উইঞ্চ ডাইং বা এটমস্পিয়ারিক ডাইং মেশিন এর ফিচার্স গুলি জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
উইঞ্চ ডাইং মেশিন এর ফিচার্সঃ

১.  ডিসকন্টিনিওয়াস ডাইং প্রসেস।

২.  ফেব্রিক রোপ ফর্মে ডাইং করা হয়।

৩.  এই পদ্ধতিতে ফেব্রিক মুভ করে কিন্তু ডাই লিকার মুভ করে না।

৪.  উইঞ্চ স্পিড ৭০ আর.পি.এম,  ফেব্রিক মুভিং স্পিড ৩০ থেকে ৮০ মি./মিনিট ।

৫. উইঞ্চের প্রস্থচ্ছেদ বৃত্তাকার অথবা উপবৃত্তাকার আকৃতির।

৬.  উইঞ্চের স্পিড ম্যাটেরিয়ালের প্রকৃতির উপর নির্ভর করে।

৭. উইঞ্চ ডাইং মেশিন এর টেম্পারেচার রেঞ্জ ১০০ ডিগ্রী

৮.  উইঞ্চ ডাইং মেশিনে রিয়েক্টিভ, হোয়াইট, এনজাইম ওয়াস করা যায় ।

৯. উইঞ্চ ডাইং এ নীট ফেব্রিক টেরি টাওয়াল, টিসি, ভয়েল ডাইং করা যায়।

১০. উইঞ্চ মেশিনে টেম্পারেচার রেঞ্জ, প্রেসার কম  থাকায়  এতে পলিস্টার ডাইং করা যায় নাই।

১১. নরমাল এটমোসফিয়ারিক প্রেসারে এতে ডাইং করা হয় তাই একে এসমস্ফিয়ারিক মেশিন বলে।

By Mamun Rezwan

উইঞ্চ ডাইং বা এটমস্পিয়ারিক ডাইং মেশিন এর ফিচার্স গুলি জেনে নিন

উইঞ্চ ডাইং মেশিন এর ফিচার্সঃ

১.  ডিসকন্টিনিওয়াস ডাইং প্রসেস।

২.  ফেব্রিক রোপ ফর্মে ডাইং করা হয়।

৩.  এই পদ্ধতিতে ফেব্রিক মুভ করে কিন্তু ডাই লিকার মুভ করে না।

৪.  উইঞ্চ স্পিড ৭০ আর.পি.এম,  ফেব্রিক মুভিং স্পিড ৩০ থেকে ৮০ মি./মিনিট ।

৫. উইঞ্চের প্রস্থচ্ছেদ বৃত্তাকার অথবা উপবৃত্তাকার আকৃতির।

৬.  উইঞ্চের স্পিড ম্যাটেরিয়ালের প্রকৃতির উপর নির্ভর করে।

৭. উইঞ্চ ডাইং মেশিন এর টেম্পারেচার রেঞ্জ ১০০ ডিগ্রী

৮.  উইঞ্চ ডাইং মেশিনে রিয়েক্টিভ, হোয়াইট, এনজাইম ওয়াস করা যায় ।

৯. উইঞ্চ ডাইং এ নীট ফেব্রিক টেরি টাওয়াল, টিসি, ভয়েল ডাইং করা যায়।

১০. উইঞ্চ মেশিনে টেম্পারেচার রেঞ্জ, প্রেসার কম  থাকায়  এতে পলিস্টার ডাইং করা যায় নাই।

১১. নরমাল এটমোসফিয়ারিক প্রেসারে এতে ডাইং করা হয় তাই একে এসমস্ফিয়ারিক মেশিন বলে।

By Mamun Rezwan

কোন মন্তব্য নেই: