ডাইং কাপড় এর এব্জরবেন্সি কম, জেনে নিন কি ভাবে ঠিক করবেন - Textile Lab | Textile Learning Blog
সমস্যাঃ   ডাইং ফিনিশ করার পর কাপড় এর এবজরবেন্সি কম।

রেকটিফিকেশনঃ
সাধারনত ফেব্রিক এর প্রিট্রিটমেন্ট ( স্কাওয়ারিং, ব্লিচ, মার্সারাইজেসন )  ঠিক না হলে কাপড় এর এব্জরবেন্সি খারাপ হতে পারে অনেক হয় এটি ডাইং এর সময় বোঝা না গেলেও পরবর্তিতে ডাইং এর ফিনিশিং এ সমস্যা দেখা দিতে পারেন।

যে সকল সম্ভাব্য কারনে এব্জরবেন্সি খারাপ হতে পারেঃ
১. সফেনার কোয়ালিটি
২. স্কাওরিং ব্লিচিং

এব্জরবেন্সি বাড়ানোর কিছু উপায়ঃ

১. কাপড় ডাইং হয়ে গেলে ডাইং মেশিনে সিলিকন সফেনার দেয়া যাবে না। সিলিকন হাইড্রোফোবিক সফেনার । 

২. ফিনিশিং এর সময় পানি না খেলে কাপড় কে ওয়েটিং এজেন্ট দিয়ে প্যাডিং স্টেনটারিং করতে হবে।

৩. কাপড় এর এব্জরবেন্সি কম হলে মেশিনে কাপড় তুলে কাপড় কে এসিড ওয়াস করতে হবে।

৪. কাপড় ফিনিশিং এর সময় নন আয়নিক, ক্যাটায়নিক ( হাইড্রো ফিলিক সফেনার) ব্যাবহার করতে হবে  সিলিকন সফেনার ( হাইড্রো ফোবিক সফেনার) ব্যাবহার করা যাবে না।

৫. ওভেন কাপড় এর এব্জরবেন্সি কম হলে তাকে রি ওয়াস করতে হবে তাতে না হলে রিব্লিচ, রি স্কাওয়ারিং করতে হবে ।  ডিসাইজ ক্যামিকেল এবং এনজাইম চেক করতে হবে।

৬.  নীট কাপড় এর প্রি ট্রিটমেন্ট এর সময় সময় বাঁচানোর  জন্য তাড়াহুড়ো করে স্কাওরিং ব্লিচিং করা যাবে না যেমন সময় বাঁচাতে অনেকেই 120X20' মিনিটে স্কাওয়ারিং ব্লিচ সম্পন্ন করতে চান এটার জন্য এবজরবেন্সি আনইভেন থেকে যেতে পারে এবং পরবর্তি সব প্রসেসে সমস্যা করতে পারে তাই বয়েলিং টেম্পারেচারে ৩০ মিনিট অন্তত স্কাওয়ারিং ব্লিচিং করা উচিৎ।





ডাইং কাপড় এর এব্জরবেন্সি কম, জেনে নিন কি ভাবে ঠিক করবেন

সমস্যাঃ   ডাইং ফিনিশ করার পর কাপড় এর এবজরবেন্সি কম।

রেকটিফিকেশনঃ
সাধারনত ফেব্রিক এর প্রিট্রিটমেন্ট ( স্কাওয়ারিং, ব্লিচ, মার্সারাইজেসন )  ঠিক না হলে কাপড় এর এব্জরবেন্সি খারাপ হতে পারে অনেক হয় এটি ডাইং এর সময় বোঝা না গেলেও পরবর্তিতে ডাইং এর ফিনিশিং এ সমস্যা দেখা দিতে পারেন।

যে সকল সম্ভাব্য কারনে এব্জরবেন্সি খারাপ হতে পারেঃ
১. সফেনার কোয়ালিটি
২. স্কাওরিং ব্লিচিং

এব্জরবেন্সি বাড়ানোর কিছু উপায়ঃ

১. কাপড় ডাইং হয়ে গেলে ডাইং মেশিনে সিলিকন সফেনার দেয়া যাবে না। সিলিকন হাইড্রোফোবিক সফেনার । 

২. ফিনিশিং এর সময় পানি না খেলে কাপড় কে ওয়েটিং এজেন্ট দিয়ে প্যাডিং স্টেনটারিং করতে হবে।

৩. কাপড় এর এব্জরবেন্সি কম হলে মেশিনে কাপড় তুলে কাপড় কে এসিড ওয়াস করতে হবে।

৪. কাপড় ফিনিশিং এর সময় নন আয়নিক, ক্যাটায়নিক ( হাইড্রো ফিলিক সফেনার) ব্যাবহার করতে হবে  সিলিকন সফেনার ( হাইড্রো ফোবিক সফেনার) ব্যাবহার করা যাবে না।

৫. ওভেন কাপড় এর এব্জরবেন্সি কম হলে তাকে রি ওয়াস করতে হবে তাতে না হলে রিব্লিচ, রি স্কাওয়ারিং করতে হবে ।  ডিসাইজ ক্যামিকেল এবং এনজাইম চেক করতে হবে।

৬.  নীট কাপড় এর প্রি ট্রিটমেন্ট এর সময় সময় বাঁচানোর  জন্য তাড়াহুড়ো করে স্কাওরিং ব্লিচিং করা যাবে না যেমন সময় বাঁচাতে অনেকেই 120X20' মিনিটে স্কাওয়ারিং ব্লিচ সম্পন্ন করতে চান এটার জন্য এবজরবেন্সি আনইভেন থেকে যেতে পারে এবং পরবর্তি সব প্রসেসে সমস্যা করতে পারে তাই বয়েলিং টেম্পারেচারে ৩০ মিনিট অন্তত স্কাওয়ারিং ব্লিচিং করা উচিৎ।





কোন মন্তব্য নেই: