টেক্সটাইল মিল এর সেলস এন্ড রেভিনিউ হিসেব বের করে যে ভাবে - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল মিল এর সেলস এন্ড রেভিনিউ হিসেব বের করে যে ভাবে  

একটি কোম্পানির লাভ ক্ষতির হিসেব বা টোটাল কি পরিমাণ টাকা ডাইং প্রিন্টিং বা প্রসেস বাবদ পেয়েছে তাকে তদের রিভিনিউ বলে।  রেভিনিউ বের করার জন্য প্রসেস চার্জ, ডেলিভারি কোয়ানটিটি পরিমাণ জানা লাগে।  যেমন টোটাল কি পরিমাণ কাপড় ডেলিভারি হয়েছে তা পরিমান কে ইউনিট চার্জ ( প্রতি গজ)  গিয়ে গুন করলে টোটাল টাকার বা  রেভিনিউ এর পরিমাণ বের হয়ে যাবে।  এটি প্রতি মাসে একবার করা হয়

আমাদের টেক্সটাইল মিল গুলিতে সাধারণত দুই ধরনের বায়ার এর কাজ করে থাকে তারা এক
১. ইন হাউস ডাইং
২. লোকাল / কমিশন ডাইং

আর ডাইং এর ক্ষত্রে দুই/ তিন প্রকার এর প্রসেস করা হয়
১. ডাইং
২. হোয়াইট
৩.RFD

ওভেন ডাইং এবং প্রসেসিং চার্জ :-

১. ডাইং ইন হাউস এভারেজ কালার ৩২ টাকা প্রতি গজ।

২. ডাইং  লোকাল / কমিশন  এভারেজ কালার ৩৫ টাকা প্রতি গজ।

৩. হোয়াইট ইনহাউস + লোকাল ২২ টাকা।

৪. RFD ইনহাউস + লোকাল ২২ টাকা।

৫. ইনহাউস এর ইয়ার্ন ডাইড ফেব্রিক ডিসাইজ ওয়াস ফিনিশ ১২ টাকা প্রতি গজ।

নীট প্রিন্টিং চার্জ :
ইনহাউস পিগমেন্ট ১৪০ টাকা প্রতি কেজি
ডিসচার্জ  ১৫২ টাকা প্রতি কেজি
গ্লিটার ২৮০ টাকা প্রতি কেজি

ওভেন প্রিন্টিং চার্জ :
ইনহাউস পিগমেন্ট ৩৪ টাকা গজ
লোকাল / কমিশন প্রিন্টিং ২৬ টাকা গজ

নিয়ম:
প্রতিমাসের শেষদিকে একাউন্টস থেকে একটি হিসেব করা হয়  কি পরিমান কাপড়  বা কতো গজ তারা ডেলিভারি দিয়েছে তা কি কি প্রসেস হয়েছে এবং তার বিল কতো  তা দিয়ে তারা মাসের টোটাল রেভিনিউ বের করে ।  এবং তা ইনহাউস এবং লোকাল আলাদা ভাগ করা হয়।

টেক্সটাইল মিল এর সেলস এন্ড রেভিনিউ হিসেব বের করে যে ভাবে

টেক্সটাইল মিল এর সেলস এন্ড রেভিনিউ হিসেব বের করে যে ভাবে  

একটি কোম্পানির লাভ ক্ষতির হিসেব বা টোটাল কি পরিমাণ টাকা ডাইং প্রিন্টিং বা প্রসেস বাবদ পেয়েছে তাকে তদের রিভিনিউ বলে।  রেভিনিউ বের করার জন্য প্রসেস চার্জ, ডেলিভারি কোয়ানটিটি পরিমাণ জানা লাগে।  যেমন টোটাল কি পরিমাণ কাপড় ডেলিভারি হয়েছে তা পরিমান কে ইউনিট চার্জ ( প্রতি গজ)  গিয়ে গুন করলে টোটাল টাকার বা  রেভিনিউ এর পরিমাণ বের হয়ে যাবে।  এটি প্রতি মাসে একবার করা হয়

আমাদের টেক্সটাইল মিল গুলিতে সাধারণত দুই ধরনের বায়ার এর কাজ করে থাকে তারা এক
১. ইন হাউস ডাইং
২. লোকাল / কমিশন ডাইং

আর ডাইং এর ক্ষত্রে দুই/ তিন প্রকার এর প্রসেস করা হয়
১. ডাইং
২. হোয়াইট
৩.RFD

ওভেন ডাইং এবং প্রসেসিং চার্জ :-

১. ডাইং ইন হাউস এভারেজ কালার ৩২ টাকা প্রতি গজ।

২. ডাইং  লোকাল / কমিশন  এভারেজ কালার ৩৫ টাকা প্রতি গজ।

৩. হোয়াইট ইনহাউস + লোকাল ২২ টাকা।

৪. RFD ইনহাউস + লোকাল ২২ টাকা।

৫. ইনহাউস এর ইয়ার্ন ডাইড ফেব্রিক ডিসাইজ ওয়াস ফিনিশ ১২ টাকা প্রতি গজ।

নীট প্রিন্টিং চার্জ :
ইনহাউস পিগমেন্ট ১৪০ টাকা প্রতি কেজি
ডিসচার্জ  ১৫২ টাকা প্রতি কেজি
গ্লিটার ২৮০ টাকা প্রতি কেজি

ওভেন প্রিন্টিং চার্জ :
ইনহাউস পিগমেন্ট ৩৪ টাকা গজ
লোকাল / কমিশন প্রিন্টিং ২৬ টাকা গজ

নিয়ম:
প্রতিমাসের শেষদিকে একাউন্টস থেকে একটি হিসেব করা হয়  কি পরিমান কাপড়  বা কতো গজ তারা ডেলিভারি দিয়েছে তা কি কি প্রসেস হয়েছে এবং তার বিল কতো  তা দিয়ে তারা মাসের টোটাল রেভিনিউ বের করে ।  এবং তা ইনহাউস এবং লোকাল আলাদা ভাগ করা হয়।

কোন মন্তব্য নেই: