ফেব্রিকের বড় রোল / থান ডাইং এর সুবিধা অসুবিধা জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
বড় রোল / থান ডাইং এর সুবিধা অসুবিধা জেনে নিনঃ-

টেক্সটাইল ডাইং এর ক্ষত্রে বড় থান রোল ডাইং এর ক্ষত্রে একটি সুবিধা হচ্ছে এতে রোল টু রোল সেড কম  হয়,  একটি সেড অনেক পরিমান কাপড়ে থাকে।

এখন কথা হচ্ছে রোল টু রোল সেড এর কারন কি ?  এখন রোল টু রোল সেড ভ্যারিয়েশন এর কারন হচ্ছে প্রতিটা রোল যখন মেশিন থেকে নামানো হয় তখন এর ক্লথ রোলারে জড়াতে টেনশন এর অনেক পরিবর্তন হয় যাতে করে কাপড় এর  লুপ, ইন্টারলেসমেন্ট এর কিছুটা পরিবর্তন হয়  এর প্রভাব পড়ে ডাইং এর ক্ষত্রে যার ফলে কাপড় এর পিকাপ চেঞ্জ হয় যা রোলে রোলে আলাদা হয় এখন রোল যতো কমানো যাবে ভ্যারিয়েশন ততো কমানো যাবে ।

ছোট রোল গুলি ডাইং এর পর আরো শর্ট হয়ে যায় এবং এগুলি কাটপিচ সর্ট পিস হয়ে যায়, উদাহরণ স্বরুপ H&M এর ক্ষত্রে ৪০ মিটারের কম কোন রোল দেয়া যায় না কাটিং এর জন্য এই ক্ষত্রে ৪০ মিটার ডাইং করলে ফিনিশ এর পর ৩৫ টিকবে এক্ষেত্রে যতো বড় রোল হয় ততো ভালো ডাইং এর ক্ষত্রে।
ফিনিশিং এর ক্ষত্রে কাপড় যতোই বড় হবে ততো লাভ কারন কাপড় সর্ট বা রোল ছোট হলে স্টিচ এর পরিমান বেড়ে যায় এবং স্টিচ এর দুপাশেই ১ মিটার করে ২ মিটার কাপড় নস্ট হয়। তাই বড় রোল ওয়েস্টেজ কমায়।

বড় রোল এর সেড ওকে হলে গার্মেন্টস করলে অনেক গুলি বডি সেইম সেড এর পাওয়া যাবে পার্ট বাই পার্ট সেডিং কম হবে  

বড় রোল ইন্সপেকশন, প্যাকিং এর সুবিধা অনেক ঝামেলা খুব কম।
ফিনিশ গুডস ইন্সপেকশন যখন করা হবে তখন বড় বড় রোল এর  সেড গ্রুপিং করার ক্ষত্রে  গ্রেড কপম হবে সেড ভ্যারিয়েশন কম হবে।

এটা যেমনি নীট এর ক্ষত্রে প্রযোজ্য তেমনি সমান ভাবে ওভেন এর জন্য প্রযোজ্য,  আমরা প্রডাকশন বাড়ানোর জন্য ছোট ছোট রোল, থান কেটে নিয়ে ইন্সপেকশন শুরু করে দেই কিন্তু  রোল গুলিকে পর্যাপ্ত বড় হওয়ার সুযোগ দিতে হবে  এতে অনেক সুবিধা পাওয়া যাবে ডাইং এর ক্ষত্রে ।


ফেব্রিকের বড় রোল / থান ডাইং এর সুবিধা অসুবিধা জেনে নিন

বড় রোল / থান ডাইং এর সুবিধা অসুবিধা জেনে নিনঃ-

টেক্সটাইল ডাইং এর ক্ষত্রে বড় থান রোল ডাইং এর ক্ষত্রে একটি সুবিধা হচ্ছে এতে রোল টু রোল সেড কম  হয়,  একটি সেড অনেক পরিমান কাপড়ে থাকে।

এখন কথা হচ্ছে রোল টু রোল সেড এর কারন কি ?  এখন রোল টু রোল সেড ভ্যারিয়েশন এর কারন হচ্ছে প্রতিটা রোল যখন মেশিন থেকে নামানো হয় তখন এর ক্লথ রোলারে জড়াতে টেনশন এর অনেক পরিবর্তন হয় যাতে করে কাপড় এর  লুপ, ইন্টারলেসমেন্ট এর কিছুটা পরিবর্তন হয়  এর প্রভাব পড়ে ডাইং এর ক্ষত্রে যার ফলে কাপড় এর পিকাপ চেঞ্জ হয় যা রোলে রোলে আলাদা হয় এখন রোল যতো কমানো যাবে ভ্যারিয়েশন ততো কমানো যাবে ।

ছোট রোল গুলি ডাইং এর পর আরো শর্ট হয়ে যায় এবং এগুলি কাটপিচ সর্ট পিস হয়ে যায়, উদাহরণ স্বরুপ H&M এর ক্ষত্রে ৪০ মিটারের কম কোন রোল দেয়া যায় না কাটিং এর জন্য এই ক্ষত্রে ৪০ মিটার ডাইং করলে ফিনিশ এর পর ৩৫ টিকবে এক্ষেত্রে যতো বড় রোল হয় ততো ভালো ডাইং এর ক্ষত্রে।
ফিনিশিং এর ক্ষত্রে কাপড় যতোই বড় হবে ততো লাভ কারন কাপড় সর্ট বা রোল ছোট হলে স্টিচ এর পরিমান বেড়ে যায় এবং স্টিচ এর দুপাশেই ১ মিটার করে ২ মিটার কাপড় নস্ট হয়। তাই বড় রোল ওয়েস্টেজ কমায়।

বড় রোল এর সেড ওকে হলে গার্মেন্টস করলে অনেক গুলি বডি সেইম সেড এর পাওয়া যাবে পার্ট বাই পার্ট সেডিং কম হবে  

বড় রোল ইন্সপেকশন, প্যাকিং এর সুবিধা অনেক ঝামেলা খুব কম।
ফিনিশ গুডস ইন্সপেকশন যখন করা হবে তখন বড় বড় রোল এর  সেড গ্রুপিং করার ক্ষত্রে  গ্রেড কপম হবে সেড ভ্যারিয়েশন কম হবে।

এটা যেমনি নীট এর ক্ষত্রে প্রযোজ্য তেমনি সমান ভাবে ওভেন এর জন্য প্রযোজ্য,  আমরা প্রডাকশন বাড়ানোর জন্য ছোট ছোট রোল, থান কেটে নিয়ে ইন্সপেকশন শুরু করে দেই কিন্তু  রোল গুলিকে পর্যাপ্ত বড় হওয়ার সুযোগ দিতে হবে  এতে অনেক সুবিধা পাওয়া যাবে ডাইং এর ক্ষত্রে ।


কোন মন্তব্য নেই: