ডাইং এর ক্ষত্রে Soda Ash, NaOH ব্যাবহার এর নিয়ম - Textile Lab | Textile Learning Blog
ডাইং এর ক্ষত্রে সোডা  কাস্টিক ব্যাবহার এর নিয়ম :

সোডিয়াম কার্বোনেট :
এটি মাইল্ড এলকালি যা রিয়েক্টিভ ডাইং এ ব্যাবহার যার মুল কাজ হচ্ছে ডাইং এর জন্য এলকালি মিডিয়া ফর্ম করা,  কারন এলাকালি মিডিয়ায় সেলুলোজ এর হাইড্রোক্সিল মুলক আয়োনাইজ হয় যার হলে এটি রিয়েক্টিভ ডাইজ আর সাথে কো ভ্যালেন্ট বন্ড ফর্মেশন করে।

নীট ডাইং এর ক্ষত্রে সোডা ব্যাবহার করার নিয়মঃ
0.0001% - 0.1% = 5 gm
0.1%-0.3%=8 gm
0.3%-0.5%=10 gm
0.5%-1.0%=15 gm
1.0%-2.0%=15 gm
2.0%-3.0%=20 gm
3.0%-4.0%=20 gm
4.0%-5.0%=20 gm
5.0%- Above=20 gm

যেমনঃ
Sun Yellow S4GL 0.0114%
Fu T/Blue G265% 0.021%
Rema Blue RR 0.0258%

রেফারেন্স রেসিপিতে তিন ডাইজ পরিমাণ যোগ করে যে পরিমান পাওয়া যাবে একে সেড % কলা হবে আর কি পরিমান  সেড % এর জন্য কি পরিমান  সোডা লাগবে তা ডাইজ ম্যানুফেচারার গন এর রেফারেন্স দিয়ে থাকেন ।

কাস্টিক NaOH  ব্যাবহার করা হয় ব্লাক নেভি রেড বা ডার্ক কালার  এর জন্য
সেড 2.0%-3.0%= 60÷5 / 2
সেড 3.0%-4.0%= 70÷5 /2
সেড 4.0%-5.0%= 80÷5 / 2.5
সেড 5.0%- Above= 80÷5 / 3

কমন সল্ট ব্লাক এর ক্ষত্রে ব্যাবহার করা হয়
সল্ট সলিড ফর্মে ব্যাবহার করা হয়
কাস্টিক  ১০% স্টক সলিউশন
সোডা ১০% স্টক সলিউশন
0.1%-1.0% লিকার রেশিও 1:8
1.0- Above লিকার রেশিও 1:10



ওভেন ডাইং এর ক্ষত্রে কাস্টিক এবং সোডা ব্যাবহার করার নিয়মঃ
ওভেন ডাইং এর ক্ষত্রে ডাবল এলকালি ব্যাবহার করা হয় বিশেষ করে কোল্ড প্যাড ব্যাচ এর ক্ষত্রে

নিয়মঃ
সোডা ব্যাবহার এর নিয়ম হচ্ছে যতো শেড gpl হোক না কেনো এর জন্য ফিক্সড সোডার পরিমান প্রতিলিটারে 20 gpl

রেসিপিঃ
Everzol yellow EDR - 2.5 gpl
Everzol Red ED3B- 1 gpl
Everzol Navy ED- 1.7 gpl

কস্টিক :  সেড % / gpl হবে তাকে /৫ + ৮
জিগার এর ক্ষত্রে সোডা ব্যাবহার করা হয় এলকালি হিসেবে

জিগার / সেমি কন্টিনিউয়াস ডাইং এর ক্ষত্রে সোডা ব্যাবহার এর নিয়ম
টোটাল gpl X 2 = সোডা এস  Gram per liter





ডাইং এর ক্ষত্রে Soda Ash, NaOH ব্যাবহার এর নিয়ম

ডাইং এর ক্ষত্রে সোডা  কাস্টিক ব্যাবহার এর নিয়ম :

সোডিয়াম কার্বোনেট :
এটি মাইল্ড এলকালি যা রিয়েক্টিভ ডাইং এ ব্যাবহার যার মুল কাজ হচ্ছে ডাইং এর জন্য এলকালি মিডিয়া ফর্ম করা,  কারন এলাকালি মিডিয়ায় সেলুলোজ এর হাইড্রোক্সিল মুলক আয়োনাইজ হয় যার হলে এটি রিয়েক্টিভ ডাইজ আর সাথে কো ভ্যালেন্ট বন্ড ফর্মেশন করে।

নীট ডাইং এর ক্ষত্রে সোডা ব্যাবহার করার নিয়মঃ
0.0001% - 0.1% = 5 gm
0.1%-0.3%=8 gm
0.3%-0.5%=10 gm
0.5%-1.0%=15 gm
1.0%-2.0%=15 gm
2.0%-3.0%=20 gm
3.0%-4.0%=20 gm
4.0%-5.0%=20 gm
5.0%- Above=20 gm

যেমনঃ
Sun Yellow S4GL 0.0114%
Fu T/Blue G265% 0.021%
Rema Blue RR 0.0258%

রেফারেন্স রেসিপিতে তিন ডাইজ পরিমাণ যোগ করে যে পরিমান পাওয়া যাবে একে সেড % কলা হবে আর কি পরিমান  সেড % এর জন্য কি পরিমান  সোডা লাগবে তা ডাইজ ম্যানুফেচারার গন এর রেফারেন্স দিয়ে থাকেন ।

কাস্টিক NaOH  ব্যাবহার করা হয় ব্লাক নেভি রেড বা ডার্ক কালার  এর জন্য
সেড 2.0%-3.0%= 60÷5 / 2
সেড 3.0%-4.0%= 70÷5 /2
সেড 4.0%-5.0%= 80÷5 / 2.5
সেড 5.0%- Above= 80÷5 / 3

কমন সল্ট ব্লাক এর ক্ষত্রে ব্যাবহার করা হয়
সল্ট সলিড ফর্মে ব্যাবহার করা হয়
কাস্টিক  ১০% স্টক সলিউশন
সোডা ১০% স্টক সলিউশন
0.1%-1.0% লিকার রেশিও 1:8
1.0- Above লিকার রেশিও 1:10



ওভেন ডাইং এর ক্ষত্রে কাস্টিক এবং সোডা ব্যাবহার করার নিয়মঃ
ওভেন ডাইং এর ক্ষত্রে ডাবল এলকালি ব্যাবহার করা হয় বিশেষ করে কোল্ড প্যাড ব্যাচ এর ক্ষত্রে

নিয়মঃ
সোডা ব্যাবহার এর নিয়ম হচ্ছে যতো শেড gpl হোক না কেনো এর জন্য ফিক্সড সোডার পরিমান প্রতিলিটারে 20 gpl

রেসিপিঃ
Everzol yellow EDR - 2.5 gpl
Everzol Red ED3B- 1 gpl
Everzol Navy ED- 1.7 gpl

কস্টিক :  সেড % / gpl হবে তাকে /৫ + ৮
জিগার এর ক্ষত্রে সোডা ব্যাবহার করা হয় এলকালি হিসেবে

জিগার / সেমি কন্টিনিউয়াস ডাইং এর ক্ষত্রে সোডা ব্যাবহার এর নিয়ম
টোটাল gpl X 2 = সোডা এস  Gram per liter





কোন মন্তব্য নেই: