভালো ভাবে পিনিং হয়।
এই ডিভাইসের উপরে দুইটি স্ক্রু থাকে।
একটি দিয়ে কাপড়ের উপরের অংশের ডিভাইসের চাপ কমানো বাড়ানো যায়।
আরেক দিয়ে ডিভাইসটির উপরের অংশ উঁচু নিচু করে ভালোভাবে পিনিং করা যায়।
অনেকে এটাকে EL Spreader বা  Pattend pending ও বলে থাকি।
আসলে এগুলো হচ্ছে Un Corler Device  এর Brand.



পেলিভা ডিভাইস PELIVA
এই ডিভাইস এর কাজ হলে মেশিন এর ভেতরের হিউমিডিটি % মিজারমেন্ট করা



ব্যাচার :
এটি ব্যাবহার করা হয় ওভেন ফেব্রিক এর স্টেনটারে এটার সাহায্যে ওভেন ফেব্রিক কে লোহার ব্যাচারে প্যাঁচানো হয়।



প্লেটার :
প্লেটার হচ্ছে স্টেনটার বা ফিনিশ মেশিন বা কম্পেকটর এর সামনে লাগানো একটা ডিভাইস , এটি ফেব্রিক কে স্লাইস করে ট্রলিতে বা টেবিলে ফেলে। এটা সুইং ডোরের মোশন এর মতো করে ফেব্রিক ডেলিভারি  দেয়।




ডেম্পার :
এটা স্টেনটার এর একটি ডিভাইস যা মেশিন এর হিট ফ্লো এ বাধা দেয় মেশিন এর টেম্পারেচার বেশি হয়ে গেলে এটা ভালব এর মতো হিট ট্রান্সফারে বাধা দেয়।




ব্লোয়ার :
এটা স্টেনটার এর একটি পার্টস এই ব্লোয়ার মটর এর কাজ হচ্ছে হট এয়ার, এয়ার সার্কুলেশন করা।


নজেল :
এটা স্টেনটার এর ভেতরের মেটাল প্লেট যা ছোট ছোট ছিদ্র যুক্ত তা যার সাহায্যে ফেব্রিক হট এয়ার ইঞ্জেক্ট করা হয়।