আগে প্রডাকশন নাকি আগে মার্কেটিং মার্চেন্ডাজিংয়ে ঢুকবোঃ
এটি টেক্সটাইল ফ্রেশারদের একটি কমন প্রশ্ন !!
যে কোন কাজের জন্য কাজের থিউরি বা কন্সেপ্ট প্রয়োজন হয় যা রুট লেভেল বা প্রডাকশন লেভেল থেকে জেনে নিতে হয় আর তার এপ্লিকেশন হয় উপরের পর্যায়ে ।
যেমনঃ
আপনি যদি ডাইংয়ে জব করতে চান তবে আপনাকে আগে ল্যাবে কালার ম্যাচিং এর জব করতে হবে এতে আপনার কালার এর এডিশন এর কন্সেপ্ট গ্রো করবে এরপর যদি প্রডাকশনে জব করেন আপনি ভালো করবেন কারন আপনি নিজ হাতে সুক্ষ ভাবে কাজ করে এসেছিলেন ল্যাব থেকে।
আপনি যদি ডাইংয়ে জব করতে চান তবে আপনাকে আগে ল্যাবে কালার ম্যাচিং এর জব করতে হবে এতে আপনার কালার এর এডিশন এর কন্সেপ্ট গ্রো করবে এরপর যদি প্রডাকশনে জব করেন আপনি ভালো করবেন কারন আপনি নিজ হাতে সুক্ষ ভাবে কাজ করে এসেছিলেন ল্যাব থেকে।
প্রডাকশন এর কাজ হচ্ছে হাতে করা আমার মার্কেটিং এর কাজ হচ্ছে কারা কাজকে অন্যদের ণিকট উপস্থাপন করা । হাতে যে প্রেক্টিকেল কাজ করে সে দক্ষ যে না করে তার তুলনায়। একজন প্রাক্টিকেল করা লোক জানে কোন প্রডাক্ট এর জন্য
কি কি প্রসেস ব্যাবহার করা হয়
কি কি ক্যামিকেল ব্যাবহার হয়
প্রসেস টাইম কতো
প্রডাক্ট কোয়ালিটি কেমন
ফল্ট গুলি কি কি
ফল্ট রেক্টিফাই করার উপায়
প্রসেস কস্টিং
প্রডাক্ট টেস্টিং
সেড
প্রসেস প্যারামিটার
কি কি ক্যামিকেল ব্যাবহার হয়
প্রসেস টাইম কতো
প্রডাক্ট কোয়ালিটি কেমন
ফল্ট গুলি কি কি
ফল্ট রেক্টিফাই করার উপায়
প্রসেস কস্টিং
প্রডাক্ট টেস্টিং
সেড
প্রসেস প্যারামিটার
যা সরাসরি অন্য ডিপার্টমেন্ট এর লোকজন জানেন না । তাই বলা যায় যে প্রডাকশন করতে জানেন সে ভালো করেই জানবেন তার প্রডাক্ট কি ভাবে মার্কেটিং মার্চেন্ডাজিং করতে হয় আর টেকনিকাল পয়েন্ট গুলি আপনি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন ক্লায়েন্ট এর কাছে । আপনি শুধু মিস্টি কথা দিয়ে ক্লায়েন্ট কে সেটিস্ফাই করতে পারবেন এটা ইঞ্জিনিয়ারিং তাই আপনাকে প্রডাক্ট এর টেকনিকাল ডিটেইল আগে জানতে হবে তার পর আপনার মার্কেটিং এবং ম্যানেজমেন্ট এর থিউরি কাজে লাগাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন