গার্মেন্টস এক্সেসরিস ব্যবসা লোকাল আইটেম
১. হেংটেগ:- পেপার,প্লাস্টিক কোয়ালিটি
২. কেয়ার লেবেল:- ওভেন লেবেল
৩. বেল্ট :- চামড়া,ফেক লেদার/রেক্সিন ,ওভেন ফেব্রিক,ওইভিং
৪. পেচ:- চামড়া, রেক্সিন,কাগজ
বেসিক কাজ :
১. একটা কম্পানি নাম ঠিক করা
২. ভিজিটিং কার্ড করা
৩. ট্রেড লাইসেন্স করতে হবে
ব্যবসা পদ্ধতি :
১. এলসি র মাধ্যমে কাজ হবে অথবা কেশ
২. আমি অর্ডার কালেক্ট, নেগোসিয়েসন করে করা
৩. আমাকে যেসব লোকাল ফেক্টরির সাথে কাজ করা তাদের কাছ থেকে প্রাইস নিয়ে নিজের পছন্দমত প্রাইস অফার করা আমার বায়ারকে (যারা আমাকে কাজ দিবে)
৪. বায়ার যে প্রাইস এ রাজি হবে সেটা অনুযায়ী বায়ারকে করা এলসি দিতে আমার ফেক্টরির নামে এবং এলসি দেওয়ার পর প্রোডাকশন শুরু করে দিতে হবে ।
৫. ডেলিভারি যেহেতু আমাকে দিতে হবে তাই নেগোসিয়েসন র সময় এই দিকটা খেয়াল রাখতে হবে(প্রাইজ অফার)
৬. ঠিক সময় ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করতে হবে।
৭. এলসি এট সাইড কাজ করতে হবে( পুরা গুডস ডেলিভারি হওয়ার পর এলসি মেচিউরড হবে)
৮. এলসি মেচিউরড হইলে বায়ারকে পুশ করতে হবে পেমেন্ট এক্সেপ্টেন্স দেওয়ার জন্যে
৯. পেমেন্ট পাওয়ার পর আমার ও অন্যদের(মারচেন্ডাইজার যদি থাকে),ফেক্টরিকে পাওনা বুঝিয়ে দিতে হবে
আমার সিমাবদ্ধতা :-
১. পর্যাপ্ত পরিমান অর্থ
২. হেংটেগ সেম্পল খরচ অনেক অন্যগুলার তুলনায়
আমাদের করনীয় :-
১. কাস্টমার/বায়ারদের সাথে যোগাযোগ রাখা (মোবাইল /ইমেইল)
১. কাস্টমার/বায়ারদের সাথে যোগাযোগ রাখা (মোবাইল /ইমেইল)
২.আমার সাপ্লাইয়ারদের সাথে যোগাযোগ রাখা
৩. সেম্পল খরচ বায়ারের কাছ থেকে নেওয়ার চেস্টা করা( হেংটেগ,পেচ,বেল্ট)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন